সবাই ভালো আছেন তো! এত দিন ধরে খুব ব্যস্ত ছিলাম তাই টিউন করতে পারিনি! এর জন্য আমি দুঃক্ষিত! এর আগে আমি একটা টিউন করেছিলাম নষ্ট 1.5 ভোল্টের ড্রাই সেল ব্যাটারী দিয়ে আনলিমিটেড আলো জ্বালানো বিষয়ে! কিন্তু আজ আমি যে বিষয়ে টিউন করবো এটা হল, ৬ ভোল্টের নষ্ট ব্যাটারী দিয়ে কিভাবে আপনি সামনের গরমের লোডশেডিং এর মোকাবেলা করবেন। অর্থাৎ লোডশেডিং এর কারণে অন্ধকারকৃত ঘরকে কিভাবে আলোকিত করবেন এ বিষয়ে আমি আলোচনা করবো। আমাদের সবার বাড়িতেই কমবেশি চার্জার টিউব লাইট আছে এবং বলাবাহুল্য যে ওই চার্জার টিউব লাইটের ভিতরে যেই ৬ ভোল্টের ব্যাটারী আছে ওটা হয়তো দু একবার পরিবর্তনও করেছেন। যদি তাই করেন তাহলে ওই নষ্ট ব্যাটারী এখন আপনার কাজে লাগবে। আপনার যদি সেটি না থাকে কোন চিন্তা করবেন না। আপনার নিশ্চই মোটর সাইকেলের নষ্ট ৬ ভোল্টের ব্যাটারী আছে। ওটাকেও আপনি কাজে লাগাতে পারবেন। এটি যদি না থাকে কোন চিন্তা করবেন না। আপনার নিশ্চই মোবাইল ফোন ব্যবহার করেন? এর আগে আপনি কয়টি মোবাইলের ব্যাটারী পরিবর্তন করেছিলেন? এখন সেগুলো খুঁজে করুন। এগুলোর কোনটি যদি আপনার কাছে না থাকে তাহলেও কোন চিন্তা করবেন না। বাজার থেকে একটা ”সানকা” ৬ ভোল্টের ব্যাটারী সংগ্রহ করুন। ব্যাটারীকে চার্জ দেওয়ার জন্য একটা চার্জার বানিয়ে নিন।
এর জন্য আপনাকে কিছু কম্পোনন্টে সংগ্রহ করতে হবে:
০১। একটি ৯ ভোল্টের যেকোন অ্যাম্পিয়ারের সিটি কানেকশনের ট্রান্সফরমার। অর্থাৎ যেই ট্রান্সফরমার এক পাশে দুইটা ও অপর পাশে তিনটা তার আছে।
০২। দুইটা যেকোন মানের রেকটিফায়ার ডায়োড।
০৩। একটি ১৬ ভোল্ট ১০০০ এম.এফ.ডি ক্যাপাসিটর।
এগুলো দিয়ে নিচের চিত্রের মত করে সংযোগ দিন।
আরো ভালো জানার জন্য আমার এই টিউনের ধাপ -2 দেখুন।
এবার নিচের কম্পোনন্টেগুলো সংগ্রহ করুন ঃ
০১। দশটি সাদা আলোর এল.ই.ডি বাল্ব।
০২। একটি সুইচ।
০৩। একটি ৩.৩ ওহমের রেজিস্ট্যান্স যার কালার কমলা কমলা সোনালী সোনালী।
এবার এল.ই.ডি বাল্বগুলে কে প্যারালালে সংযোগ দিন। অর্থাৎ ওই বাল্বগুলোর বড় পিনের সাথে বড় পিনের ও ছোট পিনের সাথে ছোট পিন সংযুক্ত করুন।
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন।
একটু লক্ষ্য করুন:
০১। ৬ ভোল্টের নতুন ব্যাটারী কিনলে ৪.৭ ওহমের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে।
০২। পুরাতন ৬ ভোল্টের ব্যাটারীর চার্জ ধারন ক্ষমতা থাকতে হবে।
০৩। মোবাইলের ব্যাটারী ব্যবহার করলে ২.২ ওহমের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে।
০৪। মোবাইলের ব্যাটারী ফুলে উঠলে চলবে না।
০৫। মোবাইলের ব্যাটারী ব্যবহার করলে মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে হবে।
০৬। আলোগুলো আপনি একটি নষ্ট সিডি ডিক্সে সেট
করতে পারবেন।
০৭। ব্যাটারীকে এক ঘন্টার বেশি চার্জ দিবেন না।
এবার রির্স্টাট দিবেন না শাটডাউন দিবেন? কতক্ষন পর শাটডাউন দিবেন? অপশন থেকে নির্বাচন করুন।
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে! আমার মোবাইল নম্বর +8801716218847.
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ভাইয়া আমি আগেই এই কাজ করেছি কিন্তু light গুলো বারবার নষ্ট হয়ে যাচ্ছে।