PSC Result 2018 পিএসসি রেজাল্ট ২০১৮ ইবতেদায়ী শিক্ষা সমাপনী ফলাফল 2018

পিএসসি রেজাল্ট ২০১৮। ইবতেদায়ী শিক্ষা সমাপনী ফলাফল 2018। প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফল ২০১৮ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী রেজাল্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে। ২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল (PSC রেজাল্ট) ২৪ ডিসেম্বর এর মধ্যে প্রকাশ হতে পারে। আজকে আমরা পিএসসি রেজাল্ট ২০১৮ নিয়ে বিস্তারিত আলাচনা করব।

পিএসসি রেজাল্ট ২০১৮

P.S.C পরীক্ষার ফলাফল. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গত ১৮ নভেম্বর থেকে শুরু হয় এবং ২৬ নভেম্বর শেষ হয়। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে, এই বছর পিএসসি পরীক্ষায় ২৭, ৭৭, ২৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। ছাত্র সংখ্যা ১২, ৭৮, ৭৪২ জন এবং ছাত্রীর সংখ্যা ১৪, ৯৮, ৫২৮ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩, ১৭, ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পিএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই হাজার শিক্ষার্থী ফলাফলের জন্য অপেক্ষা করছে। তবে হতাশার বিষয় এই যে, বেশির ভাগ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীই জানে না কিভাবে PSC রেজাল্ট 2018 দেখতে হয়। তাই আজকে আমরা ফলাফল দেখার সকল উপায় আলাচনা করব।
পিএসসি পরীক্ষার ফলাফল 2018 প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০১৮

Search PSC Result 2018

অনলাইনে রেজাল্ট দেখার উপায়

  • সর্বপ্রথম এই লিংকে প্রবেশ করুন।
  • এখন আপনার সামনে একটি পেইজ দেখাবে এবং সেখানে কিছু বক্সে তথ্য পূরণ করতে হবে।
  • ”পরীক্ষার নাম” অপশনে ক্লিক করার পর ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও প্রাথমিক শিক্ষা সমাপনী এই দুটি অপশন দেখাবে। আপনি যে পরীক্ষার ফলাফল দেখতে চান সেটা সিলেক্ট করুন।
  • ”পরীক্ষার সন” এই অপশনে ক্লিক করে 2018 সাল সিলেক্ট করুন।
  • ”বিভাগ” এ ক্লিক করে আপনার বিভাগ নির্বাচন করুন।
  • ”জেলা” তে ক্লিক করে আপনার জেলা নির্বাচন করুন।
  • ”উপজেলা/থানা” ক্লিক করে আপনার উপজেলা/থানা নির্বাচন করুন।
  • এবং সর্বশেষ ”রোল নম্বর” বক্সে আপনার পিএসসি পরীক্ষার রোল নম্বর দিন।
  • সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে “সমর্পণ করুন”

এসএমএসের মাধ্যমে পিএসসি পরীক্ষার ফলাফল দেখার উপায়

বর্তমানে সবার হাতে হাতে মোবাইল ফোন। তাই এখন এসএমএসের মাধ্যমে যে কোন রেজাল্ট দেখা যায়। এসএমএসের মাধ্যমে খুব সহজে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা রেজাল্ট দেখার প্রক্রিয়াটি নিচে দেওয়া হল :

PSC Result SMS

প্রাথমিক ও শিক্ষা সমাপনী ফলাফল:

DPE<space> শিক্ষার্থীর আইডি নং <space>পাশের সন

এরপর Send করুন 16222 নম্বরে।

উদাহরণ: DPE 1820186058910 2018 Send করুন 16222 নম্বরে।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী রেজাল্ট

ইবতেদায়ী শিক্ষা সমাপনী রেজাল্ট 2018 পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি সব নিয়ম অপরিবর্তিত থাকবে।

উদাহরণঃ EBT 1820186058910 2018 Send করুন 16222 নম্বরে।

এসএসএম সফলভাবে সেন্ড করার পর ফিরতি এসএমএসে আপনার বিস্তারিত তথ্য সহ রেজাল্ট দেখতে পারবেন।

Level 0

আমি ashad29। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

i invite to you my new website for recent national University notice follow this link….
https://www.nu-bd.com/national-university-latest-update-notice/