স্মার্টফোনে বন্দী হলো ম্যাথ শিক্ষক এখন বীজগণিত ত্রিকোণমিতি ক্যালকুলাস লগারিদম সহ যাবতীয় গাণিতিক সমস্যা ইনপুট করুন আর নিমিষেই অফলাইনে স্টেপ বাই স্টেপ সমাধান দেখুন

টিউন বিভাগ এডুটিউনস
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভীতিকর গণিতের যাবতীয় সমস্যা তুড়িতে সমাধানের নিমিত্তে স্মার্টফোনে বন্দী ম্যাথ চিটার সম্পর্কিত আমার আজকের মেগাটিউন।

অধিকাংশ ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কাছেও গণিত একটা ভীতিকর বিষয়ের নাম। জীবনের কোনো পর্যায়ে গণিতের প্রতি ভীতি ছিলো না এমন মানুষ খুঁজে পাওয়া মুস্কিল। তাই অন্তত আর কোন বিষয়ে টিচার না লাগুক, গণিতের টিচারদের কাছে ছাত্রদের ভিড় কোন কালেই কম ছিলো না, এখনও কম নেই। গণিত নিয়ে যেমন মজা করতে ভালো লাগে তেমনি গাণিতিক সমস্যাগুলো তুড়িতে সমাধান করতেও ভালো লাগে। তবে কোনো কারণে কোনো গাণিতিক সমস্যায় আটকে গেলে আর রক্ষা নেই। অনেকের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। আমার মনে আছে, আমি জীবনে প্রথম গণিত গাইড কিনি দশম শ্রেণীতে উঠার পরে। কারণ শুনেছিলাম আদিল গাইডে নাকি বোর্ড প্রকাশিত প্রায় ২৩টি বইয়ের অঙ্ক দেওয়া থাকে। কিন্তু এই গাইড কেনার আগে কোন অঙ্কে সমস্যা হলে সেটা নিয়ে কতো মাথা ঘামাতাম সেটা বলে শেষ করতে পারবো না। কারণ গ্রামে হাউজ টিউটর পাওয়া তো স্বপ্নাতীত, ক্লাস টিচারকে গিয়ে প্রশ্ন করতেও হাঁটু কাঁপত। যদিও সময় এখন বদলে গেছে তবুও বাসায় বাসায় হাউজ টিউটর থাকলেও রাত ১টায় গণিতের সমস্যায় পড়লে বাঁচানোর মতো কেউ নেই। আমি বছর খানেক একটা একটা টিউনে দেখিয়েছিলাম কীভাবে কোন গাণিতিক সমস্যা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করলে সেটার অটোমেটিক রেজাল্ট চলে আসে। কিন্তু শুধু রেজাল্ট জানলে তো আর হোমওয়ার্ক করা যায় না। তাই আজ আমি দেখাবে কীভাবে শুধুমাত্র গাণিতিক সমস্যা স্মার্টফোনে ইনপুট করে স্টেপ বাই স্টেপ সেটার সমাধান বের করা যায়। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পাশে থাকবেন এতোটুকু তো কামনা করতেই পারি, তাই না?

MalMath – স্মার্টফোনে বন্দী ম্যাথ শিক্ষক

আমরা আজ যে অফলাইন অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো তার নাম MalMath। এটা এমন একটি অ্যাপ্লিকেশন যা এই টিউন পড়ার আগে পর্যন্ত ছাত্র-শিক্ষকদের কাছে স্বপ্নের মতো ছিলো। আমরা সব সময়ই এই ধরনের একটা অ্যাপ্লিকেশন প্রত্যাশা করে আসছি যাতে কোন গাণিতিক সমস্যা ইনপুট করা মাত্রই সেটার স্টেপ বাই স্টেপ সমাধান বের হয়ে আসে। তবে এই অ্যাপ্লিকেশনটি শুধু সমস্যা বের করে দিয়েই ক্ষান্ত হবে না, আপনাকে ছোটখাটো কিছু ব্যাখ্যাও দিবে। অ্যাপ্লিকেশনটি সম্পর্কে যাদের অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে তারা এখানে ক্লিক করে এর অফিসিয়াল সাইট থেকে একবার ঢু মেরে আসতে পারেন। না গেলেও সমস্যা নেই, কারণ আমি নিচে এর সংক্ষিপ্ত রিভিউ তুলে ধরছি।

