আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-১৮] :: ছোট একটা ফিউজ টেস্টার বানিয়ে নিন !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!


সবাই কেমন আছেন ? প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি টিটিতে ইলেক্ট্রোনিক্স বিভাগে নিয়মিত টিউন করতে না পারার কারনে ! অবশ্য আমি ইচ্ছে করেই করিনি ! কারন, এত কষ্ট করে মোবাইল দিয়ে টিউন লিখে HTML কোড দিয়ে Edit করে টিউন লিখার পর যদি দেখি সেটি অন্য কোন পেজে তাদের নিজের নাম দিয়ে চালিয়ে দেয় তাহলে একটু খারাপ লাগেই ! অনেক ভেবে দেখলাম তাদের জন্য তো আর আমি আমার লেখা থামাতে পারি না! তাই আবার চলে এলাম আপনাদের মাঝে ! এসে ভালোই লাগলো ! কারন আনেক নতুন টিউনার খুব ভাল ভাল টিউন করেছেন ! তাদেরকে স্বাগত জানায় ! আপনারা যেন নিয়মিত টিউন করেন এটিই চাওয়া আপনাদের কাছে ! তবে এতদিন টিটিতে ইলেক্ট্রোনিক্স বিভাগে টিউন না করতে পারলেও বসে ছিলাম না ! অনের কাজের ফাকেও গবেশনা চালিয়ে গেছি ! আশা করি পরবর্তিতে সেসব আপনাদের মাঝে উপহার দিব ! যাইহোক আর কথা বারাতে চাই না, এবার কাজে আসি ! আমরা অনেকে একটু একটু ইলেক্ট্রোনিক্সের কাজ জানি ! তার পাশাপাষি বিভিন্ন রকমের ইলেক্ট্রোনিক্সের সামগ্রী ব্যবহার করি ! প্রতিটি উন্নত মানের সার্কিটে প্রোটেকশনের জন্য ফিউজ ব্যবহার করা হয় ! কিন্তু অনেক সময় দেখা যায় সার্কিট কাজ করে না ! তখন আমরা আগে ফিউজ টেস্ট করে দেখি ঠিক আছে কি না ! কিন্তু ফিউজ টেস্ট করতে গেলে সার্কিট থেকে খুলতে হয় ! এবার আর ফিউজ খুলে টেস্ট করতে হবে না ! নিজেই খুব সহজে বানিয়ে নিন একটা ফিউজ টেস্টার !

এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !

  • 1.2 কিলোওহমের রেজিস্ট্যান্স একটি যার ওয়াট 1/4 !
  • দুইটি 3mm বা 5mm এর লাল কালারের LED !
  • দুইটি 3/20 এর 5 inch তার যা দিয়ে আপনি সার্কিটে ধরার প্রোব বনাবেন ! এর জন্য দুইটি তারেরই দুই মাথা থেকে ইনসুলেশন সরিয়ে নিন ! তাহলে তিনটা তারের গেজ দেখতে পাবেন ! দুইটি তারেরই যেকোন এক প্রান্তে তিনটা গেজ থেকে দুইটি গেজ কেটে ফেলুন ! তৈরী হয়ে গেল আপনার প্রোব !

এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !

TTC TunesLED বাল্বের পিন এর চিত্র দেখুন !

TTC Tunesসার্কিটটি বানানো হয়ে গেলে যেই সার্কিটের ফিউজ টেস্ট করবেন সেই সার্কিটের ফিউজের দুই প্রান্তে প্রোব দুইটি ধরুন! যদি যেকোন একটি LED বাল্ব জ্বলে তাহলে বুঝবেন ফিউজ কেটে গেছে ! আর যদি একটিও LED বাল্ব না জ্বলে তাহলে বুঝবেন ফিউজ ভাল আছে এবং আপনার সার্কিটের অন্য কোথাও সমস্যা আছে !একটু লক্ষ্য করুন :

  • আপনি যখন কোন সার্কিটের ফিউজ টেস্ট করবেন তখন অবশ্যই ওই সার্কিট যত ভোল্টে চলে তত ভোল্ট প্রবেশ করাতে হবে !
  • যেগুলো সার্কিট 25 ভোল্টের ( ডিসি বা এসি ) নিচে চলে সেগুলোর ফিউজ টেস্ট করতে পারবেন ! 25 ভোল্টের উপরে যেই সার্কিট চলে সেগুলোর ফিউজ এটির দ্বার টেস্ট করতে পারবেন না !

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

sundor hoicha …….bhai parla akta DC ips ar upor post koran

সুন্দর, একটি লিড বাতি জালানোর জন্য কত ওমস রেজিস্টেন্ট লাকবে, দয়াকরে বলবেন । লিড বাতি মানে বেড সুইজে যে বাতি গুলো থাকে সেগুলাইতো তাইনা ?

valo laglo,Dont Stop

Level 2

Welcome Back . Vi Apnar post valo lage .

Level 2

onek din pore aponake peye valo laglo . tnx

Sundor hoyeche.

220 v এ ,

Level 0

ভাই আমার একটা ups আছে কিন্তু াটার battery নষ্ট হএয়া গেছে। আমি কি ঐ ups এ ১২ ভোল্ট এর বড় lead acid battery লাগাতে পারবো । ups টা 600VA। ১২ volt এর বড় যে গাড়ির ব্যাটারি । এটা লাগালে ups এর circuit এর কি কন problem হবে। backup দিতে পারবে কি। জানাবেন ভাই please

Level 0

via what is the easy electronic sircuit simulator in internet. thanks

Level 0

i have a solar panel of 75 watt.Now i want to use DEll 19” LED monitor as a Tv with tv card is it possible ? and if possible is it needed any circuit or other things.

Please help me regarding this.

Level 0

Thanks