আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-০৭] :: এবার আপনিও পারবেন মিনি ডিসি জেনারেটর বানাইতে !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই ভালো আছেন তো? আজ আমি যে টিউনটি করবো এটি খুব সহজ একটি টিউন ! যে কেউ এটি টেষ্ট করে দেখতে পারেন! আমাদের দেশে সবার ঘরে কমবেশি সাইকেল আছে! কিন্তু মটর সাইকেলের মতো হেড লাইট ওই সাইকেলে লাগানো নাই তাই রাতের অন্ধকারে পথ চলতে কষ্ট হয়! এবার মাত্র 50 থেকে 60 টাকা খরচ করে আপনিও বানাইতে পারবেন একটি মিনি জেনারেটর! এখন সাইকেল চালান আর সেখান থেকে উত্‍পন্ন ডিসি ভোল্ট দিয়ে 3 থেকে 5 ভোল্টের যেকোন লোড চালান!এর জন্য আপনাকে ক্যাসেট প্লেয়ারে যে মটর ব্যবহৃত হয় সেটি সংগ্রহ করতে হবে. অথবা 6 ভোল্ট, 9 ভোল্ট, ও 12 ভোল্টের যেকোন ডিসি মটর হলেই চলবে! এখন ওই মটরের জন্য একটি পাখা কিনুন অথবা নিজে বানিয়ে নিন! পাতলা টিন ও বলপেন দিয়েও এটি বানাইতে পারেন! মটরে যদি কোন সার্কিট থাকে তাহলে ওটা খুলে নিন. তাহলে দেখবেন ওখানে দুটো পিন বের হইছে! ওই পিন দুটো থেকে দুটো তার বের করুন এবং ওই দুটো তার টর্চ লাইটের বাল্বে লাগিয়ে লাগিয়ে দিন! এবার ওই মটর সাইকেলের সামনে সেট করুন আর পাখা লাগান যেন সাইকেল চালালে পাখা ঘুরে!

এবার সাইকেল চালান দেখবেন আলো জ্বলতেছে! তবে বাল্বটি যদি LED হয় তাহলে আলো না জ্বললে বাল্বে লাইন পরিবর্তন করে দিন. আপনি ইচ্ছা করলে ওই মটর সাইকেলের চাকাতেও লাগাইতে পারেন! যেখানেই লাগান না কেন মটর ঘুরতে হবে ! তাহলেই দেখবেন মটরের দুই তার থেকে ভোল্টেজ পাওয়া যাইতেছে! যেমন আমার গ্রামের house রাস্তার পাশে! তাই ওখানে প্রায় সব সময় বাতাস বয়! আর এই সুযোগ টায় আমি কাজে লগিয়েছি! একটি বাশের মাথায় পাখাসহ মটর সেট করেছি! ওখান থেকে তার আমার রুমে নিয়ে এসেছি! বাতাসের কারনে মটর ঘুরে আর আমি ওই ভোল্টেজ দিয়ে রেডিও চলাই LED বাল্ব জ্বালাই. আপনিও যদি ওই মটরকে কোন ভাবে ঘুরাইতে পারেন তাহলে আমার মতো সুবিধা ভোগ করতে পারবেন! একটু লক্ষ্য রাখুন; 1.মটরটি যত বেশি জোরে ঘুরাতে পারবেন ততো ভালো ভোল্টেজ পাবেন. 2. মটর যদি উল্টা দিকে ঘুরে তাহলে ভোল্টেজও উল্টা হয়ে যাবে! অর্থাত্‍ পজেটিভ নেগেটিভ হবে আর নেগেটিভ পজেটিভ হবে ! বিস্তারিত জানতে নিচের চিত্রগুলো দেখুন! সবাই ভালো থাকবেন!

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই মোটর টা আমার কাছে আছে। একটা অডিও ক্যাসেট প্লেয়ার থেকে খুলেছিলাম…

Level 0

শুধু লেখাপড়া করলে চলবে না সাধারন জ্ঞান থাকতে হবে তাই এখানে উওর দিন জ্ঞান বাড়ান http://www.quick-quichbd.blogspot.com

সুন্দর হইছে । ভাই চালিয়ে যান । আর ভাই ips নিয়ে একটা টিউন করবেন।এইটা আমার request .

