সবাই ভালো আছেন তো? আজ আমি যে টিউনটি করবো এটি খুব সহজ একটি টিউন ! যে কেউ এটি টেষ্ট করে দেখতে পারেন! আমাদের দেশে সবার ঘরে কমবেশি সাইকেল আছে! কিন্তু মটর সাইকেলের মতো হেড লাইট ওই সাইকেলে লাগানো নাই তাই রাতের অন্ধকারে পথ চলতে কষ্ট হয়! এবার মাত্র 50 থেকে 60 টাকা খরচ করে আপনিও বানাইতে পারবেন একটি মিনি জেনারেটর! এখন সাইকেল চালান আর সেখান থেকে উত্পন্ন ডিসি ভোল্ট দিয়ে 3 থেকে 5 ভোল্টের যেকোন লোড চালান!এর জন্য আপনাকে ক্যাসেট প্লেয়ারে যে মটর ব্যবহৃত হয় সেটি সংগ্রহ করতে হবে. অথবা 6 ভোল্ট, 9 ভোল্ট, ও 12 ভোল্টের যেকোন ডিসি মটর হলেই চলবে! এখন ওই মটরের জন্য একটি পাখা কিনুন অথবা নিজে বানিয়ে নিন! পাতলা টিন ও বলপেন দিয়েও এটি বানাইতে পারেন! মটরে যদি কোন সার্কিট থাকে তাহলে ওটা খুলে নিন. তাহলে দেখবেন ওখানে দুটো পিন বের হইছে! ওই পিন দুটো থেকে দুটো তার বের করুন এবং ওই দুটো তার টর্চ লাইটের বাল্বে লাগিয়ে লাগিয়ে দিন! এবার ওই মটর সাইকেলের সামনে সেট করুন আর পাখা লাগান যেন সাইকেল চালালে পাখা ঘুরে!
এবার সাইকেল চালান দেখবেন আলো জ্বলতেছে! তবে বাল্বটি যদি LED হয় তাহলে আলো না জ্বললে বাল্বে লাইন পরিবর্তন করে দিন. আপনি ইচ্ছা করলে ওই মটর সাইকেলের চাকাতেও লাগাইতে পারেন! যেখানেই লাগান না কেন মটর ঘুরতে হবে ! তাহলেই দেখবেন মটরের দুই তার থেকে ভোল্টেজ পাওয়া যাইতেছে! যেমন আমার গ্রামের house রাস্তার পাশে! তাই ওখানে প্রায় সব সময় বাতাস বয়! আর এই সুযোগ টায় আমি কাজে লগিয়েছি! একটি বাশের মাথায় পাখাসহ মটর সেট করেছি! ওখান থেকে তার আমার রুমে নিয়ে এসেছি! বাতাসের কারনে মটর ঘুরে আর আমি ওই ভোল্টেজ দিয়ে রেডিও চলাই LED বাল্ব জ্বালাই. আপনিও যদি ওই মটরকে কোন ভাবে ঘুরাইতে পারেন তাহলে আমার মতো সুবিধা ভোগ করতে পারবেন! একটু লক্ষ্য রাখুন; 1.মটরটি যত বেশি জোরে ঘুরাতে পারবেন ততো ভালো ভোল্টেজ পাবেন. 2. মটর যদি উল্টা দিকে ঘুরে তাহলে ভোল্টেজও উল্টা হয়ে যাবে! অর্থাত্ পজেটিভ নেগেটিভ হবে আর নেগেটিভ পজেটিভ হবে ! বিস্তারিত জানতে নিচের চিত্রগুলো দেখুন! সবাই ভালো থাকবেন!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
এই মোটর টা আমার কাছে আছে। একটা অডিও ক্যাসেট প্লেয়ার থেকে খুলেছিলাম…