আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-১৫] :: আসুন LED টিউব লাইট তৈরী করি !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন আছেন ? আমার আগের টিউনে ব্যাটারী দিয়ে LED বাল্ব জ্বালানো নিয়ে আলোচনা করেছিলাম ! এবার আলোচনা এসি বিদ্যুত্‍ দিয়ে কিভাবে LED বাল্ব জ্বালানো যায় এই বিষয়ে ! এবার আপনি নিজেই তৈরী করতে পারবেন একটা LED টিউব লাইট !
এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :

  • 1. 30 টা 1/4 ওয়াটের সাদা আলোর LED বাল্ব !
  • 2. একটা নোনপোলারিস্ট ক্যাপাসিটর যার মান 0.22uF 400V ! তবে এই ক্যাপাসিটর হয়তো দোকানীরা চিনবে না ! এর জন্য আপনাকে এই ক্যাপাসিটরের কোড ব্যবহার করতে হবে ! এর কোড হল 224 ! অর্থাত্‍ দোকানদার কে বলতে হবে 224 4 400V pf এর কথা !
    এর চিত্র দেখুন !

    TTC Tunesতবে 224 এর শেষে J, K ইত্যাদি লেখা থাকতে পারে !
  • 3. একটি 1 ওয়াটের 1 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল বাদামী কাল লাল সোনালী !
TTC Tunes

  • 4. একটা সুইচ !

এবার চিত্রের মত করে সংযোগ দিন !

TTC Tunesচিত্র বুঝতে অসুবিধে হলে নিচের লেখা দেখুন :

  • প্রথমে 30 LED থেকে 2 টা করে LED নিয়ে 15 টা ভাগ করুন !
  • LED গুলো লক্ষ্য করে দেখুন এর পিন লম্বা ও এক পিন খাটো ! চিত্র দেখুন ! এবার প্রতিটা ভাগের 2 টা LED এর মাঝে এমন ভাবে সংযোগ দিন যেন একটার লম্বা পিন অপরটার খাটো পিনের সাথে এবং একটার খাটো পিন অপরটার লম্বা পিনের সাথে সংযুক্ত হয় ! এভাবে 15 টা সংযোগ তৈরী করুন !
TTC Tunes

  • এবার এদের মাঝে সিরিজ কানেকশন দিন !
  • এরপর সিরিজ সার্কিটের এক প্রান্তে 224 400v ক্যাপাসিটর ও অপর প্রান্তে 1 কিলোওহম রেজিস্ট্যান্স সংযুক্ত করুন !

কাজ শেষ !

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইলেকট্রনিক্সে আমি খুব কাচা । তবে আপনার টিউন গুলো খুব ভাল হচ্ছে । চালিয়ে যান…

Level 0

nice post. but circuit diagram is not visible. pls send this diagram to [email protected]. thanks

Level 0

so the ckt can glow in both half cycle .
but could u tell me what is the cause behind series connection between two ckt.. thanks.

vai, Dokane 224 400v capacitor paini kintu 225 400v capacitor peyesi etate ki kaj hobe ? ami etate songjog diyesilam alo jole kintu kisukkhon por registant pure jay. karon ki bujtesina. please help.

ভাই একই রেজাল্ট পুড়ে যায় । অবশেষে রেজিস্ট্যান্স ছাড়া ডাইরেক্ট চালাইলাম কয়েকদিন । কয়েকদিন পর সবগুলো LED বাল্ব ফিউজ/নষ্ট হয়ে গেছে । আপনি এর সমাধান দিন প্লিজ ।

Level New

vai conection picture ta aktu mail korben Plz.
[email protected]

মোস্তফা শওকাত ইমরান শাহীন ভাই বলেছেন পুড়ে গেছে রুবেল টিটিসি ভাই সমাধান বেড় করেন।