প্রিয় ভাইয়েরা,
আশাকরি সবাই ভালো আছেন।
বিশ্বের সর্ববৃহৎ বাংলা প্রযুক্তি পোর্টাল প্রানপ্রিয় “টেকটিউনস” এর সাথে আছি আজ অনেকদিন কিন্তু নানা কারনে এতদিন কোনো টিউন করতে পারিনি।
এটিই টেকটিউনস’স-এ আমার প্রথম টিউন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।
আর, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক হবে…।
যাইহোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
বর্তমানে বাংলাদেশ তথ্য-প্রযুক্তিতে অনেক অগ্রসর হয়েছে। সেই সাথে আমরাও অনেকটা কম্পিউউটার ও ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছি। কিন্তু এগুলোর যেমন ইতিবাচক দিক রয়েছে ঠিক তেমনি নেতিবাচক দিকও রয়েছে। অনেকে এগুলোর পেছনে প্রচুর সময় ব্যয় করে, ফলে অনেকসময় পড়ালেখার ক্ষতি হয়। কিন্তু আমরা ইচ্ছে করলে অবসরে ইন্টারনেটে সময় অপব্যয় না করে বিভিন্ন বিষয় জানতে পারি এমনকি লেখা-পড়াও করতে পারি।
আজ আমি আপনাদেরকে এমনই কিছু শিক্ষামুলক বাংলা ওয়েবসাইটের ঠিকানা দেবো যেগুলো থেকে আপনারা বিভিন্ন শ্রেণির বিষয়ভিত্তিক লেখাপড়া, পরীক্ষার সময়-সূচি, সাজেশন, ফলাফল সহ সাধারন জ্ঞান ও বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফলাফল-ভর্তি পরীক্ষার সময়-সূচি এবং নানারকম বিষয়ের কোর্স-টিউটোরিয়াল ইত্যাদি পাবেন (এককথায় শিক্ষা বিষয়ক সবকিছু)।
ওয়েবসাইট গুলো হলো:
(যেহেতু, আগেই বলেছিলাম এগুলো সব শিক্ষা বিষয়ক সাইট তাই আর আলাদাভাবে এগুলোর বর্ণণা লিখলাম না)
২. http://www.perfectschool.cf
৬. http://www.matholympiad.org.bd
১১. http://www.educationboard.gov.bd
১৫. http://www.khanacademybangla.com
১৬. http://www.teachers.gov.bd
১৭. http://www.infokosh.gov.bd
১৮. http://www.bangladeshcouncil.com
২১. http://www.onlinecoaching.com.bd
২৩. http://www.educarnival.com
২৫. http://bcsgk.wordpress.com
২৭. http://www.studentcarebd.com
২৯. http://www.britishcouncil.com
আশা করি এ সাইটগুলো সবার কাজে লাগবে।
যেহেতু, এটি আমার প্রথম টিউন তাই কোনো ভুল হলে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন.।
আর অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, কিভাবে করলে আরো ভালো হবে।
(আপনাদের কাছে এমন আরো ওয়েবসাইটের ঠিকানা থাকলে জানাবেন, আমি আপডেট করে নেয়ার চেষ্টা করবো)
আমি Rocky Raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।