আসসালামু আলাইকুম
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি।
এই ধারাবাহীকের ১১তম পর্বে আজ আমি বনসাই পাত্রের সূন্দর্য বৃদ্ধির বিষয় নিয়ে অালোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।
বনসাই এর পাত্রকে নানা ভাবে ডেকোরেশন করা যায় যা বনসাই এর পাত্রের সূন্দর্য বাড়ানোর সাথে সাথে বনসাই কে একটি উপযুক্ত পরিবেশ দ্বান করে যার ফলে একটি বনসাই এর প্রকৃত সূন্দর্য ফুটে উঠে। সত্যিকার অর্থে বনসাই এর গোড়ায় এমন ডেকোরেশন না করা হলে প্রকৃত ভাবে একটা বনসাইকে বনসাই বলে মনেই হয় না। তাই বনসাইকে উপযুক্ত রূপ দিতে হলে এতে নিচের কোন না কোন ডেকোরেশন করা জরুরি।
একটি বনসাই এর গোড়ায় সাধারনত নানা স্টাইল করা হয়ে থাকে যেমন
মস কার্পেট
নতুনদের জন্য আমি মসের কার্পেট কেই বেশি প্রধান্য দিব কারন এটি তৈরি করা অনেক সহজ ও সময় সাস্রয়ী। সেইসাথে এটি বনসাই পাত্রে একটি অন্যরকম সুন্দর্য এনে দেয়। আর মস মাটিকে আদ্র রেখে পানি ধারন করে। যা বনসাই এর জন্য বিশেষ উপযোগী। আর এর জন্য প্রয়োজনীয় সব উপাদান আপনি আপনার হাতের কাছেই পাবেন। আর যদি কিছু কিনতে হয় তো তার দাম ও আপনার সাধ্যর মধ্যে থাকবে। আমি চাইব আপনারা আপনাদের প্রয়োজনীয় উপাদান গুলো প্রকৃতি হতেই সংগ্রহ করে নিন। কারন এগুলো প্রকৃতিতেই পাবেন।
তাহলে চলুন দেখে নিই কিকি লাগবে মস কার্পেট তৈরি করতে।
১. পাত্র সহ বনসাই। (আশাকরি এটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে)
২. তাজা আথবা শুকনো মস। (তাজা মস আপনার বাসার আশে পাশে খুজলেই পাবেন। আর শুকনো মস আপনি চাইলে তাজা মস হতে নিজেই বানিয়ে নিতে পারেন। অথবা নার্সারিতেও কিনতে পাবেন।
৩. মাটি আলগা করার জন্য একটা ছোট্ট চিকন কাঠি।
৪. বোতল স্প্রে।
৫. মাটি হতে মস তোলার জন্য চাকু অথবা নিড়ানি।
৬. আপনার নিজের হাত।
কার্যপ্রনালীঃ
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
ভাই চারা পাবো কোথায়,,,?