এইচএসসি পরীক্ষার ফল ২০১৬ আগামী কাল (১৮ আগষ্ট, ২০১৬) তারিখ প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ফল জানতে পারবে ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে বেলা ২টা থেকে।
এবার HSC Result এর গ্রেড এর সাথে বিষয় ভিত্তিক মোট নাম্বার ও প্রকাশ করা হবে। বিস্তারিত দেখুতে এখানে ক্রিক করুন।
তবে প্রতিবছর এর মতো এবারও রেজাল্ট প্রকাশ করা পূর্বে ও পরে অফিসিয়াল সাইট অনেক স্লো থাকবে। তাই রেজাল্ট দেখতে পরতে হবে চরম ভোগান্তিতে।
সব গুলো পদ্ধতি পাওয়া যাবে এক্সামরেজাল্টবিডি.কম সাইটে
তার মধ্যে কমন পদ্ধতি হলো: Educationboard Result
এবার দেখুন কিছু বিকল্প পদ্ধতি ঢাকা বোর্ডের জন্য::: dhakaeducationboard
মাদরাসা বোর্ডের জন্য দেখুন::: এখানে দেখুন
আরো পদ্ধতি পাবেন:: HSC Result 2017
এছাড়া রেজাল্ট জানতে আপনি যে কোন মোবাইল থেকে অগ্রীম রেজিষ্ট্রেশন করে রাখতে পারবেন। পদ্ধতি দেখুন::
মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ
Reg (স্পেস) HSC (স্পেস) first 3 latter of your Board Name (স্পেস)your Roll Number 2012 পাঠিয়ে দিন 16222 নাম্বারে
নোট: এয়ারটেল ও টেলিটক থেকে দ্রুত গতিতে এস.এম.এস এর উত্তর পাওয়া যাবে।
মোবাইলের মাধ্যমে HSC Result 2016 পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
►যে কোন মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফলাফলঃ
সাধারান শিক্ষাবোর্ড এর এস.এম.এস
HSC (স্পেস) [First 3 letters of board] (স্পেস) Roll no (স্পেস) Passing year and send to 16222.
মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ
ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে
টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ
HSC (স্পেস) TEC (স্পেস) Roll No(স্পেস)Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে
আমি ashad29। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।