আসুন ফ্রিজ ও এসি মেরামত করি [পর্ব-০১] :: ফ্রিজ ও এসির মালামালের সাথে পরিচিতি!

সবাই ভাল আছেন তো ! আজ থেকে আমি টেকটিউনস এ নতুন একটি কোর্স চালু করতে যাইতেছি ! এই কোর্সটির নাম হল রেফ্রিজারেশন সিস্টেম ! এটি থেকে আপনি শিখতে পারবেন যে কি ভাবে একটা ফ্রিজ ও এসি মেরামত করা যায় ! যদি এটা ভাল ভাবে শিখতে না পারেন তাহলেও কোন ক্ষতি নাই ! আর কোন টেকনিশিয়ান আপনাকে ঠকাতে পারবে না এই বিষয়ে নিশ্চন্ত থাকেন ! এর জন্য আপনাকে আমার টিউগুলো নিয়মিত দেখতে হবে ! টিউনটি করার আগে আমি কিছু কথা বলতে চাই, আমি খুব গরীর ছিলাম ! অর্থের অভাবে বেশি পড়ালেখা করতে পারিনি ! গরীর হলেও আমার সখ ছিল অনেক ! ছোট বেলায় যখন থ্রিতে পড়তাম তখন স্কুলের ক্লাশ ফাকি দিয়ে ইলেক্ট্রনিক্সের দোকানে গিয়ে বসে থাকতাম আর তাদের কাজ দেখতাম ! কাজ দেখতে দেখতে কখন যে কাজ শিখে গেলাম মনে নেই ! আমার সবগুলো কাজ প্রায় এই ভাবেই শিখা ! আমার ইলেক্ট্রনিক্সের কাজের অভিজ্ঞতা 11 বছর, ইলেক্ট্রিক কাজের অভিজ্ঞতা 10 বছর ! আর ফ্রিজ ও এসির কাজের অভিজ্ঞতা মাত্র 4.5 বছর ! কিন্তু আমার বয়স মাত্র 23 বছর ! এখন আমি একটি টিটিসি শিক্ষক হিসাবে নিয়োজিত আছি ! এই অল্প বয়সে বেশি কাজ শিখতে পারি নাই ! জানি না আপনাদের শিখাতে পারবো কি না ? তবে দোয়া করবেন আমি যেন আমার অর্জিত এই অল্প জ্ঞান সবার মাঝে বিলিয়ে দিতে পারি ! যাইহোক এবার কাজের কথায় আসি ! আমরা অনেকেই জানি না যে, ফ্রিজ ও এসিতে কি কি ডিভাইস বা যন্ত্রাংশ বা মেটারিয়ালস বা মালামাল থাকে ! আজ আমি এগুলোর নাম আপনাদের কাছে জানাবো !
ফ্রিজ ও এসিতে যেসব মেটারিয়ালস থাকে তালিকা :

  • 1. কম্প্রেসর
  • 2. কন্ডেনসার
  • 3. স্ট্রেইনার
  • 4. ক্যাপিলারী টিউব
  • 5. কুলিং কয়েল বা ইভাপোরেটর
  • 6. থার্মোস্ট্যাট
  • 7. ওভার লোড প্রোটেক্টর বা OLP
  • 8. রিলে
  • 9. ডোর সুইচ
  • 10. কম্বাইন্ড ডোর সুইচ
  • 11. ডোর ল্যাম্প
  • 12. ফ্যান মটর
  • 13. টাইমার মটর
  • 14. থার্মাল ফিউজ
  • 15. ডি-ফ্রষ্ট থার্মোস্ট্যাট
  • 16. কম্বাইন্ড ডি-ফ্রষ্ট থার্মোস্ট্যাট
  • 17. হিটার
  • 18. সিলেক্টর সুইচ
  • 19. ক্যাপাসিটর

এগুলো বাদেও আরো অনেক মেটারিয়ালস আছে যা আমি পরবর্তীতে আলোচনা করবো ! আপাতত এই কয়েকটির নাম মনে রাখেন ! এর পরবর্তী টিউনে এগুলো কাজ কি, দেখতে কেমন, কোথায় থাকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব দরকারী একটি পোস্ট হবে। লিখে যান,সবার কাজে আসবে।ধন্যবাদ।

রুবেল ভাইয়া, খুব দরকারি একটি বিষয় নিয়া আপনি পোস্ট করতেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্লিজ ভাইয়া চালিয়ে যান , এই বিষয়ে জানতে আমার খুব আগ্রহ। ভাল থাকবেন

Level 0

টিউনটি পড়া শুরু করার আগেই শেষ হয়ে গেল.. একটু বড় করে টিউন করার চেষ্টা করুন.. ভাল হয়েছে আপনার টিউনটি.. ধন্যবাদ..

Level 0

সুন্দর

রুবেল ভাই, অনেক অনেক ধন্যবাদ,

রুবেন ভাই ফ্রিজ ও এসির কাজ শিখার অনেক আগ্রহ আমার ,আশা করি আগামিতে ফ্রিজ ও এসি নিয়ে বিস্তারিত টিউন পাব,পত্যেইক ডিবাইসের নামের সাথে ছবি সহ দিলে শিখতে সুবিধা হবে। আপনাকে শুভেচ্ছা ভাল থাকবে।

Amader fridge somossa korcilo kichudin purbe. Google theke kichudin porasuna kore tar hature somadhan ber korechilam. Bes kichu taka save hoyechilo, sathe somman free.
Apnar kache aro valo kichu sikhte parbo asa rakchi.

রুবেল ভাই, খুবই ভাল উদ্যোগ, তবে চিত্র সহ দিলে ভাল হত। চালিয়ে যান

Level 0

খুব ভাল লাগল-রুবেল ভাই আমাকে যদি একটা ভাল মানের আই,পি এস এর ডায়াগ্রাম দেন তবে খুব উপকার হত-আমার মেইল[email protected]

কোন টাইপের এসি কত টন,রুমে লাগাবেন কোন এসি?
https://youtu.be/rlR4FcyBMeQ