মগজাস্ত্রে শান দিন! [পর্ব – ১] :: পরিচিতি এবং Warm Up.

আসসালামুয়ালাইকুম, প্রিয় টিউনার-ননটিউনার এবং সম্মানিত পাঠক-পাঠিকাদের।

[প্রথমেই বলে নেই, যদি বিজ্ঞ মডারেটরগণ এই টিউনগুলোকে নিয়ম বহির্ভূত মনে করেন, তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন এবং আমি যত দ্রুত সম্ভব টিউনগুলোকে Delete করে দেব।]

তো শুরু করা যাক...

পরিচিতিঃ স্বাগতম জানাচ্ছি 'মগজাস্ত্রে শান দিন!' ধারাবাহিক টিউনে। এই টিউনগুলোতে আপনারা বিভিন্ন সমস্যা পাবেন, যার অধিকাংশই বুদ্ধি দ্বারা সমাধান করতে হবে। প্রচলিত জ্ঞান দ্বারা এর সমাধান হবে না। তবে আশা করি কেউ এটাকে Negetively নিবেন না।

প্রশ্নের ধরণঃ প্রতিটা টিউনে আপনারা একটি বড় সমস্যা কিংবা ৩-৪টা ছোট-ছোট সমস্যা পাবেন। সমস্যা গুলোকে চিহ্নিত করার জন্য নাম্বারিং করা হবে [অবশ্যই ছোট সমস্যাগুলোর ক্ষেত্রে।] বড় সমস্যা হলে জাস্ট প্রশ্নটা দেয়া হবে।আর আমি প্রশ্ন সম্পর্কিত ছবি দেয়ার চেষ্টা করব। 

কিভাবে উত্তর দিবেন? ঃ প্রতিটা প্রশ্নের উত্তর টিউমেন্টের মাধ্যমে দিতে পারবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব Reply দিতে। তাছাড়া পরবর্তি টিউনে আমি প্রশ্ন গুলোর উত্তর দিয়ে দেব। তবে এটা আমার অনুরোধ যে, কেউ উত্তরগুলো দেখে লিখবেন না। এতে কোনো গৌরব নেই। [I hope your honour would not take this negetively!]

Worm-Up Question: তো, ছোট-খাট সহজ সরল একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক...

পরবর্তি সংখ্যা নির্ণয় করুনঃ

1, 10, 11, 100, 101, 110, ....

আশা করি সমস্যা হবে না। অবশ্য হলেও সমস্যা নেই।

টিউমেন্ট করে উৎসাহিত করবেন যেন আমি টিউনগুলো লিখে যেতে পারি।

আর দয়া করে কেউ টিউনটি কপি করে নিজের নামে চালিয়ে দেবেন না।

চলুন একটি কপি-পেষ্ট মুক্ত TechTunes গড়ে তুলি।

সেই আশায়, আমি

 

Level 0

আমি ইশতিয়াক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for the comment. One of you has given the correct answer. Look for the answer in the next tune @আরিফ আলম & @প্রয়াস মাসুম।

I humbly request you not to write any comments like this one…☻

এই রকম পোষ্ট না করাই ভালো :'( ! ছোট্ট বাচ্চাদের এগুলো!. পরবর্তী গুলো…111, 1000,1001, 1010, 1011, 1100,

খুবই ভালো উদ্যোগ। আমি এ ধরনের জিনিসগুলো খুব পছন্দ করি। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছিনা; শুধু বলবো চালিয়ে যান, সাথে আছি।