@<3 M ='( HIM <3: vai, amar tune gulo dekhte thakun. Aste aste sob nia alochona korbo. Thanks

Level 0

অসাধারন হইছে।
আপনার সাথে পারসোনাললি কিভাবে যোগাযোগ করতে পারবো ? মোবাইল,ফেসবুক,ইমেইল যেকোন একটা।

Level 0

onek valo hoyese.
thanks

Level 2

sondor….

Level 0

ভাইয়া ফাটফাটি হইছে. Thanks……………………………………………

Level 0

Good tunes.Thank you for shear this tunes.

Level 0

সুন্দর টিউন। ভাই 4.5 ভোল্টের মোটর দিয়ে কি কাজ হবে? আরেকটি প্রশ্ন; 220 to 24 volt transformer এ ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করে 24 Volt dc output পেতে চাইলে কি মানের ডায়ড ব্যবহার করতে হবে?

    @SamuraixBD: vai, apni 4.5 volt er motor mane CD player er C.C.M er motor kaje lageao ei kaj korte parben. Tobe ekhetre motor ti ke besi speed a na ghurale volt paben na ebong volt kom paben. 24 volt tansformar theke apni 24volt output pete hole 1N4007, 115N, 1N4003 etc retifire daiod use korte parben. Tobe daiod joto mota hobe apnar output o toto valo hobe. R jodi 35v3300mfd capacitor use koren tahole aro valo hobe. Thanks

Level 0

good
amar mone o adaroner pori kalpona ace ,tobe jodi succes hoi tobe sara prethbi amake cinbe
korte parcina takar karone

দারুন ত

Level 0

ছোট বেলায় এ কাজ অনেক করেছি।
ভাল টিউন।

vai-a ami to try krlm bt kaz to holo na
motor gurai bt LED to jola na
karon ki??

thanks vai-a.
vai-a amr kasa jai motor ta asa saita khalna gari thaka kulsi
oi ta koy volt jani na
oi ta dia ki hoba?
vasi volt ar motor pabo kotay?

Level 0

ভাই dc current কে ac কিভাবে বানাবো?

Level 0

বাসার বড় ফ্যান দিয়া কি এরকম কিছু করা যাবে?

Level 2

আসলে আপনি বলেছেন টিটিতে আপনার মত ইলেকট্রনিক বিষয় নিয়ে কোন টিউনার টিউন করেনা তাই আপনার খারাপ লাগে। তবে আ‍ুধুনিক এই যুগে যার একটি সচল Computer আছে সে শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করে Computer নিয়েই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আগে আমি যখন ইস্কুলে পড়তাম তখন ইলেকট্রনিক অনেক বিষয় নিয়ে অনেক ঘাটা ঘাটি করে অল্প কিছু শিখতে পেরেছি। কারণ পড়াশুনার পাশাপাশি এসব শিক্ষতে অনেক ভালো ভালো ইলেকট্রনিক যন্ত্রপাতি নস্ট করেছি,পারিবারিক ও পাড়াপড়শির অনেক যন্ত্রনাও হজম করতে হয়েছে। কিন্তু যখন Computer কিনলাম তখন থেকে এর পিছনেই বেশি সময় ব্যয় করি। এখন আর ইলেকট্রনিক বিষয়ের প্রতি তেমন আগ্রহ নেই। তবে ইলেকট্রনিক এর প্রতি আমার আগ্রহ আছে কিছু শিক্ষতে চাই। তবে সল্প পরিসরে যা কিছু শিক্ষেছি সেই সব বিষয় নিয়ে টিটিতে কয়েকটি টিউন করার ইচ্ছা আছে। এবার কিছুটা হলে ও আপনার মনের কষ্ট দূর হবে।

Level 0

ভাই চালিয়ে যান । আর ভাই ips নিয়ে একটা টিউন করবেন।এইটা আমার request .

vai balo laglo.

DC থেকে কি ভাবে AC 220V তৈরী করব?