IELTS Listening প্রস্তুতি নিয়ে পর্ব -১

Level 2
হেড অব হিউম্যান রিসোর্স, সাইফুরস, ঢাকা

IELTS Listening প্রস্তুতি নিয়ে কয়েকটি পর্ব আলোচনা করব যদি আপনাদের সাড়া পাই। আজকের পর্ব শুধু বেসিক নিয়ে আলোচনা।

  • IELTS Listening পরীক্ষা কি ভাবে নেওয়া হয়ঃ

পরীক্ষার সময়ে অডিও প্লে করা হয়। পরীক্ষার্থরা অডিও টি শুনে প্রশ্নের উত্তর করবে। একটি প্রশ্ন একবার ই শোনানো হয়

  • কি কি বিষয়ে প্রশ্ন করা হয়ঃ

যে কোন বিষয়ে হতে পারে, যেমন বক্তৃতা, কথোপকথন, বা অন্য যে কোন বিষয়ে হতে পারে। প্রশ্ন এর সংক্ষিপ্ত উত্তর, সঠিক উত্তর বেছে নিতে হয়। Listening-অংশে সাধারণত মোট ছয় ধরনের প্রশ্ন থাকে, এগুলো হচ্ছেঃ
Task type 1 – Multiple choice
Task type 2 – Matching
Task type 3 – Plan, map, diagram labeling
Task type 4 – Form, note, table, flow-chart, summary completion
Task type 5 – Sentence completion
Task type 6 – Short-answer questions

  • পরীক্ষার সময়ঃ

পরীক্ষা হয় ৩০ মিনিটে। শেষে ১০ মিনিট সময় দেওয়া হয় সব উত্তর প্রশ্নপত্র থেকে উত্তর  পত্রে লেখার জন্য।

  • পরীক্ষা শুরু হয় যে ভাবেঃ

আপনার টেস্ট সেন্টারে প্রবেশ করার পর British Council / IDP অফিসারগণ আপনাকে কিছু ইন্সট্রাকশন দেবেন।

  • ইন্সট্রাকশন পর্বঃ

শুরুতে আপনাকে কিছু ইন্সট্রাকশন দেবেন যেমন  কত মিনিট চলবে, কিভাবে উত্তর দিবেন ইত্যাদি। ইন্সট্রাকশন  শেষ হলে, আপনার লিসিনিং টেস্ট শূরু হবে।

  • পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনার জন্য থাকবেঃ

একটি-টেবিল, একটি চেয়ার, একটি হেডফোন, একটি কোশ্চেন পেপার, একটি অ্যানসার পেপার, ও একটি পেন্সিল।

  • হেডফোন সম্পর্কে সতর্কতাঃ

হেডফোনটি ওয়ারলেস হেডফোন।  হেডফোনটি হাতে পেয়ে  আপনি চেক করে দেখবেন  যে হেডফোনটি ঠিকমতো কাজ করছে কিনা। ভলিয়ম কমানো বা বাড়ানো দরকার কি না।  পরীক্ষা শুরু হলে আপনি আর কোনো অভিযোগ করতে পারবেন না।

  • পরীক্ষা শুরু হলে কি করবেনঃ

হেডফোন টি চেক করা হলে অপেক্ষা করুন।  পরীক্ষা শুরু হলে একটি অডিও  play  করা হবে। আপনি হেডফোনে শুনবেন। আপনার Question  Sheet এ  অ্যানসার করবেন। প্রতিটি Question এর শুরুতে হিন্টস দেওয়া থাকে। উত্তর কি ভাবে করতে হবে। হিন্টস গুলো ফলো করুন।  উল্লেখ্য আপনি ২ টা সিট পাবেন (Question sheet ও Answer sheet) পেনসিল ব্যবহার করে উত্তর করবেন। অডিও চলাকালিন সময়ে Answer paper এ কিছু লিখবেন না। শুধু Question paper এ লিখুন।  পরীক্ষা শেষে ১০ মিঃ সময় পাবেন Question sheet থেকে Answer sheet উত্তর ট্রান্সফার করার জন্য। আপনার Answer sheet এ উত্তরগুলো ট্রান্সফার করা হলে, আপনার লিসিনিং পর্ব  শেষ হয়ে যাবে।

 

আগামী পর্বে কি ভাবে প্রস্তুতি নিবেন  তা আলোচনা হবে।

https://app.techtunes.io/edutunes/tune-id/629564

 

Level 2

আমি ফেরদৌস মোল্লা। হেড অব হিউম্যান রিসোর্স, সাইফুরস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

* অজানাকে জানার জন্য পথে চলছি। আজব ব্যাপার হল, পথ এক দারুন বন্ধু, এই পথে চলতে চলতে গন্তব্যের পথ হারায় ফেললে, ঐ পথ ই আবার, পথের সন্ধান করে দেয়। মায়ার বাধন ছেড়ে যেতে বড় কষ্ট হবে, তবুও একদিন ছেড়ে যাব । এটাই সত্য। * নিজের কাজ নিজে করতে পছন্দ করি।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস