আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-০১] :: আপনার মোবাইল চার্জ দিন ব্যাটারী দিয়ে!

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন অছেন? আমি কিন্তু ভাল নাই! টেকটিউনসতে ইলেকট্রনিক্স বিভাগীয় পেজের সংখ্যা খুব দেখে মনটা খুব খারাপ হয়ে গেল! তবে এখন আর কোন চিন্তা নাই, আমি এসে গেছি! আপনাদের মাঝে কিছু মজার সার্কিট নিয়ে আলোচনা করবো, যা আমি নিজে টেস্ট করেছি! নেট এ সার্চ দিয়ে আপনি অনেক সার্কিট পাবেন, কিন্তু বেশিরভাগেরই প্রায় কাজ করে না! আর কাজ করলেও কম্পোনেন্টের যে মান দেওয়া আছে সরাসরি সেই মানের কম্পোনেন্ট আপনি দোকানে কিনতে পাবেন না, যেমন ধরুণ, একটি পি.এফ এর মান দেওয়া আছে 0.001mF. এই মানের পি.এফ আপনি কোন দোকানে খুঁজে পাবেন না. কিন্তু যদি বলেন 102 নাম্বারের পি.এফ দেন তাহলে যে কোন ইলেকট্রনিক্সের দোকানে পাবেন! কি ভাবে এই সব কম্পোনেন্টের মান পাবেন তা নিয়ে পরে আলোচনা করবো! এর জন্য আমার টিউন দেখতে থাকুন!

আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল, রেগুলেটর আইসি

ওনেক রকমের রেগুলেটর আইসি আছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হল, 78xx সিরিজের! যেমন, 7805, 7806, 7808, 7810, 7812, 7818 ও 7824. এটি এক ধরনের পজেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি. এর তিন টি টারমিনাল অছে. 1. ইনপুট 2. গ্রাউন্ড 3.আউটপুট. এটির মাধ্যমে পিউর ডিসি ভোল্টেজ পাওয়া যায়, আপনি যদি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ পেতে চান তাহলে এটির তুলনা নেই! যেমন ধরুন, আপনার 5V ডিসি দরকার, কিন্তু আপনার 12V ব্যাটরী অছে, তাহলে কি করবেন? 7805 ব্যবহার করে এটি করতে পারেন. অনুরুপভাবে 7806 ব্যবহার করে 6V DC, 7808 ব্যবহার করে 8V DC, 7810 ব্যবহার করে 10V DC 7812 ব্যবহার করে 12V DC পাবেন! আবার 24V DC দরকার হলে 7824 দরকার হবে! এক্ষেত্রে অবশ্যই আপনাকে 24V এর বেশি ভোল্ট ইন করাতে হবে! আবার আপনি যদি আপনার প্রিয় মোবাইকে ব্যাটারী দিয়ে চার্জ দিতে চান, তাহলে 7806 এই নাম্বারের রেগুলেটর আইসি ব্যবহার করে এই কাজটি করতে পারবেন! এর জন্য আপনাকে ওই আইসিটিকে চিত্রের মতো করে স্থাপন করতে হবে!

এবার 1 নং পিনে পজেটিভ ভোল্টেজ ও 2 নং পিনে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে! তাহলে 2 নং পিন থেকে নেগেটিভ এবং 3 নং পিন থেকে পজেটিভ ভোল্টেজ আউটপুট হিসাবে পাবেন. এখন আপনাকে ওই ফোনের চার্জার লাইনের পিন সংগ্রহ করতে হবে! ওই পিনের পজেটিভ আইসির 3 নং এবং নেগেটিভ আইসির 2 নং পিনের সাথে লাগাতে হবে! এবার চার্জারের পিন আপনার মোবাইল এ লাগান এবং আইসির 1 ও 2 নং পিনে পজেটিভ ও নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান. আপনি 8V থেকে 12V এর ব্যাটারী 7806 এই আইসি তে লাগাই তে পারবেন 1A রেটে 6V DC পাওয়ার জন্য!আইসিটি খুব গরম হয় তাই আইসিটির সাথে একটি হিটসিল্ক লাগাতে লাগাতে হবে! আপনি লোহা বা সিলভার ব্যবহার করে এই কাজ টি করতে পারেন.

যাইহোক, আইসিতে ভোল্টেজ ইন করালে দেখবেন আপনার মোবাইল চার্জ হচ্ছে. তবে কিছু কিছু নোকিয়া মোবাইলে নোট চার্জিং লেখা দেখাতে পারে. এ জন্য আপনাকে 1 টা রেকটিফায় ডায়োড লাগাতে হবে আউটপুটের যে কোন একটি তারে! আপনি যে কোন মানের রেকটিফায় ডায়োড লাগাতে পারেন! কিভাবে লাগাবেন এটি জানতে আমার পরের টিউনের জন্য অপেক্ষা করুন. কারণ, আমার পিসি নাই! তাই মোবাইল দিয়ে লেখতে অনেক সময় লাগে. সময়ের অভাবে বেশি লেখতে পারলাম না.
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে! আমার মোবাইল নম্বর +8801716218847.
কারও যদি বুঝতে অসুবিধে হয় তাহলে টিউমেন্ট করুন. অথবা nimbuzz, yahoo, facebook থেকে rubelttc দিয়ে আমাকে add দেন! সবাই ভালো থাকবেন!

