যে সাবজেক্টে বা যে ইউনিভার্সিটিতে পড়লে আপনার স্বপ্ন পূরণে কোন বাধা থাকবে না!

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি প্রযুক্তির মিষ্টি মধুর ছন্দে বেশ খোশ মেজাজেই আছেন। আমি আইটি সরদার আপনাদের সামনে চলে আসলাম অসংখ্য বার পাওয়া আপনাদের প্রশ্নের উত্তর দিতে। প্রশ্নটা সবার অনেকটা এরকম, “আমি কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন সাবজেক্টে পড়লে আমার ভবিষ্যৎ উজ্জ্বলতর হবে?” “কোন সাবজেক্টের চাহিদা বর্তমানে খুব বেশি”, “আমি যখন চাকরী করবো তখন কোন সাবজেক্টের চাহিদা বেশি হবে”, “যেকোনো সাবজেক্টে পড়লেই হয় তারপরও আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে পড়তেই হবে?”, “ডাক্তারদের চাহিদা সারা জীবন আছে না?”, “কোন সাবজেক্ট পড়লে চাকরী নিশ্চিত?” “জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে তো কিছু করতে পারবো না!” এ রকম শত শত প্রশ্ন প্রতিনিয়ত আমি ফেসবুক, ফোনে আপনাদের কাছ থেকে পাচ্ছি।

বিশেষ করে এসএসসি এবং এইচএইচসি পরীক্ষার আগে এবং পরে এই প্রশ্নগুলো বেশি পাই। প্রতিবার ভাবী এই ছোট পোলা-মাইয়া গুলোর জন্য একটা দুইটা টিউন করবো। কিন্তু করবো করবো বলেও করা হতো না। আবার ফোনে বা ফেসবুকে বা মেইলে খুব গোছায়ে উত্তর করা কষ্ট হয়।  😎

আবার এদের ভবিষ্যৎ যদি আমার একটা টিউনে কিছুটা বদলে যায়। তাই আজকে আপনাদের প্রায় সব প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের টিউন। কেউ মিস করলে বা আপনাকে কেউ এই ধরনের প্রশ্ন করলে দিতে পারেন টিউনের লিঙ্কটি।

কোন সাবজেক্টে বা কোন বিশ্ববিদ্যালয়ে পড়বোঃ

আচ্ছা আপনি কি জানেন ইতিহাস পড়ে ইতিহাসবিদ হওয়া যায়, ভূগোল পড়ে হয় ভূতত্ত্ববিদ আবার বাংলা পড়ে হচ্ছে নামকরা সাহিত্যিক। আবার এসব বিষয় না পড়েও তারা উপরের বিষয়গুলো নিজে জেনে এক্সপার্ট হচ্ছে।

একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমার এক বুয়েটের ফ্রেন্ড, ওর ছোট ভাই গতবারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে অন্য কোন ইউনিটে চ্যান্স না পেয়ে চারুকলায় চ্যান্স পায়। তাতে তারপরিবার সহ আমার বন্ধু খুব কষ্টে আছে। কারন এ বিষয়ে পড়ে কি হবে? কীভাবে পাড়া-প্রতিবেশিকে তারা মুখ দেখাবে? ঐ দিন রাতে ও আমার কাছে আসে একটা কাজে। আমাকে বললো সব ঘটনা। আমিও খুব হতাশ।

হঠাৎ ওকে বললাম, আচ্ছা তোর ছোট ভাইয়ের কি পছন্দ শুনেছিস। তখন ও খুব দৃঢ়ভাবে বললো, ওর আবার পছন্দ কিসের? ভালো সাবজেক্টে না পড়লে ও কি করবে আমরা জানি না। আমি বললাম তারপরও একটু শুনে দেখ। একটু পরে ওর ছোট ভাইকে ও ফোন করে আমার বাসায় ডাকলো।

আমি ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, তোমার কি করতে ভালো লাগে? ও জানায়, ছবি আঁকাতে।

কিন্তু তুমি কি জানো এর ভবিষ্যৎ কেমন? ওসব জানি না তেমন তবে ছবি আঁকাতে আমি ক্লান্ত হই না। সে জন্য কি তুমি চারুকলায় ফর্ম উঠায়েছিলে? হ্যাঁ!

এই তুই ওর কথা কি শুনছিস? আমার বন্ধু তেড়ে আমাকে বলে।

চুপ থাক না তুই। আমি কথা বলি তারপর ডিসিশন নিস।

জানেন ভাইয়া আমি অনেক ছবি এঁকেছি। পুরস্কারও পেয়েছি স্কুল থেকে। ছোট ভাই বলে।

আমি আমার বন্ধুকে বললাম ওকে চারুকলায় ভর্তি করায়ে দে। তোর আব্বা-মাকে আমি বুঝাবো।

পাগল নাকি তুই!