যে গাণিতিক বিষয়গুলো সমাধান করবে MalMath

  • ক্যালকুলাস – অন্তরীকরণ, সমাকলন (ইনডেফিনিট, ডেফিনিট, ইমপ্রোপার ইনটিগ্রাল)।

  • ত্রিকোণমিতি – ট্রান্সফরমেশন, সমীকরণ, ইনভার্স ত্রিকোণমিতি

  • লগারিদম – ন্যাচারাল লগারিদম, লগারিদম সমীকরণ

  • সমীকরণ – লিনিয়ার সমীকরণ, উচ্চঘাত সমীকরণ

  • বীজগণিতের সাধারণ অপারেশন

  • এবং লিমিট

শুধু এখানেই কিন্তু শেষ না। অ্যাপ্লিকেশনটিতে আরও অনেক মজাদার বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো ব্যবহার শুরু করলেই আপনি নিজে নিজে ডিসকভার করতে পারবেন। তবুও আপনাদের বুঝার সবিধার্থে আমি উল্লেখযোগ্য কিছু ফিচারস তুলে ধরছি।

ধাপে ধাপে প্রত্যেকটি সমস্যার সমাধান বের করা যাবে

সাধারণ অ্যাপ্লিকেশনগুলো মূলত ম্যাথ প্রবলেম ইনপুট করলে সেটার ক্যালকুলেটেড রেজাল্ট বের করে দেয়। সাধারণত এই ধরনের কাজ ES সিরিজের সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও করা যায়। কিন্তু এই অ্যাপ্লিকেশণটি সমাধান বের করে দেওয়ার পাশাপাশি সমাধানের প্রত্যেকটি ধাপ আপনাকে দেখিয়ে দিবে। এখানেই শেষ নয় সেগুলোর আক্ষরিক ব্যাখ্যাও পাবেন সমাধানের নিচে।

হোমওয়ার্ক করতে সাহায্য করবে MalMath

যে প্রবলেমগুলো অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি সমাধান করবেন সবগুলোর হিস্ট্রি অ্যাপটি সংরক্ষণ করে রাখে। ফলে খুব সহজেই সেখান থেকে আপনি হোমওয়ার্কটা সেরে নিতে পারেন। এছাড়াও এটা দিয়ে অবসর সময়ে কিংবা যানবাহনে বসে আগের প্রবলেমগুলোর রিভিউ দেখে নিতে পারবেন। সাথে যেকোন প্রবলেম সমাধান সহ শেয়ার করার অপশন তো আছেই।

ছুড়ি দিয়ে যেমন আপেল কাটা যায় তেমনি মানুষও খুন করা যায়। হিস্ট্রিগুলো থেকে পরীক্ষায় নকল করে কেউ এই অ্যাপ্লিকেশনটির মাহাত্ম নষ্ট করবেন না। আপনার যতোটুকু মেধা আছে সেই অনুযায়ী ফলাফলই আপনার প্রাপ্য। নকল করে নিজের ও জাতির জন্য কলঙ্ক বয়ে আনবেন না যেন।

যেকোনো সমীকরণের গ্রাফ বের করবে MatMath

অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যেকোনো ফাংশন কিংবা সমীকরণের গ্রাফ বের করতে পারবেন। বিশেষ করে যারা নবম-দশম শ্রেণী কিংবা ইন্টারমেডিয়েট লেভেলে পড়েন তাদের জন্য জ্যামিতি বা স্থানাঙ্ক ব্যবস্থায় গ্রাফের প্রয়োজন হয়। যেকোনো সমীকরণ লেখার পর সেটার গ্রাফ বের করা যাবে। শুধু তাই নয় গ্রাফটিকে আপনি লাইভ এডিট করতে পারবেন, সেইভ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।

যেকোনো গাণিতিক সমস্যা অনুশীলন করা যাবে

প্রবলেম ম্যাথ জেনারেটর আপনার ম্যাথ অনুশীলনের জন্য প্রশ্ন জেনারেইট করে দিবে। ফলে আপনি সহজ, মাঝারি কিংবা এডভান্স লেভেলের বিভিন্ন বিষয়ের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবেন। পরীক্ষা দিতে এখন আর কোন কোচিং সেন্টার কিংবা প্রাইভেট শিক্ষকের কাছে যেতে হবে না। তাছাড়া বিভিন্ন সমস্যাকে পছন্দ লিস্টে রেখে দিতে পারেন ভবিষ্যতে ব্যবহারের জন্য।

ডাউনলোড ও ব্যবহার বিধি

অ্যাপ্লিকেশনটির ব্যবহারবিধি খুবই সহজ। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করলেই পেয়ে যাবেন ব্যবহারবিধির ছোট্ট একটি ট্যুর। তারপর নিজে নিজেই ব্যবহার করতে পারবেন এবং সমাধান করতে পারবেন জমানো যতো সব প্রশ্ন। তারপরেও কারও বুঝতে কোন সমস্যা হলে নিচের ভিডিও টিউটরিয়ালটি দেখে নিতে পারেন। যদিও আমার মনে হয় না এর প্রয়োজন আপনাদের হবে। তাছাড়া টিউমেন্ট সেকশনে আপনাদের হেল্প করার জন্য আমি তো আছিই।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

