বর্তমানে আপনি যদি পড়ালেখা শেষ করে কোথাও চাকরি করতে যান তারা প্রথমেই চাইবে আপনার সিভি। যেকোন চাকরি করতে গেলে সিভিটা খুবই জরুরি একটা বিষয়। সিভির মাধ্যমেই আপনার কর্মদক্ষতা ফুটে উঠে। কিন্ত আপনি যদি সিভি তৈরি করতে না পারেন, তাহলে চিন্তার কোন কারণ আমি আপনাকে শিখিয়ে দিবো কিভাবে সহজেই সিভি তৈরি করতে হয়। আজকে কিভাবে একটি ওয়েব সাইটের মাধ্যমে সিভি তৈরি করতে হয় সেটা দেখাবো। আশা করি পুরো টিউনটি মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
সিভি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে এই ওয়েব সাইটে ভিজিট করতে হবে। ওয়েব সাইট লিংক। আপনি তাদের ওয়েব সাইটের হোম পেজে চলে আসবেন। এখানে একটু নিচে আসবেন তাহলে অনেকগুলো সিভির ডিজাইন দেখতে পাবেন।
এখান থেকে যে ডিজাইনটি আপনার পছন্দ হয় সেটি সিলেক্ট করুন। তাহলে আপনাকে সিভিটি আপনার তথ্য দিয়ে সাজানোর জন্য অন্য আরেকটি পেজে নিয়ে যাবে।
এখানের প্রথম অংশটি হচ্ছে কন্টাক্ট সেকশন। এখানের বাম পাশের বক্সগুলোতে যে লেখা রয়েছে তা হচ্ছে আপনার তথ্যের টাইটেল। আর ডান পাশে আপনি আপনার তথ্য গুলো দিবেন। প্রথমে আপনার পুরো নামটি দিবেন তারপর আপনার ঠিকানা দিবেন এভাবে এক এক করে সবগুলো ঘর পূরণ করবেন। এই বক্সগুলো পুরণ করার পরও যদি আপনার আরো বক্স লাগে তাহলে ADD NEW বাটনে ক্লিক করুন। তাহলে আরো একটি অপশন চলে আসবে আপনার তথ্য দেওয়ার জন্য। এভাবে যতগুলো লাগে নিতে পারবেন। সেকশনটির একেবারে বাম পাশে দেখতে পারতেছেন ছবি দেওয়ার অপশন। সেখানে থেকে ছবি দেওয়ার জন্য Choose file অপশনে ক্লিক করুন এবং আপনার ছবিটি সিলেক্ট করে দিন। এরপরে সেকশনটি হচ্ছে Professional Summary এটি খুব গুরুত্বপুর্ণ একটি সেকশন। এখানে আপনি আপনার কাজের দক্ষতা গুলো লিখবেন।
এই সেকশনে আপনার কাজের দক্ষতা গুলো উল্লেখ্য করতে হবে। প্রথম বক্সটি হচ্ছে তারিখের এখানে আপনি যে কাজটি পারেন সেই কাজটি কত সাল থেকে কত সাল পর্যন্ত করতেছেন সেটি উল্লেখ্য করবেন। তারপরে বক্সে আপনার শহর এর নাম দিবেন। তারপর রয়েছে Add a Bullet বাটন। আপনার যদি কাজটির বিস্তারিত উল্লেখ্য করার সময় বুলেট পয়েন্ট লাগে তাহলে এই বাটনে ক্লিক করে বুলেট পয়েন্ট নিতে পারবেন। তারপর রয়েছে description বক্স, এখানে আপনি আপনার কাজের বিস্তারিতভাবে উল্লেখ্য করবেন। আপনার যদি এই রকম সেকশন আরো প্রয়োজন হয় তাহলে ADD NEW বাটনে ক্লিক করুন।
পরের সেকশনটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আগেরটার মতো আপনি প্রথমে আপনার পড়ালেখা শুরুর সাল এবং শেষ করার সাল দিবেন। তারপরের বক্সে আপনি যে স্কুল অথবা কলেজ থেকে পড়ালেখা শেষ করেছেন সেটি উল্লেখ্য করবেন। এখানেও আপনি চাইলে বুলেট পয়েন্ট নিতে পারবেন। সেজন্য Add a Bullet বাটনে ক্লিক করুন। তারপর আপনার পড়ালেখা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করুন। এবং এইরকম আরো পেতে ADD NEW বাটনে ক্লিক করুন।
এখানে প্রথম সেকশনটি হচ্ছে ভাষা। আপনি কি কি ভাষায় দক্ষ সেটি আপনি এখানে উল্লেখ্য করতে পারবেন। সেজন্য প্রথম বক্সে আপনি আপনার ভাষাটি উল্লেখ্য করুন এবং তারপরের বক্সে উল্লেখ্য করুন আপনি সেই ভাষায় কতটুকু দক্ষ। এবং আরো ভাষা উল্লেখ্য করার জন্য ADD NEW বাটনে ক্লিক করুন।
তারপরের অংশে আপনি কোন কোন বিষয়ে দক্ষ সেটি উল্লেখ্য করুন। তারপর Add a Bullet বাটনে ক্লিক করুন। এবং আপনার যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের নাম লিখুন। এভাবে এক এক করে সবগুলো দক্ষতা উল্লেখ্য করুন।
আপনার যদি কোন ধরনের রেফারেন্স থাকে তাহলে References সেকশনের নিচের বক্সটিতে তা উল্লেখ্য করুন। এবং সবকিছু ঠিক ঠাক থাকলে DOWNLOAD PDF বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সিভিটি তৈরি হয়ে পিএডএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনি সহজেই আপনার জন্য একটি প্রোফেশনাল সিভি তৈরি করতে পারবেন।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটিতে ভুল রয়েছে।
কারণ:
টিউন থাম্বনেইলের ইমেজটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর ইমেজ যোগ করা হয়েছে।
আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি কোন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে পারবেনা। অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া যাবে না। ইমেজের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট ছাড়া যেকোনো ডার্ক অথবা গ্রেডিয়েন্ট আছে এমন ইমেজ হতে পারবে কিন্তু কোনোভাবেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর কোন ইমেজ দিয়ে টেমপ্লেটে যোগ করা যাবে না।
করণীয়:
সংশোধন করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।