আজ আমরা এমন ৫০ টি বাক্য শিখব যা আমাদেরকে অনর্গল ইংরাজি বলতে সাহায্য করবে। ইংরাজি শেখার সহজ উপায়। 50 Daily Use English Sentences for the beginners.
কিভাবে ইংরাজি শেখা শুরু করবেন?
ইংরাজি শিখতে গেলে আপনাকে বাক্য বা phrases শিখতে হবে, এই পদ্ধতিতে ইংরাজি শেখা খুব ভালো। এতে আমি বাক্য শিখতে পারলেন তারসাথে ওয়ার্ড ও শিখতে পারলেন। আপনি ভেবে দেখুন এই ভাবেই আপনি বাংলা ভাষা শিখেছিলেন। অনেকেই আছেন যারা ইংরাজি গ্রামারে বেশি মনোনিবেশ করেন। এর ফলে তিনি ইংরাজি সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন বটে কিন্তু আসল যায়গায় হেরে যান। মানে যখন ইংরাজিতে কথা বলতে যান তখন আর বলতে পারেন না। আবার অনেকেই আছে ওয়ার্ড কালেক্ট করে যান তারা ভাবে যে ওয়ার্ড জানলেই ইংরাজিতে কথা বলতে পারেবন। এটাও একদম সঠিক পন্থা নয়।
যারা নতুন ইংরাজি শিখতে শুরু করছেন তাদেরকে আমি একটাই কথা বলব মন দিয়ে প্রতিদিন এমন ৫০ টি বাক্য শিখুন যা আপনার জিবনে প্রতিদিন কাজে লাগে। এই ভাবে যদি আপনি ৩ মাস নিয়মিত চালিয়ে যেতে পারেন তাহলে আপনি অনায়াসেই ইংরাজি বলতে শুরু করে দেবেন। আমি আমার চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও দিয়ে যাই। আপনি সময় করে সেগুলি দেখুন এবং শিখুন। আশা করি আপনার কাজে আসবে।
আজ আমি যে বাক্য গুলি দিলাম একবার দেখে নিন-
জন কি এখানে আছে? |
জন কি ওখানে আছে? |
চেষ্টা করো। |
চলো যাই। |
চল গিয়ে দেখি। |
ঘুরে দাঁড়াও। |
গাড়ীতে 2 ঘন্টা সময় লাগে। |
গাড়ী ছাড়। |
গাড়ির মেরামত করা হয়েছে। |
গাড়িতে কতক্ষণ লাগবে? |
গাড়ি গুলো আমেরিকার তৈরি। |
গতরাতে তুমি কি করেছ? |
গতকাল কি বরফ পড়েছিল? |
খাবারটি সুস্বাদু ছিল। |
কোনো সমস্যা? |
কোনটি? |
কোনটি সস্তা? |
কোনটি সর্বোত্তম? |
কোনটি সবচাইতে ভাল? |
কোনটি ভালো? |
কোনটি ভালো? |
কোথায় মেল বক্স? |
কোথায় ব্যাথা করে? |
কেউ আসছে। |
কে ডাকছে? |
কে জিতেছে? |
কিছু বই। |
কতদিন আপনি এখানে কাজ করছেন? |
কতক্ষণ জর্জিয়া যেতে সময় লাগবে? |
এটিএম কোথায়? |
এটা সুস্বাদু। |
এটা সত্যিই গরম। |
এটা খুব বেশী দূরে না। |
এটা খুব ঝড়ো বাতাস। |
এটা কি এখান থেকে দূরে? |
এটা কাছাকাছি কোথাও আছে? |
এটা এখান থেকে অনেক দূরে আছে। |
এটা অনেক বেশী। |
এটা 7th Street উপর। |
এখানেই। |
আমি গতকাল একটা শার্ট কিনেছি। |
আমি একটা গাড়ী ভাড়া নিতে পারি? |
আমার সময় এখন হবে না। |
আমার দাদু গত বছর মারা গেছেন। |
আপনি গতকাল কি করছিলেন? |
আপনি কি এই সন্ধ্যায় আসছেন? |
আপনি কি আমাকে মনে করিয়ে দেবেন? |
আপনি কি আমাকে ফুল পাঠিয়ে ছিলেন? |
অনেক ভাল ধন্যবাদ। |
দেখুন এই গুলির মধ্যে আপনি কতগুলি জানেন। আর যেগুলি জানেন না সেগুলি দেখে নিন ভিডিওটি প্লে করে। এই রকম সহজ সহজ বাক্য শিখতে পারলেই আপনি ইংরাজি বলতে পারবেন।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।