ইংরাজি বলতে গেলে যে বাক্য গুলি জানতেই হবে, ইংরেজি শেখার সহজ উপায় – Most Common Phrases

ইংরাজি বলতে গেলে যে বাক্য গুলি জানতেই হবে, এই বাক্যগুলি আপনি প্রতিদিন বাংলায় বলে থাকেন। ইংরেজি শেখার সহজ উপায় - Most Common Phrases. আজ আমি যে বাক্যগুলি দিলাম সেগুলি আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগে। এই বাক্যগুলি আপনি বাংলায় প্রায়ই বলে থাকেন। এবার যদি আপনি এই বাক্যগুলির ইংরাজি শিখে নিতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত ইংরাজি বলতে পারবেন।

ইংরাজি শিখতে গেলে আপনাকে অবশ্যই এমন কিছু বাক্য শিখতে হবে যেগুলি আমাদের জীবনে প্রায়ই ব্যবহার হয়। এই বাক্যগুলি আপনাকে দ্রুত ইংরাজি বলতে সাহায্য করবে।

কিভাবে দ্রুত ইংরাজি শিখবেন?

আজকের দিনে সবার ইংরাজি জানাটা খুবই প্রয়োজন। কিন্তু অনেকেই ভয় পেয়ে ইংরাজি শেখা ছেড়ে দেন। কারন তারা সঠিক উপায় না পেয়ে দিশাহারা হয়ে পড়েন। কি করবেন কিংবা কোথা থেকে শুরু করবেন সেটাই ঠিক করে উঠতে পারেন না। কেউ করেন সারা জীবন শুধু ইংরাজি গ্রামার শিখে যান, কিন্তু শেষ জীবনে এসেও এক লাইনও ইংরাজি বলতে পারেন না। কারন তিনি কোন দিন ইংরাজি বলার চেষ্টাই করেন নি। যদি অনাকে লিখতে দেওয়া হয়, তখন তিনি খুব সুন্দর করে গ্রামারের নিয়ম মেনে লিখে যেতে পারেন পাতারপর পাতা।

আবার অনেকে আছে ছোটো বেলা থেকে শুধু ওয়ার্ড মুখস্ত করে যান, পারলে ডিকশানারি টাই মুখস্ত করে ফেলেন। কিন্তু সমস্যা সেই একটা জায়গায়। সব ওয়ার্ড জানেন কিন্তু একটা বাক্য বানাতে পারেন না। আসলে তিনি জানেন না যে কিভাবে একটা ইংরাজি বাক্য গঠন হয়? যদি জানতেন তাহলে খুব সহজেই ইংরাজি বলতে পারতেন। আসলে তিনি চোখ কান বন্ধ রেখে শুধু করে গেছেন।

আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই- ভাবুন আপনি কিভাবে বাংলা বলতে শিখেছেন। বাংলাতেও কিন্তু গ্রামার আছে আর তা না জেনেও আপনি দিব্যি বাংলা বলে যেতে পারেন। আপনাকে ইংরাজি টাও সেই ভাবেই শিখতে হবে। আপনি ওয়ার্ড জানেন এবার আপনাকে বাক্য শিখতে হবে। তাহলেই আপনি দ্রুত ইংরাজি বলতে পারবেন। আমার মনে হয় না এর থেকে আর কোন সহজ উপায় আছে ইংরাজি শেখার জন্য। আপনি প্রতিদিন যে বাক্যগুলি বাংলায় বলেন সেগুলির ইংরাজি শিখতে শুরু করুন দেখবেন আপনি খুব দ্রুত ইংরাজি বলতে পারছেন।

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস