বাস, মাইক্রোবাস বা ট্রেনে আমার মতো যাত্রাপথে বমি করেন যারা

 

দেখা যায় দূর পাল্লার কোন যাত্রায় আমরা সাধারণত বাস বা মাইক্রোবাসে চড়ি।অনেকের দেখা যায় যে গাড়িতে চড়া মাত্রই বমি বমি ভাব হছে অথবা কিছুক্ষন পর বমি হচ্ছে। এছাড়াও ট্রেনে অথবা অন্য কোনো যানবাহনে চরলেও এমনটা হতে পারে।

এটাকে বলা হয় Motion sickness.

কেন হয়? সবচেয়ে প্রচলিত থিওরী হল এটা হয় স্নায়ু-বিষক্রিয়ার (neurotoxins) বিরুদ্ধে আমাদের শরীর প্রতিরক্ষার জন্য।

অনেক ধরনের বিষ আছে যেগুলো আমাদের শরীরে ঢুকলে হ্যালুসিন্যশন সৃষ্টি করে (যেমন ধুতরা). এটা হলে আমাদের শরীর প্রতিরক্ষা ব্যাবস্তা নিজে থেকে বমি করিয়ে সিস্টেম পরিস্কার করতে চায়।

গাড়ি চলার সময় আমদের অন্তঃকর্ণ গতি সেন্স করে। কিন্তু আমাদের চোখ সেই গতির সাথে একমত প্রকাশ করে না। যেমন বাসের চেয়ার, লোকজন সব স্থির। তখন আমাদের মস্তিস্ক ধরে নেয় হয় চোখ অথবা কান ভুল দেখছে অথবা ভুল শুনছে। অন্যকথায় হ্যালুসিন্যশন! তার মানে শরীরে স্নায়ূ বিষক্রিয়া হয়েছে! অতএব প্রতিকার স্বরুপ হয় বমি। যদিও বমি করলেও এটা স্নায়ুর ইমবেলেন্স ঠিক হয়না অতএব বমি এবং বমি-বমি ভাব চলতে থাকে।

৩৩% ভাগ লোকের মোটামুটি মুভমেন্টেই মোশান সিকনেস হয়। মুভমেন্ট তীব্র হলে আরো ৩৩% ভাগ লোকের  মোশান সিকনেস হয়। বাকি ৩৩% লোকের মোশান সিকনেস হয়না। মানে তাদের স্নায়ু বিষক্রিয়া ব্যাবস্থা অকেজো!

প্রতিকার: কোন প্রতিকার নাই। অনেকের বমির ঔষধ খেলে কাজ হয়। আমি সব ঔষধ খেয়ে দেখেছি কোন কাজ হয়না। ডাক্তারদের আর কত দোষ দেব... এক দল রোবট!

বাসে চড়লে এমন যায়গায় বসবেন যেখান থেকে বাইরের চারপাশ দেখা যায়। চলন্ত অবস্থায় বই বা পেপার পড়ে চোখের সামনে প্রতিবন্ধক সৃষ্টি করবেন না। যেমন আমি গাড়ি চালালে আমার কোন সমস্যা হয়না (কারন হয়তো চোখ মুভমেন্ট দেখতে পায় বলে) তাই গাড়িতে উঠলে আমাকে ড্রাইভার বা সামনের সিটে থাকতে হয়। লঞ্জ/জাহাজে উঠলে উপরের ডেকে খোলা যায়গায়। আমার Fb Account. আর ভাল লাগলে Like,Comment,Share করবেন Please.

Level 0

আমি শেখ লিয়াকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

টিউনে ঢুকেছিলাম কোন প্রতিকার দেবেন ভেবে। কিন্তু হতাশ। যাই হোক নতুন কিছু তথ্য পেয়েছি। ধন্যবাদ।

    ভাই FA Shopnil প্রতিকার সম্পর্কে Tips পেতে Fb তে Inbox করেন Please.

ভাল লিখেছেন। ধন্যবাদ