কেন?

এভাবে অনেক তর্কাতর্কীর পর ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি করলো। যদিও সে ঢাকার বাইরেও অনেক বিশ্ববিদ্যালয়ে আরও কিছু ভালো সাবজেক্টে চ্যান্স পেয়েছিলো তবুও।

ও এখন তৃতীয় বর্ষের ছাত্র। বিভিন্ন বইয়ের কভার পেজ এবং নামী পত্রিকার কার্টুন ও আঁকে। ওর বড় ভাই বুয়েট থেকে বের হয়েও এখনও ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে না। কিন্তু ও ঠিকই দিয়ে যাচ্ছে। ওর বাবা এখন ছোটটাকেই বেশি যোগ্য সন্তান মনে করে। পাড়া – প্রতিবেশিকে গল্প শোনায়।

গল্পটা বাস্তবে দেখা আমার জীবনের এক কাহিনী।  🙂

 

আপনি কোন সাবজেক্ট বা বিষয়ে পড়ছেন তার থেকে বেশি ইম্পরট্যান্ট আপনি কোনটা বেশি পছন্দ করেন।

আপনার কম্পিউটার সাইন্স পছন্দ হলে কেন আপনি বুয়েটে কেমিক্যালে পড়বেন?  আপনার সাংবাদিকতা পছন্দ হলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়বেন?

আপনার ট্র্যাভেলিং পছন্দ হলে কেন ডাক্তারী পড়বেন?

আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় বা কম নামকরা কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও যদি পড়ে আপনার পছন্দের সাবজেক্টে পড়তে হয় তাও সেটা আপনার ভবিষ্যতে যে আপনাকে ক্লান্ত করবে না এটা বলতে পারি। আর ক্যারিয়ার সেটাতো ক্লান্তহীন কাজ করতে পারলে কেমন হবে সেটা আমি না বলে দিলেও আপনারা অনুধাবন করতে পারেন।

এবার আসি রেজাল্টের বিষয়ে। আপনার এসএসসি বা এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে? আপনি এ+ পাননি? পরিবারের সবাই আপানাকে বকাবকি করছে। চোখের পানি আর নাকের জল এক করার কোন জায়গাও আপনি পাচ্ছেন না।

আসুন আমার কাছে। আমি আমার পরিচিত হাজার খানিক মানুষ দেখাতে পারবো যারা নামমাত্র রেজাল্ট নিয়ে আজকে তাদের পছন্দের বিষয়ে পড়ে ভালো রেজাল্টধারী বন্ধুদের চেয়ে জীবনযুদ্ধে অনেক এগিয়ে। হয়তো কষ্ট একটু বেশি করতে হয়েছে কিন্তু তাদের লাইফ স্টাইল দেখলে আপনার হিংসা হবে।

আরেকটা কথা জীবন যুদ্ধে জয়ী হতে হলে আপনাকে এক্সট্রা নলেজ নিতে হবে। আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে একটা সার্টিফিকেট নামক কাগজ দিতে পারবে কিন্তু আপনার ক্যারিয়ার গড়তে হলে আপনাকে স্কিলফুল হতে হবে?

আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় বা কম দামের কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই পড়েন না কেন আপনার বেসিক কিছু স্কিল থাকলে আপনি জীবন যুদ্ধে এগিয়ে থাকবেন সুনিশ্চিত। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।

বিশেষ করে কম্পিউটার নলেজ আপনার যে কোন ভালো চাকরীর জন্য দরকার। সেহেতু আপনার পছন্দের সাবজেক্টের স্কিল বাড়ানোর সাথে সাথে এ দিকটা যতো সম্ভব উন্নত করুন।

অনেকে বলে ভাই আইটি সাবজেক্টে কেমন চাহিদা? তাদের একটা কথা বলবো। উপরের লেখা সম্পূর্ণ পড়লে এটার উত্তর আমার কাছে জানতে চাইবেন না আশা করি। আর কোন বিশ্ববিদ্যালয় আইটি বা সিএসই হাতে কলমে শেখায় না। এ সাবজেক্ট আপনার পছন্দের হলে যেখানে ইচ্ছা সেখানে পড়ুন। পারলে যেখানে পড়লে নিজে প্র্যাকটিস করার বেশি সুযোগ পাবেন সেখানে পড়ুন। তা সে বিশ্ববিদ্যালয় যেমনই হোক। কারন সার্টিফিকেট আপনাকে এই বিষয়ে খুব বেশি কাজে দিবে না যদি নিজের স্কিল ভালো না করতে পারেন।

