এসএসসি রেজাল্ট চেক করার ৩টি উপায় জেনে রাখুন

সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (এসএসসি) বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ পাবলিক পরিক্ষা। মূলত এই পরিক্ষার মাধ্যমেই ছাত্ররা তাদের প্রথম যোগ্যতা সম্পন্ন একাডেমিক সার্টিফিকেট অর্জন করে থাকে।

আর এই রেজাল্টের উপর ভিত্তি করেই মূলত ছাত্ররা নিজেদের পছন্দমত একটি মানসম্মত কলেজে ভর্তি হতে পারে।

আজকের টিউনে আলোচনা করবো কিভাবে এসএসসি পরিক্ষার রেজাল্ট চেক করা যায়।

মূলত অনলাইন এবং ম্যাসেজের মাধ্যমে রেজাল্ট চেক করা যায় এবং স্কুল থেকেও রেজাল্ট শীট চেক করা যায়।

তাহলে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

ম্যাসেজের মাধ্যমে এসএসসি রেজাল্ট (SSC Result SMS Method)

ম্যাসেজের মাধ্যমে পরিক্ষার ফলাফল জানার পদ্ধতিটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। মূলত ইন্টারনেট ছাড়াই শুধুমাত্র ম্যাসেজ পাঠিয়ে ফলাফল জানা যায় বলে এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বিশেষ করে যেসব জায়গায় ইন্টারনেট সেবা পৌছায় নি, সেসব জায়গায় এ পদ্ধতিটি বেশ কার্যকর।

ম্যাসেজের মাধ্যমে রেজাল্ট পেতে হলে নিচের পদ্ধতিটি ফলো করুন -

  1. প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশানটি চালু করুন।
  2. তারপর লিখুন SSC <স্পেস> আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> আপনার রোল নাম্বার <স্পেস> সাল.
  3. তারপর ম্যাসেজটি 16222 এই নাম্বারে পাঠিয়ে দিন।
  4. যেমন - SSC DHA 404090 2024 এবং 16222 এই নাম্বারে ম্যাসেজটি পাঠিয়ে দিন।

প্রত্যেকবার ম্যাসেজ পাঠাতে এসএমএস চার্জ + ভ্যাট দিতে হবে। যতবার খুশি ততবার রেজাল্ট চেক করা যাবে।

অনলাইনে এসএসসি রেজাল্ট মার্কশীট সহ (SSC Result with Marksheet)

মূলত পরিক্ষা শেষ হবার ৯০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হয়। মাননীয় শিক্ষামন্ত্রী মূলত সকাল ১০ টায় ফলাফল ঘোষণা করেন এবং মাননীয় প্রধান মন্ত্রীর নিকট তা হস্তান্তর করেন। এ বছর কবে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে, তা জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন - SSC Result Published Date.

ফলাফল ঘোষণা করার পরেই মূলত অনলাইনে রেজাল্ট চেক করা যায়।

অনলাইনে ফলাফল দেখতে নিচের প্রসেসটি অনুসরণ করুন -

  • প্রথমে educationboardresults.gov.bd এই লিংকে প্রবেশ করুন।
  • তারপর Examination অপশান থেকে SSC/Dakhil নির্বাচন করুন।
  • তারপর Year অপশান থেকে আপনার পরিক্ষার সাল নির্বাচন করুন।
  • এরপর Board অপশান থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
  • তারপরের খালি ঘরে আপনার রোল নাম্বার লিখুন।
  • তারপরের খালি ঘরে আপনার রেজিস্ট্রেশান নাম্বারটি লিখুন।
  • এরপর যোগফলটি খালিঘরে লিখুন।
  • সর্বশেষ শেষে Submit বাটনটি ক্লিক করুন। যদি প্রক্রিয়াটি নতুন করে শুরু করতে চান, তাহলে Reset বাটনে ক্লিক করুন।

আপনি চাইলে এই পুরো প্রক্রিয়াটি ইংরেজিতে এখানে পড়তে পারেন - SSC Result with Marksheet.

রেজাল্ট পাবলিশ হওয়ার পর সার্ভার খুব স্লো থাকে। যে কারণে আপনি হয়তো এই ওয়েবসাইটটি অ্যাকসেস করতে পারবেন না।

যদি এমন হয়, তাহলে পরবর্তী ধাপের পদ্ধতি গুলো অনুসরণ করুন।

অনলাইনে এসএসসি রেজাল্ট ব্যাকআপ সার্ভার

আগের ধাপে আলোচনা করেছিলাম কিভাবে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবেন। তবে সার্ভার স্লো থাকলে নিচের পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবেন।

  • প্রথমে eboardresults.com এই পোর্টালে প্রবেশ করুন।
  • তারপর Examination অপশান থেকে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
  • তারপর Year থেকে আপনার পরিক্ষার সাল নির্বাচন করুন।
  • এরপর Board থেকে আপনার বোর্ড নির্বাচন করুন।
  • এরপরের Result Type থেকে Individual Result সিলেক্ট করুন।
  • তারপরের অপশানে রোল এবং রেজিস্ট্রেশান নাম্বার দিন।
  • এরপর ছবিতে Security Key অপশান আসবে। ছবির কোডটি শূণ্যস্থানে পূরণ করুন। যদি কোডটি বুঝতে সমস্যা হয়, তাহলে Reload অপশানে ক্লিক করুন।
  • সর্বশেষে Get Result বাটনে ক্লিক করুন।

উপরের নিয়ম গুলো ফলো করে এসএসসি রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন। যদি এ ব্যাপারে আপনার আর কোন প্রশ্ন থাকে, তাহলে টিউমেন্টে জানাতে পারেন।

Level 2

আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট আমার নেশা ❤️


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস