কেমন আছেন সবাই?। আশা করি ভালো আছেন। আমি techtunes এর নতুন সদস্য। সদ্য B.Sc কমপ্লিট করে এখন চাকরির বাজারে পাল্লা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে প্রথম টিউন লিখতে যেয়ে তাই ঠিক করলাম পড়াশোনার সুবাদে যে বই গুলো অনেক কষ্টে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে বের করেছি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে বিষয় ভিত্তিক ভাবে শেয়ার করব যেন আপনারা কোনও প্রয়োজনে কোনও ঝামেলা ছাড়া গুগল ড্রাইভ থেকে বই গুলো নামিয়ে নিতে পারবেন। পরের টিউন গুলোতে প্রযুক্তির অন্যান্য দিক গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। কোনও ভুল হলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকে পাওয়ার নিয়ে যাদের আগ্রহ বেশি তাদের জন্য বইয়ের ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। বইগুলো কারো উপকারে এলে অনেক আনন্দিত হব আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নিচে বইয়ের তালিকা দেওয়া হল -
১। Design Of Electrical Transmission Line By Sriram, Prasad Vol 1
২। Electric Power Distribution Handbook 2nd Edition By T.A. Short
৩। Electric Power Generation, Transmission and Distribution By Leonard L. Grigsby 2nd Edition
৪। Electrical Power Transmission System Engineering By Turan Gonen 3rd Edition
৫। Guide to Electric Power Generation By Pansini, Smalling 2nd Edition
৬। Power Generation, Operation and Control By Wood, Wollenberg, Sheble 3rd Edition
৭। Power System Analysis and Design By Glover, Overbye, Sharma 6th Edition
৮। Power Systems By Leonard L. Grigsby 3rd Edition
৯। Principle of Power Systems By V.k and Rohit Mehta Revised Edition
আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।