শেষ করার আগে শুধু একটা কথা বলবো পছন্দের সাবজেক্ট সে যেটাই হোক ভর্তি হোন, আর নিজেকে আরও বেশি স্কিলফুল করুন। তবেই আপনার লাইফের গল্প একদিন মানুষ লিখবে এটা বলতে পারি জোর গলাই।

তবে একটা কথা যারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার হতে চান তাদের আমি নিষেধ করছি না, শুধু বলছি আপনার ইচ্ছা যদি ঐ সাবজেক্টে পড়া হয় তারপরই পড়ুন। শুধু টাকা বা ক্যারিয়ার না দেখে নিজের মূল্যবোধকে সম্মান করতে শিখুন।  🙄 

আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনায় আজ এখানেই শেষ করবো। যতো প্রশ্ন আছে মাথায় আমাকে করতে পারেন প্রয়োজনে  আরও একটা টিউন করবো আপনাদের প্রশ্ন থেকে।

আপনার পছন্দ কেন আপনাকে জীবনে উচ্চতর চূড়ায় পৌঁছাতে পারে তা আমি একটি নোট আকারে কিছুদিন আগে পাবলিশ করেছিলাম।

দেখুন এখান থেকে!

শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে!  😆

 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন লিখেছেন ।আমি ও ছোট থেকে ছবি আঁকতে ভালবাসি Evan এখন ছবি আঁকার জন্য সপ্তাহে একটা দিন রাখি, তবে ওয়েব প্রোগ্রামিং ও ওয়েব ইউআই ডিজাইনে এ বেশি সময় দিচ্ছি ।আপনার কাছ থেকে অনেক ভালো গাইড লাইন পাচ্ছি যা আমাদের সবার কাজে আসবে।

    ডিজাইন মানে গ্রাফিক্স ও আছে! তোমাদের ভালো কিছু হলেই আমার বা আমাদের ভালো লাগবে।
    ধন্যবাদ রিদম। 🙂

লেখাটা যে অসাধারণ সেটা নতুন করে আর নাইবা বল্লাম, তবে আমার মনে হয় আমি জীবনে অনেক বড় ভুল করেছি। এস.এস.সি & এইচ.এসসি বিজ্ঞান বিভাগ থেকে পড়া সত্তে ও এখন আমি পড়ছি সামাজিক বিজ্ঞান নিয়ে। অথচ বরাবরই আমার আইটির দিকে সর্বাধিক ঝোক, এখও প্রোগ্রামিং নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করছি। কিন্তু আমি কতটুকু সফলতা পেতে পারি এই ক্ষেত্রে? আমি confused..! 🙁 কেননা আমার মন সবসময় প্রযুক্তিমূখি আর সমাজবিজ্ঞান বিমূখী। 🙁 :/

    আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন জানি না, তবে যেহেতু সার্টিফিকেট দরকার সেহেতু ঐটা তো পড়তেই হবে। আর প্রগ্রামিং চালায়ে যান, ভবিষ্যৎ তো আছেই!!
    ধন্যবাদ!! 🙂

      জ্বী ভাই, এই মুহূর্তে আমার পড়ার দরকারটা আসলেই সার্টিফিকেট অবধি সীমাবদ্ধ হয়েগেছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হাসিল আমার দ্বারা এই সাবজেক্টের মাধ্যমে সম্ভবপর নয়। আর হ্যা আমি ASA University Bangladesh (ASAUB) এ Applied Sociology (BSS) তে পড়ছি।

        যেহেতু পড়তেছো কন্টিনিউ করতে হবে। আর যে বিষয়ে ভালো লাগে সেটাও দেখতে হবে। আর যে বিষয়ে পড়াশুনা সেটাতেও এক্সট্রা জ্ঞান অর্জন করতে হবে!! 🙂

ভাইয়া আপনাকে তো ফেসবুকে সবই বললাম ।দোয়া করবেন , জীবনে যেন কিছূ করতে পারি। টিউনটা আমার জন্য খুবই কার্যকরী

