আজ আমরা শিখব এমন কিছু বাক্য যা অনর্গল ইংরাজি বলতে যে বাক্য গুলি আপনার জানা উচিত, today’s topic is English for hotel and restaurant. হোটেল বা রেস্টুরেন্ট এ খেতে গিয়ে আমরা যে ধরনের কথা বলি আজ শিখব সেই সব কথাবার্তা ইংরাজিতে। এখন থেকে আর কোন hotel and restaurant এ আপনার ইংরাজিতে কথা বলতে কোন অসুবিধা হবে না।
আমার চ্যানেল এ ভিডিওগুলি দেখতে থাকুন আর সহজেই ইংরাজি শিখতে পারবেন।
ইংরাজিতে কথা বলার সহজ উপায়ঃ
স্পোকেন ইংলিশ শিখতে গেলে আপনাকে অনেক অনেক এমন বাক্য শিখতে হবে যা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার হয়। নিয়মিত শুনতে হবে এবং সেগুলি মনে রাখার চেষ্টা করতে হবে। তবে আমি কখনই আপনাকে মুখস্ত করতে বলব না। কারন আজ মুখস্ত করলে কাল ভুলে যাবেন। তাই বার বার দেখতে কিংবা শুনতে হবে বাক্য গুলি। ইংরাজিতে কথা বলার আর একটি সহজ উপায় হল – ছোটদের ইংরাজি বই গুলি পড়া। কারন ওখানে খুব সহজ ভাবে দেওয়া থাকে যা আপনার বুঝতে এবং মনে রাখতে অসুবিধা হবে না।
শুধু একটা বিষয়ে নিজেকে আটকে রাখবেন না। নানা রকম বিষয় নিয়ে পড়াশুনা করুন। যেগুলি আপনি বুঝতে পারেন। যদি এমন কোন বিষয় নিলেন যাতে আপনার কোন আগ্রহ নেই, সেটা তো আপনি শিখতেই পারবেন না বরং আপনার ইংরাজি শেখার আগ্রহটাই চলে যাবে। লাভের থেকে ক্ষতি বেশী। তাই আমার মত হল সহজ বিষয় নিয়ে পড়াশুনা করুন যাতে আপনার আগ্রহ আছে। দেখবেন আপনি খুব দ্রুত ইংরাজি শিখতে পারছেন।
যাইহোক যদি কোন বড় Hotel বা Restaurant এ আপনি খেতে যান। সেখানে দেখবেন অনেকেই ইংরাজিতে কথা বলছে। তাই এই ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন কিভাবে ইংরাজি বলতে হয় Hotel বা Restaurant এ।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।