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ কষ্ট করে tune করার জন্য।

Level 0

ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ টিউন টি করার জন্য। মবাইল দিয়ে এত সুন্দরভাবে টিউন মনে হয় এই প্রথম। আপনার পরবর্তি টিউন এর অপেক্ষায় রইলাম।

Level 0

ভাই, এই IC গুলোর দাম কি রকম? ৬ ভল্ট ডিসি থেকে ৫ ভল্ট পেতে হলে কন আইসি টি ব্যবহার করতে হবে?

    @SamuraixBD: এগুলো আমি পাইকারি কিনেছিলাম ৬টাকা ক্রে।তবে খুচরা কিনলে ১০-১২ টাকা এরকম হতে পারে। আপনি 7805 ব্যবহার করতে পারেন।

Level 0

vary good.

ভাই samuraixBD, আপনি 6V DC থেকে 5V DC পাবেন. এর জন্য আপনাকে 7805 এই রেগুলেটর আইসি ব্যাবহার করতে হবে. ধন্যবাদ.

Reaply: ভাই samuraixBD, আপনি 6V DC থেকে 5V DC পাবেন. এর জন্য আপনাকে 7805 এই রেগুলেটর আইসি ব্যাবহার করতে হবে. এর দাম 15 টাকা নিতে পারে . ধন্যবাদ.

    Level 0

    @রুবেল টিটিসি: রিপ্লাই দেবার জন্য ধন্যবাদ। ভাই রেক্টিফাই ডায়ড কিভাবে লাগাতে হবে সেটা নিয়েতো আর কোন টিউন করলেন না।

Level 2

ধন্যবাদ ভাই । সুন্দর টিউন । সহজে বুঝতে পেরছি । শূভ কামনা ।

darun tune……….

আপনাকে ধন্যবাদ টিউন করার জন্য। একটা কথা রুবেল ভাই , আপনি যে টিউনে লিখেছেন ব্যাটারি হতে মোবাইল চার্জ দিন। কিন্তু আপনি ব্যাটারির অ্যাম্পিয়ার উল্লেখ করেন নাই।
আপনি 78xx সিরিজের রেগুলেটর ব্যবহার করতে বলেছেন কিন্তু রেগুলেটর ইনপুট অ্যাম্পিয়ার রেঞ্জ উল্লেখ করেন নাই।
78xx সিরিজের রেগুলেটর ১ অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুট কারেন্ট সহ্য করতে পারে।
তাই আপনার এই টিউন পড়ে কোন পাঠক ভুলক্রমে ১ অ্যাম্পিয়ার এর বেশি কারেন্ট আছে এমন ব্যাটারি হতে সাপ্লাই দেয় তাহলে 78xx সিরিজের রেগুলেটর আইসি টি পুড়ে যাবে। কারন ১২ ভোল্টের বেশিরভাগ ব্যাটারিতে ২ অ্যাম্পিয়ার এর বেশি কারেন্ট থাকে।
তাই ইলেক্ট্রনিক্স সার্কিট বিষয়ক টিউন খুব সাবধানতার সাথে দিতে হবে যাতে পাঠক কোন প্রকার ক্ষতির সম্মুখীন না হয় কারন এতে দুর্ঘটনা ঘটতে পারে।
তবে রুবেল ভাই মন খারাপ করবেন না আমার মন্তব্যে।
আপনার টিউন সুন্দর হয়েছে এবং আগামীতে আরও সুন্দর সুন্দর টিউন আশা করছি

ব্যাটারিতে কারেন্ট বেশি অ্যাম্পিয়ার এর হলে বেশি ওয়াটের রেজিস্টর সিরিজে ব্যবহার করতে হবে তাতে কারেন্ট কিছু টা কমবে বলে আশা করি । ধন্যবাদ

রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ আপনার টিউনের জন্য…….আমাদের অনেকের ইলেকট্রনিক্সের ওপর আগ্রহ আছে……তাই যারা একদম অজ্ঞ(যেমন: আমি :)) তাদের জন্য কয়েকটি বেসিক টিউন করলে খুব ভালো হয়……সলডারিং আয়রন নিয়ে একটি টিউন করলে খুব ভালো হত…..ধন্যবাদ

Reaply: ভাই মিথুন, আমার মনে হয় বাংলাদেশে 27 প্লেলেটের বেশি 12 ভোল্ট কেউ ব্যাবহার করে না. আপনি যে কোন অ্যাম্পিয়ারের ডিসি কারেন্ট প্রবেশ করাতে পারবেন. এবং সেটি অবশ্যই 8 ভোল্ট থেকে 12 ভোল্টের মধ্যে হতে হবে. আর যেহেতু আপনি হিটসিক্ল ব্যাবহার করবেন, তাই এটি পোরার কোন প্রশ্ন আসেনা. ধন্যবাদ

Level 0

rubel vai apnare pagol e paise…ato kahini kore keu mobile charge kore na..er theke 150 tk dia car charger kine input 12 volt e dilei hoi..ajaira kosto korsen,dhur

Level 0

vai amer ekti smps 12v battery charger circuit diagram proyojon.jodi thake dile kretoggo thakbo.

ভাইয়া আমার একটা চারজার আছে । ১২ ভোল্ট এ সি ও ১.৫ এম্পিয়ার বের হয় । আমি কি ৭৮০৫ রেগুলেটর আয়সি ব্যাবহার করে ০৫ ভোল্ট পিওয়র ডি সি পাব ? আমাকে জানাবেন । আমি এটা দিয়ে টি ভি কার্ড চালাবো । আগের চারজার টা ৫ ভোল্ট ও ৮০০ মিলি এম্পিয়ার ছিল ।

সরি ভাইয়া চার্জারটার আউটপুট ডি সি ভোল্টেজ ১২ ও ১.৫ এম্পিয়ার ।।।।।।।।।।।

Level 2

অনেক অনেক ধন্যবাদ…

ভাই, বানানটা একটু ঠিক করেন। ওটা ‘হিটসিল্ক’ না, ‘হিটসিঙ্ক’ – Heat Sink !!

Level 0

vaya , 7A, 12V rectifier dorker. what is the name of it ? do u know it? pls let me know

    @sanjoy95: bro rectifire e volt ullekh thake na. Ota thake zenar daoid e . Tobe apni jodi 7A 12v voltage e rectifire use korte chan tahole 4001 ei number er retifire use korun. Thanks

Level 0

vay apni ki amke remot control serkit toyrer bepare hehp korte parben.parle amake mail koyren”[email protected]

Level New

রুবেল ভাই , পেন্সিল ব্যাটারী দিয়ে মোবাইল চার্জ দেওয়ার সার্কিট টা দিবেন একটু প্লিজ ।

Vi 3.7v thika kivab a 6v output korbo janli kusi hobo…?

PENCIL batery circuit ta aktu dau bhay plzzzzzzzzzzzzzzzzzz

Bhai Ami Avo Meter Er Bebohar Jante Chai. Etar Upor Likhben..

Level 0

আচ্ছা ভাই আপনার কাছে এসে এই কাজ গুলো কি শেখো যাবে । আমাকে পাবেন
https://www.facebook.com/gyeryhr

খুবই ভাল লাগলো, এবং সরাসরি প্রিয়তে! পরবর্তী টিউনের জন্য কিন্তু অপেক্ষাতে রইলাম!!

একটু ঘুরে আসুন সব ক্লিলিয়ার হবে
http://www.rakeshmondal.info/IC-7805-Voltage-Regulator

অনেক ক্লিয়ার ধারনা পাইবেন
http://www.circuitstoday.com/ic-voltage-regulators

তথ্যাট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Quality Service For Everyone professional data recovery in Bangladesh service provider, Data Recovery Specialist to provide data recovery service with Safety, Reasonable pricing, Privacy protection, Satisfaction, Promising & Hassle free.
Analysis Fee Per HDD: 500TK.
Starting price up-to 50,000 taka
1.Logical failures
2.Electronic failures
3.Mechanical/Physical failures
http://datarecoverybd.com/

Level 0

Great!!! Awesome post. 🙂
http://dirtyandthirty.com/

Level 0

vhai er fb link ta dawa jave

দয়া করে সাহাজ্য করুন একটা সার্কিট বানাতে, যেই ডায়োগ্রাম এ 3 ভোল্ট dc থেকে সার্কিট এর মাধ্যমে যেই দুটি তার বের হবে। সেই তার দুইটিতে এক সাথে স্পস করলে ছোট খাটো একটা শকট লাগবে বয় পাওয়ার মতো, কিন্তু মানুষ মারা যাবেনা, ও গেয়ানো হারাবেনা, কেবলই মাত্র বয় পাবে। সার্কিটটিতে ট্রাস্পারমার ব্যবহার করা যাবেনা, সার্কিটটি ছোট করে বানাতে চাই, তাই ট্রাস্পারমার ব্যবহার করতে চাইনা।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

Level 2

vai pic gulo ki abar upload deya possible hobe … load nisse na