ভালো লাগলো তবে নিজেকে হতাশ নাক করে সাহস বাড়ানোর কোনো কিছুথাকলে বলুন। আমার নিজেকে খুব ছোটো মনে হয়। ভাবি কিছু পারি না , পারব না, আমার দাড়া কিছুহবে না,ইত্যাদি, ইত্যাদি। আমি এখন ৪র্থ বর্ষে আছি না পারছি ফিরে যেতে না পারছি সামনে এগোতে……মনে হয় আমার দ্বারা কিছু হবে না।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।আমি মনে করতাম আমার দাঁড়ায় কিছু হবে না।কিন্তু আপনার এই টিউনটি পড়ে ,আমার জীবনের মোড় টা ঘুরে দাড়ালো।এতদিন সমূদ্রের অতল গহ্ববরে নিমজ্জিত ছিলাম,আজ থেকে জাগ্রত হলাম।
আপনাকে হাজার স্যালুট ভাই।আশা করি এরকম আরো অনেক টিউন আমাদের উপহার দিবেন।

    এতো ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝেই থাকতে চাই।
    🙂
    অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা। ভালো কিছু করে যখন জানাবেন তখন আরও সুখ পাবো!!

vai aponer sate aktu kota bolte cae

plz apner mobile number ta amaki email kore dan [email protected]

aponaki berokto korbo na

চমৎকার লিখেছেন ভাই।আমার ভাল লাগে এবং ভালবাসি আইটি রিলেটেড কাজ, সেই করেও যাচ্ছি কিন্তু আমি পড়ছি ইইই তে। সবার দোয়ায় আমার সরকারি চাকরিটাও আইটি রিলেটেড।কিন্তু সমস্যা হল আইটি এর নেশা আমাকে ছাড়ে না তাই ইইই সাব্জেক্ট টা আমি মজা পাইনা। কি করতে পারি??

    চাকরী যেহেতু করেন জবে যেটা সুবিধা হবে সেটাই করা ভালো।
    ধন্যবাদ রাজিব ভাই!! 🙂

অনেক ধন্যবাদ ভাইয়া, আমি যেই জিনিসটা করতে সবচেয়ে পছন্দ করি সেই কাজের চাহিদা এখন তেমন নেই। ভবিশ্যতে কেমন থাকবে তা জানি না। আর এই বিষয়ে কোনো স্কুল বা ভার্সিটিতে পড়ানো হয়না। এ কারনে এই বিষয়টাকে অনেকটা শখ হিসেবেই রেখে দিয়েছি। কিন্তু এসব নিয়ে আরও সময় নিয়ে ভাবতে হবে।

    কি সেটা আমাদের জানালে বুঝতে পারতাম চাহিদা আছে কি নাই?

আমার ত কোন কিছুই করতে ভাল লাগে না। যা করতে যাই সেটাই বিরক্ত লাগে । এর থেকে বেরিয়ে আসার পথ থাকলে জানাবেন কি ।

[email protected]

    প্রথমে নিজে আপনার কি ভালো লাগে এটা বের করুন। ওকে আমি একটি টিউন করবো খুব দ্রুত!! ধন্যবাদ!!

ভাই আমি CSE তে পড়তেছি। আপনার কথা শুনে এত বেশী সাহস জোগালো যে আপনাকে বুঝাতে পারবো না… ধন্যবাদ ভাইয়া।

ami Multimedia & creative Technology (MCT) te portesi !!! (Daffodil int university)

amr khub posonder,tai vorti hoisilam !! bt ektw pera 😛

    কেমন প্যাড়া?

    আপনার পছন্দের বিষয়েতো পড়ছেন আপনি?

দারুন টিউন। পড়ালেখার পাশাপাশি প্রযুক্তি নিয়ে আগ্রহ আছে আমার। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে। আমার সামনে এস.এস.সি. পরীক্ষা। দোয়া করবেন।

আমি সাইন্স থেকে এবার SSC দিলাম কিন্তু রেজাল্ট খারাপের জন্য কমার্সে চয়েস দিতে হয়েছে।

আমার আইটি বিষয়ে কাজ করতে ভাল লাগে এবং অনেকের তুলনায় একটু দ্রুত আয়ত্বও করতে পারি। ইচ্ছা সফটওয়্যার ইন্জিনিয়ার হয়ে কাজ করার।

এখন আমি এইসএসসি ধাপটা কি বিষয় নিয়ে পড়লে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো?

দয়া করে জানাবেন।
[email protected]

আপনার নম্বরটি দয়া করে ইমেল করবেন। জিবনের বিভিন্ন মোড়ে আপনার পরামর্শ প্রয়েজন হবে।

দারুন টিউন। পড়ালেখার পাশাপাশি প্রযুক্তি নিয়ে আগ্রহ আছে আমার।

দারুন টিউন। পড়ালেখার পাশাপাশি প্রযুক্তি নিয়ে আগ্রহ আছে আমার। তাই ব্লগে লিখতেছি। আমার লেখা কেমন আপনি রিভিউ করলে খুশি হবো।