সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় এবং মুষড়ে পড়া ছাত্র-ছাত্রীদের করণীয় শীর্ষক আমার আজকের টিউন।
গতকাল বের হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। প্রতি বছর যেখানে ফলাফল বের হলে আনন্দের একটা বন্যা বয়ে যায় এবার সেরকমটা হচ্ছে না। কারন অধিকাংশ ছাত্র-ছাত্রীরা তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি। এইচএসসি পরীক্ষার জন্য যদিও এটা খুব বেশি ব্যতিক্রমি ঘটনা না। কারন যারা এসএসসিতে অনেক ভালো করে তাদের অনেকেই মুই কি হনুরে টাইপ মনোভাবের জন্য এইচএসসিতে ডাব্বা মারে। যাহোক, সব কিছুর উর্ধ্বেও এবারের চিত্রটাকে একটু ভিন্ন ভাবেই দেখতে হবে। যদিও রাজনীতিক অনেক মতভেদ এখনই তৈরী হয়ে গেছে দেশের দুই প্রভাবশালী দলের মধ্যে। কিন্তু রাজনীনিক বিতর্ক যেখানেই শেষ হোক না কেন ফলাফল কিন্তু অরাজনৈতিক ছাত্র-ছাত্রীদের উপরই পড়েছে। আমরা সব সময় বলি পরীক্ষার ফলাফল কখনো কারও ভাগ্য নির্ধারণ করতে পারেনা। কিন্তু কারও ভাগ্য পরিবর্তন হোক আর না হোক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর অনেকাংশেই নির্ভর করে। আপনি যতো বড় মেধাবী হোন না কেন পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতায় অর্জন করতে পারবেন না। তখন হয়তো মনের আক্ষেপে বলতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুঝতেই পারলো না কতো বড় একজন মেধাবী কে হারালো।
রাজনীতিকরা ফলাফল বিপর্যয়ের কারণগুলো উদঘাটন করতে থাক কিন্তু ছাত্র-ছাত্রীদের সেই সব বিষয়ে না ভাবলেও চলবে। কারন ফলাফলকে এখন আর বদলে দেওয়ার সুযোগ নিই। সুযোগ এতোটুকুই রয়েছে যেটুকু রেজাল্ট এতোদিনে সঞ্চিত হয়েছে সেটাকে যথাযথভাবে কাজে লাগানো। তবে এক্ষেত্রে আবেগকে কাজে না লাগিয়ে একটু বাস্তব মুখি চিন্তা করতে হবে। এ বিষয়ে কিছু উদাহরণ এবং আমার ব্যক্তিগত পরামর্শগুলো উল্লেখ করছি-
সবচেয়ে বড় কথা হলো, রেজাল্টের পর অধিকাংশ ছাত্র-ছাত্রীরা অধিক আবেগী হয়ে পড়ে। তাদের কাছে বাস্তবতার চাইতে আবেগটা বেশি বড় হয়। অনেকে নিচের ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আশা করবো তোমাদের যাতে এরকম না হয়। জীবনটা শুধুই তোমার হলেও এ জীবনকে নষ্ট করার অধিকার তোমার নেই। কারন তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে। তারা স্বপ্নে যদি হাতি দেখে থাকে এবং তোমার সামর্থের মধ্যে যদি হাতি না থাকে তাহলে অন্তত তাদের একটা মহিষ এনে দাও। তোমাকে নিয়ে যাদের এতো স্বপ্ন তাদেরকে একেবারে রিক্ত হস্তে রাখবে না প্লিজ।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
“জীবনে অনেক বড় একটা লাফ দেওয়ার আগে একটু পিছিয়ে যেতেই হয়।” – কথা সত্য