এস.এস.সি. পরীক্ষা-২০২০
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
পৌঁছে দাও এ নতুন খবর
অগ্রগতির ‘মেলে’। -এখানে ‘মেলে’ শব্দের অর্থ কী?
উত্তরঃ (গ) ডাকে
২। ‘বইপড়া’ প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফুর্তি লাভের উপায় কী?
উত্তরঃ (খ) মনকে সজাগ ও সরল রাখা
৩। সাহিত্যের কোন রূপের মূল লক্ষ্য গল্প বলা?
উত্তরঃ (গ) মহাকাব্য
৪। ‘বহিপীর’ নাটকের অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি?
উত্তরঃ (ঘ) তাহেরা
৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?
উত্তরঃ (ঘ) মায়ের
৬। দারোয়ানটা কাঙালির গায়ে হাত দিলনা কীসের ভয়ে?
উত্তরঃ (গ) অশৌচের
৭। ঝর্ণা কার অভিসারে ছুটে চলে?
উত্তরঃ (খ) সৌন্দর্য পিপাসুর
৮। উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবের মিল লক্ষ্য করা যায়?
উত্তরঃ (ঘ) আমি কোন আগন্তুক নই
৯। উক্ত ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
উত্তরঃ (গ) খোদার কসম আমি ভিনদেশি পথিক নই
১০। “আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যদিনকার আহার্য”-এ কথায় প্রকাশ পেয়েছে হযরতের-
উত্তরঃ (খ) সামান্যতাবোধ
১১। দাদুর কাছে গল্প শুনে ঐশী জানতে পারে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেন।
উদ্দীপকের দাদুর সঙ্গে কার তুলনা চলে?
উত্তরঃ (ঘ) নির্মলেন্দু গুণ
১২। কানাকুয়োর ডাক, বাদুর পাখার ঝাপটানি পল্লি মায়ের মনে কোন আশঙ্কা তৈরি করে?
উত্তরঃ (খ) ছেলেকে হারানোর
১৩। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তরঃ (খ) জলাঙ্গী
১৪। ‘জীবন সংগীত’ কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন?
উত্তরঃ (গ) বৈরাগ্য থেকে মুক্তি
১৫। উদ্দীপকের ভাব নিচের কোন চরণের ভাবের সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ (খ) তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে
বাকীগুলো পড়তে এখানে ক্লিক করুন>>
আমি Rocky Raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।