সবাই ভাল আছেন তো ! আজ থেকে আমি টেকটিউনস এ নতুন একটি কোর্স চালু করতে যাইতেছি ! এই কোর্সটির নাম হল রেফ্রিজারেশন সিস্টেম ! এটি থেকে আপনি শিখতে পারবেন যে কি ভাবে একটা ফ্রিজ ও এসি মেরামত করা যায় ! যদি এটা ভাল ভাবে শিখতে না পারেন তাহলেও কোন ক্ষতি নাই ! আর কোন টেকনিশিয়ান আপনাকে ঠকাতে পারবে না এই বিষয়ে নিশ্চন্ত থাকেন ! এর জন্য আপনাকে আমার টিউগুলো নিয়মিত দেখতে হবে ! টিউনটি করার আগে আমি কিছু কথা বলতে চাই, আমি খুব গরীর ছিলাম ! অর্থের অভাবে বেশি পড়ালেখা করতে পারিনি ! গরীর হলেও আমার সখ ছিল অনেক ! ছোট বেলায় যখন থ্রিতে পড়তাম তখন স্কুলের ক্লাশ ফাকি দিয়ে ইলেক্ট্রনিক্সের দোকানে গিয়ে বসে থাকতাম আর তাদের কাজ দেখতাম ! কাজ দেখতে দেখতে কখন যে কাজ শিখে গেলাম মনে নেই ! আমার সবগুলো কাজ প্রায় এই ভাবেই শিখা ! আমার ইলেক্ট্রনিক্সের কাজের অভিজ্ঞতা 11 বছর, ইলেক্ট্রিক কাজের অভিজ্ঞতা 10 বছর ! আর ফ্রিজ ও এসির কাজের অভিজ্ঞতা মাত্র 4.5 বছর ! কিন্তু আমার বয়স মাত্র 23 বছর ! এখন আমি একটি টিটিসি শিক্ষক হিসাবে নিয়োজিত আছি ! এই অল্প বয়সে বেশি কাজ শিখতে পারি নাই ! জানি না আপনাদের শিখাতে পারবো কি না ? তবে দোয়া করবেন আমি যেন আমার অর্জিত এই অল্প জ্ঞান সবার মাঝে বিলিয়ে দিতে পারি ! যাইহোক এবার কাজের কথায় আসি ! আমরা অনেকেই জানি না যে, ফ্রিজ ও এসিতে কি কি ডিভাইস বা যন্ত্রাংশ বা মেটারিয়ালস বা মালামাল থাকে ! আজ আমি এগুলোর নাম আপনাদের কাছে জানাবো !
ফ্রিজ ও এসিতে যেসব মেটারিয়ালস থাকে তালিকা :
এগুলো বাদেও আরো অনেক মেটারিয়ালস আছে যা আমি পরবর্তীতে আলোচনা করবো ! আপাতত এই কয়েকটির নাম মনে রাখেন ! এর পরবর্তী টিউনে এগুলো কাজ কি, দেখতে কেমন, কোথায় থাকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
খুব দরকারী একটি পোস্ট হবে। লিখে যান,সবার কাজে আসবে।ধন্যবাদ।