হিন্দুদের নমস্কার আর মুসলমানদের আদাব জানিয়ে শুরু করছি আমার পনেরতম টিউন। আমার আজকের টিউন কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য যারা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। তাই যারা আগ্রহী তারা বাকি টিউনটি পড়ুন আর যারা আগ্রহী নন তারা দয়া করে ...(কেননা আমি আপনাদের মূল্যবান সময় অপচয় করতে চাই না)।
উচ্চমাধ্যমিক, বিবিএ, আইটি এবং কম্পিউটার বিষয় নিয়ে যারা পড়াশুনা করছেন তারা নিশ্চয় সংখ্যা পদ্ধতির (বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল) অংকগুলোর সাথে পরিচিত আছেন এবং আপনারা জানেন সেই অংকগুলোর সমাধান করাটা কতটা কঠিন। তাই অনেকেই সংখ্যা পদ্ধতির (বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল) অংক শেখার জন্য শিক্ষকের দ্বারপ্রান্ত হন। সত্যি বলতে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো খুব একটা জটিল না, সঠিক দিক নির্দেশনা আর বাসায় একটু চর্চা করলে যে কেউ সংখ্যা পদ্ধতিতে এক্সপার্ট হতে পারবেন। আর সেই দিক নির্দেশনা ও কনভার্ট করার পদ্ধতি জানানোর জন্যই আপনাদের মাঝে শেয়ার করছি সংখ্যা পদ্ধতি শেখা ও কনভার্ট করার সেই প্রতাশিত অ্যাপটি। এই একটি মাত্র অ্যাপ ব্যবহার করলে আপনি অনায়াসেই সংখ্যা পদ্ধতির কনভার্ট বা সমাধান করা জানতে ও শিখতে পারবেন।
অ্যাপটির নামঃ Number System for Students
এই অ্যাপের সাহায্যে খুব সহজে পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমালে রূপান্তর বা কনভার্ট করতে পারবেন। শুধু কনভার্ট বা রূপান্তর নয়, কনভার্ট করার পদ্ধতি এবং এর সমাধান সবকিছুই বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে এই অ্যাপে। ফলে যে কেউ খুব সহজেই সংখ্যা পদ্ধতি রূপান্তর করা শিখতে পারবে।
➡ এক নজরে অ্যাপের ফিচারসমূহঃ
আশা করি এক নজরে অ্যাপের ফিচার সমূহ ও তার কার্যাবলী সর্ম্পকে অবগত হয়েছেন। যদি এইটুকু এসে অ্যাপটিকে আপনার প্রয়োজন বলে মনে হয় তাহলে ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোডঃ প্লে স্টোর লিংক অথবা অ্যাপ বাজার লিংক
যাদের প্লে স্টোর অথবা অ্যাপ বাজারে অ্যাকাউন্ট নেই তারা ডাউনলোড করুন এখান থেকে।
আশা করি এই পর্যায়ে আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড অথবা ইন্সটল করা শেষ। তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন কিভাবে যে কোন নাম্বার বা সংখ্যাকে বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমেলে কনভার্ট করবেন।
ধাপ ১ঃ
অ্যাপটি ইন্সটল করার পর এই ইউজার ইন্টারফেইসটি আপনার সামনে প্রদশিত হবে। সেখানে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন ভাষা নির্বাচন করতে হবে। তারপর " সম্পন্ন করুন " বাটনে কিল্ক করলে পরর্বতী পেইজে নিয়ে যাবে।
ধাপ ২ঃ
পূর্ববতী ধাপ সঠিকভাবে সম্পন্ন করা হলে মূল পেইজ আপনার সামনে প্রদশিত হবে। সেখানে নির্ধারিত জায়গায় সঠিক সংখ্যা দিয়ে যে পদ্ধতি (বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমেল) হতে যে পদ্ধতিতে (বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমেল) সংখ্যা রূপান্তরিত করতে চান তা নির্বাচন করে " রূপান্তর " বাটুনে কিল্ক করলেই আপনাকে উক্ত সংখ্যার রূপান্তরিত ফলাফল দেখাবে। যদি এর সমাধান কিভাবে হয়েছে তা দেখতে চান তাহলে " সমাধানটি দেখুন " বাটুনে কিল্ক করুন।
এইতো গেল যেভাবে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে কনভার্ট করবেন তার বর্ণনা। এখন শুরু করছি কিভাবে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে কনভার্ট করতে হবে তার নিয়ম ও সমাধান শিখার প্রক্রিয়া। তাহলে আর দেরি কেন নিচের পদ্ধতি অনুসরণ করুন।
ধাপ ১ঃ
প্রথমে যে পদ্ধতি শিখতে চান তাতে কিল্ক করুন। না বুঝলে নিচের ছবিতে লক্ষ্য করুন।
ধাপ ২ঃ
ধরে নিলাম, আপনি " দশমিক থেকে বাইনারি " করার পদ্ধতি বেছে নিয়েছেন। তাহলে আপনার সামনে নিচের ছবির মত স্ক্রীন দেখা যাবে যেখানে সংখ্যা প্রবেশের জায়গায় আপনার সুবির্ধাথে একটি এলোমেলো সংখ্যা দেওয়া হয়েছে। আপনি চাইলে " এলোমেলো " বাটুনে কিল্ক করে আরও সংখ্যা বের করতে পারবেন অথবা আপনার পছন্দনীয় যে কোন সংখ্যা প্রবেশ করতে পারবেন। এরপর " চলুন, শুরু করি " বাটুনে কিল্ক করলেই অ্যাপটি আপনাকে সেই সংখ্যার বিস্তারিত বণর্নাসহ সমাধান প্রদশিত করবে।
এখন একটু চর্চা করলেই শিখতে পারবেন কিভাবে পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। আশা করছি এই অ্যাপটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আপনার সকল সমস্যা সমাধান করতে পারবে।
এই টিউনটি সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য লেখা। তাই এই টিউনটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা অন্যের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনি চাইলে টিউনটি কপি-পেস্ট করেও শেয়ার করতে পারবেন (সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে techtunes এর নাম দিয়ে দিবেন)।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের টিউন এখানেই শেষ করলাম। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সকলকেই ধন্যবাদ এত কষ্ট করে টিউনটি পড়ার জন্য।
আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।
Download kora jai na. plz send me.
[email protected]