আপনি কি ইংরাজিতে কাঁচা? ইংরাজি বলতে পারেন না? এবার আপনিও পারবেন ইংরাজি বলতে। ইংরাজি বলতে শিখুন বাংলাতেই।
আজকের দিনে ইংরাজিটা জানা খুবই জরুরী। ইংরাজি এমন একটি ভাষা যা সব দেশের যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। সবচেয়ে বড় কথা হল আকজের দিনে কিছু করে খেতে গেলে ইংরাজিটা আপনাকে শিখতেই হবে। আপনার অনেক জ্ঞান আছে কিংবা আপনি অনেক software জানেন, কিন্তু কিছু করতে পারছেন না জীবনে। তাই আজকেই শুরু করুন ইংরাজি শিখতে। আপনার জীবন বলতে যাবে- যখন আপনি ইংরাজিতে ভালো করে বলতে পারবেন। সারা পৃথিবীটা হয়ে যাবে আপনার কাজের জগত, তাই ভয় না পেয়ে ইংরাজি শিখতে শুরু করুন।
ইংরাজিতে কথা বলতে গেলে exclamation এর ব্যবহার খুব ভালো ভাবে জানা উচিত। কারন অনেক কম কথা বলে অনেক কিছু খুব ভালো ভাবে প্রকাশ করা যায় এর দ্বারা। কোন আবেগ প্রকাশ করতে একটি বিস্ময়কর বাক্য ব্যবহার করা হয়। এর দ্বারা ভয়, রাগ, উদ্বেগ, শ্রদ্ধা, উত্তেজনা ইত্যাদি প্রকাশ হতে পারে। তাই ইংরাজি ভাষায় এর গুরুত্ব অনেক। এই বাক্যগুলি খুবই সহজ আর শ্রুতিমধুর হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হল এটা শেখা কোন শক্ত কাজ নয়। খুব সহজেই এটা শেখা যায়। আজ আমি কিছু exclamation এর উদাহারন দেবো বাংলা মানে সহ – যাতে আপনারা খুব সহজেই এটা শিখতে পারেন।
ভিডিও টি দেখুন আর ইংরাজি শিখুন খুব সহজে
যেমন উদাহারনঃ
What a beautiful flower!
What a beautiful garden!
Beware of the dog!
Beware of pickpockets here.
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.