বেশ কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের শিক্ষাব্যাবস্থায় একটা বড়সড় পরিবর্তন আসছে। শেখার ধরনেও। ইন্টারনেটের শক্তিশালী প্রভাব আমাদের শেখার পদ্ধতিটা অনেক সহজ করে দিয়েছে। সবাই ওয়েব থেকে নিজের প্রয়োজন অনুসারে যেকোনো বিষয় সম্পর্কে জানতে পারছে, শিখতে পারছে। ইউটিউব এবং খান অ্যাকাডেমির মতো প্ল্যাটফর্মের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশী এবং বাংলা ভাষাভাষী মানুষদের জন্য এমন শিক্ষণীয় পোর্টাল থাকলেও সংখ্যায় অপ্রতুল। যেগুলো আছে তার মানও যে অনেক ভালো তেমনটা বলা যায়না। তাই বাংলা ভাষায় জ্ঞানের অন্বেষণকারী এবং শিখতে আগ্রহী সকলের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি হচ্ছে EduQuarks বা এডুকোয়ার্কস। এর বিশেষত্ব কী এবং কেন এই সাইটটি আপনি ভিজিট করবেন? এর সাথে পরিচিত করিয়ে দেয়াই আজকের আর্টিকেলের উদ্দেশ্য।
সকল জ্ঞানপিপাসু মানুষদের জন্য শিক্ষামূলক ব্লগ। এখানে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, গল্প, মিথোলজী থেকে শুরু করে বই, টিভি শো এবং টেকনোলজি নিয়েও বিভিন্ন বিষয়ে আর্টিকেল এবং সিরিজ টিউন করা হয়ে থাকে। সবসময় নতুন কোন বিষয় সম্পর্কে জানতে, বুঝতে এবং শিখতে ব্যবহার করতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মটি। শুধুমাত্র ছাত্র-ছাত্রীরাই যে ভিজিট করবে এমন নয়। জানতে এবং শিখতে ইচ্ছুক সকল জ্ঞানপিপাসুদের জন্যে এই ব্লগটি উন্মুক্ত।
শুধু পড়েই যাবেন কিন্তু প্রশ্ন করতে পারবেন না তাহলে কীভাবে হবে? তাই এখানে গ্রুপের ব্যাবস্থা রয়েছে। যেকোনো প্রশ্ন মনে আসলে সরাসরি আমাদের গ্রুপে চলে যান এবং প্রশ্ন করুন। আবার অন্যদের করা প্রশ্নে তাদেরকে নিজের জানা অংশটুকু শেয়ার করুন। একটি কার্যকরী লার্নিং কমিউনিটি গড়ে তোলা এডুকোয়ার্কস গ্রুপের উদ্দেশ্য।
গ্রুপে যেতে এখানে ক্লিক করুন ঃ এডুকোয়ার্কস গ্রুপ
নাহ! ইন্টারনেট ডাটার কথা চিন্তা করে আপনাকে কখনোই শেখা বন্ধ করে দিতে হবেনা! কারণ EduQuarks ব্লগটি আপনি ভিজিট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনপ্রকার ইন্টারনেট ডাটা খরচ না করেই। ইন্টারনেট.অর্গ প্রোজেক্টের সাথে কানেক্টেড থাকায় আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকের অ্যাপ দিয়ে Free Basics এর সাহায্যে কোন ডাটা ছাড়াই ভিজিট করতে পারবেন এডুকোয়ার্কস ব্লগ এবং শিখতে পারবেন!
কীভাবে MB ছাড়াই EduQuarks ভিজিট করবেন জানতে এখানে ক্লিক করুন ।
শুধু অন্যরাই লিখে যাবে কেন? এখানে আপনিও লিখার এবং আপনার জ্ঞান অন্যদের কাছে ছড়িয়ে দেবার সুযোগ পাবেন। এই ব্লগে আপনার লিখা প্রকাশ করতে দয়া করে এই লিংকটি তে যান।
EduQuarks ব্লগের রয়েছে নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেইজ এবং গ্রুপ। ব্লগের সকল আপডেট সেখানে পাওয়া বাদেও প্রশ্ন, জ্ঞান ভাগাভাগি ও জানার সুযোগ থাকছে। তাই লাইক দিয়ে রাখুন ফেসবুক পেইজে এবং ফেসবুক গ্রুপে যোগ দিন আমাদের সাথে।
EduQuarks ফেসবুক পেইজঃ https://www.facebook.com/eduquarks
EduQuarks ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/eduquarks
আশা করি আপনার লিখাটি ভালো লেগেছে। বাংলা ভাষাভাষী সকল জ্ঞানপিপাসু মানুষদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করা আমাদের উদ্দেশ্য। আশা করি আপনিও এতে সহযোগিতা করবেন। দয়া করে এই ব্লগটির কথা শেয়ার করুন এবং অন্যদেরকেও জানান। যেকোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি মেইলে অথবা ফেসবুক পেইজের মাধ্যমে।
আমাদের ইমেইলঃ [email protected]
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/eduquarks
আমাদের About পেইজের Contact Form এর সাহায্যেও সরাসরি যোগাযোগ করতে পারেন। সেখানে যেতে এই লিংকে ক্লিক করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
ধন্যবাদ