FB PageProfileTwitterLinkedInGPlusSubscriptionMail

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার প্রত্যেকটি Tutorial ই- আমার অনেক অনেক অনেক ভালো লাগে, একমাত্র আপনার লেখা গুলোতেই প্রযুক্তির মুগ্ধকর একটা স্বাদ পাওয়া যায় 🙂
আপনি যে লেখা গুলো অনেক যত্ন সহকারে লিখেন সেটা আর্টিকেল এর ধরণ দেখলেই বোঝা যায় বেশ!!!!!!! বিশেষ করে আপনি কম্পিউটার রিলেটেড যে সব টিউন গুলো করেন ওগুলো আমার অনেক কাজে আসে। তথাপি অনেক দিন ধরেই গণিত বিষয়ে ভাল সাইট/অ্যাপ খুঁজতেছিলাম। আজকে আপনার লেখাটি পেয়ে মনের বাসনা তৃপ্তই হল।অজস্র ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য।

    অনেক ধন্যবাদ আব্দুল্লাহ্ ভাই (ফেরিওয়ালা) 🙂 নতুন কিছু ভাবনা এবং নতুন কিছু করার প্রয়াসই এই টিউনগুলোর পাথেয়। সেই সাথে আপনাদের এমন অনুপ্রেরণা আমাকে টেকটিউনসে প্রতিনিয়ত লিখতে সহায়তা করছে। আশা করি যতোদিন লিখবো ততোদিন এভাবেই পাশে থাকবেন। আপনার জন্যও শুভকামনা।

ফাহাদ ভাই অনেক দিন পর আপনার টিউনে কমেন্ট করতেছি , সেই বরাবরের মত খুব ভাল একটা টিউন । আমি চাইব শিক্ষা বিষয়ক এই রকম টিউন আরও বেশি বেশি করে লিখার জন্য ।

    আমি এর আগেই কয়েকটি টিউন করেছি শিক্ষা বিষয়ক। একটা সিরিজও শুরু করেছিলাম। কিন্তু কয়েক পর্ব লেখার পরে আর আগ্রহ পাইনি। যাহোক, পরবর্তি সময়ে চেষ্টা করবো এরকম আরও টিউন করার। ধন্যবাদ 🙂

আপনাদের টেকটিউনসে এখন আর আগের মতো আসি না। পরিচিত ভালো মানের টিউনার যারা ছিল তারাও টিউন করা ছেড়ে দিয়েছে আর আমারও আসার আগ্রহ হারিয়ে গেছে। আপনার টিউনের সাবস্ক্রিপশন অন করা আছে। কিছুদিন আগে একটা টিউনের মেইল আসছিলও কিন্তু দেখা হয়নি আর। অনেকটা অভিমানও বলতে পারেন। কিন্তু প্রিয় মানুষের প্রতি অভিমান বেশিদিন রাখা যায় না। তাই আবার ফিরে আসলাম। আপনার একই ধরনের বিষয়ে দুইটা টিউনই দেখলাম। আপনার টিউন যে ভালো হবে এটা তো জানা কথা। তাই এ বিষয়ে কথা বাড়ালাম না। ভালো থাকবেন সব সময়, আপনার জন্য শুভ কামনা রইলো।

    আমাদের টেকটিউনস???

    টেকটিউনস তো আমাদের সকলের। যদিও কিছু টিউনার টেকটিউনসের পরিবেশ নষ্ট করছে তারপরেও আমরা চাইলে এর পরিবেশটা ভালো রাখতে পারি। ভালো কিছু টিউন করে ফেলেন না কেন? আগে একবার বলছিলেন টিউন করবেন। কিন্তু শুরুই তো করলেন না?

    অভিমান ভেঙ্গেছে জেনে ভালো লাগলো। আসলে কতোটা ব্যস্ত থাকি জানলে হয়তো অভিমানটা করতেন না। যাহোক, ভালো থাকবেন সব সময়।

ফাহাদ ভাই মানেই ভিন্ন কিছু.

vai install hoccena to….plz help me

খুবই সুন্দর টিউন

Level 0

ধনবাদ ভাই খুবই সুন্দর টিউন । আমার খুব প্রয়োজন ছিল এমন একটি সফ্ট। আরো ভালো ভালো টিউন চাই।

আগে যে এপ ব্যবহার করেছিলাম, সেটা ছিল ‘PhotoMath’। ওই এপটা দিয়ে কোনো সমীকরণের ছবি তুললে তার সমাধান দিয়ে দেয়। কিন্তু সেটা প্রিন্ট অক্ষর এবং ইংরেজিতে হতে হত। ছবিও স্পষ্ট হতে হত। সে তুলনায় ‘MalMath’ অসাধারণ এপ। ধন্যবাদ শেয়ার করার জন্য। 🙂

    সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ মিনহাজুল আবেদীন ভাই। নিত্যনতুন প্রযুক্তি বিষয়ক আপডেট পেতে সব সময় টেকটিউনসের পাশেই থাকুন।

ভাই আমি আপনার ফ্যান হয়ে গেলাম।
এই গরমে আপনার কাজে লাগবে।হাহাহা

j link decen otate click korle playstore e jay install chai install dile install hoi na…plz bolben

    আমি নিজে প্লে-স্টোর থেকে ইনস্টল করছি। প্লে-স্টোর থেকে ইনস্টল করতে তো কোন ঝামেলা হওয়ার কথা না।

এটা আমি আরো অনেক আগে থেকেই ব্যবহার করছি।

Level 2

বাহ!!!! দারুন……… ধন্যবাদ অনেক। PC তে ব্যবহার করার ঠিক এরকম কোন সফটওয়্যার আছ কি? থাকলে দিবেন প্লিজ। আপনাকে আবারো ধন্যবাদ।

    আমি পিসির জন্য এরকম কোন সফটওয়্যার দেখিনি। তবে পেলে শেয়ার করা হবে। ধন্যবাদ 🙂

ধন্যবাদ আপনাকে। কিন্তু মোবাইলে যদি সব কিছু পাওয়া যায় তবে আমাদের জ্ঞানের অবস্থা কি হবে বলুন তো একটু।

    জ্ঞান অর্জন করার জন্য জ্ঞানটাই বড় জিনিস। কোথা থেকে আসছে, কীভাবে আসছে সেগুলো ভাবার দরকার নেই। আমরা পাঠ্য পুস্তকের চাইতে স্মার্টফোনকে বেশি আপন করে দেখি। তাই যতোটা পারা যায় স্মার্টফোনকে পড়াশোনার উপকরণ হিসাবে ব্যবহার করা উচিত।

স্মার্টফোনে বন্দী ম্যাথ শিক্ষক !! এখন উপায় 😛 🙂 ?

যাক ম্যাথ এ অনেক কাচা ছিলাম, এই টিউনটা আমার অনেক কাজে আসবে। ধন্যবাদ সানিম মাহবীর ফাহাদ ভাই। আপনার কাছথেকে সব সময় ভালো কিছুই পাওয়া যায়।

আপনার টিউনগুলো আসলেই অনেক গুছালো। সবচেয়ে মজার ব্যপার হলো টিউনের কন্টেন্ট থেকেও আপনার সুন্দর উপস্থাপনাটি আমাকে আরও বেশী মুগ্ধ করে। কন্টেন্ট মান বা উপস্থাপনা দুটোই অসাধারণ। গত দুই দিনে মনে হয় আপনার প্রকাশিত ১৭৫ টি টিউনই আমি ভিজিট করে ফেলেছি।

    টেকটিউনসে লেখালেখি শুরু করার আগে থেকেই আপনার টিউনগুলো নিয়মিত পড়ি। আপনার কাছ থেকে এতো সুন্দর টিউমেন্ট পেয়ে অনেক ভালো লাগলো। আশা করি পরবর্তি সময়েও পাশে থাকবেন।

বহুদিন পর অাবারো কোন টিউন বহুদিন ধরে মিস করতে পেরে সত্যিই গর্ব হচ্ছে…..অামার “গন্ডার” হতে বোধহয় অার দেরি নেই 😉

এর অাগে যে অ্যাপটা শেয়ার করেছিলেন ওটা দেখেই অামি গুনমুগ্ধ হয়ে গিয়েছিলাম……অার অাজকে বোধহয় বেহুঁশই হয়ে যাব! অামার কোন কাজে না-ই লাগুক, অলিম্পিয়াডের মতো অনেক ম্যাথপ্রেমী তৈরিতে অ্যাপটা অাসলেই কাজে দেবে…..অাপাতত ঘরে রেখে দিচ্ছি জিনিসটা 🙂

তীব্র রোদে ভিজে পিচঢালা পথে হাঁটারও অজানা এক শান্তি অাছে- সেই শান্তির পরশ থাকল টিউনে 🙂

    ধন্যবাদ নিটোল ভাই, আপনার টিউমেন্ট কিন্তু আমিও মিস করি।
    ম্যাথ নিয়ে আগ্রহটা আমার সেই আদি কালের। তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করি অ্যাপ্লিকেশনগুলো। ভালো লাগলো এটা তাই শেয়ার করে ফেললাম 🙂

Level 0

আপনার টিউনগুলো আসলেই অনেক গোছালো এবং পরিপাটি। ধন‍্যবাদ ফাহাদ ভাই।