বিদেশি বন্ধুদের সাথে Skype তে সরাসরি ইংরেজী প্রাকটিকস করতে চান?নিজের কথা বলার দক্ষতাকে বাড়াতে চান?তাহলে এই টিউন আপনার জন্যই।

আসসালামু আলাইকুম।প্রথম টিউনটির ব্যাপক সাড়া পেয়েই আজ দ্বিতীয় টিউনটি লেখতে অনুপ্রানিত হলাম।বিগত টিউনে যারা আমার এত প্রসংসা করলেন আমি সত্যিই তাদের উপর কৃতঞ্জ। আজ তাদের জন্য এই টিউনটি খুবই কাজে আসবে যারা এতদিন ইংরেজীতে চর্চা করার পার্টনার খুজতেছিলেন অথবা মনের মত পাচ্ছিলেন না।IELTS দিবেন মনে মনে ভেবে রেখেছেন।তাদের জন্য খুবই উপকারে আসবে।  অযথা আপনার মূল্যাবন সময় নষ্ট না করে যদি ইংরেজিতে বিদেশি বন্ধুদের সাথে প্রাকটিকস করা যায় তাহলে কেমন হয় ? বন্ধুরা আমি আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। যারা নিজেদের ইংরেজী ভাষার উপর দক্ষতা বাড়াতে চান,বিদেশী বন্ধুদের সাথে সারাসরি স্কাইপির এর মাধ্যমে (conversation) কথাপকথন করতে চান- তাদের জন্য এই ওয়েব সাইটটি খুবই গুরত্বপূর্ন। এখানে অনেক বিদেশী বন্ধুরা আপনার প্রতিক্ষায় রয়েছে আপনাকে ইংলিশ এর উপর দক্ষতা বাড়ানোর জন্য। এই ওয়েব সাইটটি অনেক গুরত্বপূন হবে আপনার প্রাকট্রিস এর জন্য আশা করি।এখানে বিশ্বের সব দেশের মানুষ আসে যারা কিনা কেউ শিখতে আসে।আর কেউ শিখাতে আসে।এখানে USA,UK,সহ সব ভাষাভাষি সব ধরনের পেশার মানুষ অপেক্ষায় রয়েছে আপনার প্রতিক্ষায়।কি বিশ্বাস হচ্ছে না ত?ওকে তাহলে নিজেই ট্রাই করে দিখুন।

নিয়মাবলি :
১.প্রথমে ওয়েব সাইটে যাবেন- স্পেপিকিং২৪.কম


২.এখানে আপনার নিক নেইম মানে আপনার ডাক নাম দিবেন।
৩.বাকি গুলো পূরন করুন।Goal এ-I just want to chat in English for a while to improve my speaking skills  কারন আপনি এখানে শিখতে যাচ্ছেন,শিখাতে না।
৪.স্কাইপের/ইযাহু মেস্যানঞ্জার এর আইডি দিয়ে চয়েজ নাউ।ব্যাস কাজ শেষ।(অবশ্যই কিন্তু স্কাইপি আগে থেকে লগ ইন করে রাখবেন)
৫.এখন আপনার স্কাইপিতে বিদেশী বন্ধুদের ফেন্ড রিকুয়িষ্ট আসতে থাকবে।যদি রেসপন্স না পান তাহলে আপনি রিকুয়িস্ট করুন যারা-বলচ্ছে I want to meet a people ডান পাশের স্কাইপের সিম্বল টিতে ক্লিক করুন (অবশ্যই স্কাইপ আপনার কম্পউটারে ইস্টল থাকতে হবে এবং লগ ইন করা থাকতে হবে.)দেখবে স্কাইপ সফটয়্যারটিতে চলে আসচ্ছে এড করুন।

এভাবে অটোমেটিক Add to contacts আসলে ক্লিক করুন।

৬.প্রথম আপনি hi দিয়ে আপনার নাম,আপনার দেশ বলে কভারসিশন শুরু করুন,তারপর lats talk? ➡  অনুমতি নিয়ে তাকে কল করুন।কেননা পূর্ব থেকে অনুমতি না নিয়ে তাকে কল করলে সে হয়ত received নাও করতে পারে।

এখন ভদ্রতা এর সহিত কথা বলুন।এভাবে আপনি ঘরে বসে বসে বিদেশি বন্ধুদের সহিত শুদ্ধভাবে ইরেজী চর্চ্চা চালিয়ে যেতে পারেন।

সহজ ভাবে লেখতে চেষ্টা করেছি,আশা করি বুঝতে পেরেছেন না পারলে আমাকে ম্যাসেজ করতে পারেন।

ইরেজী শিখার খুব সুন্দর একটি সফটওয়্যার নিন ➡ এ ক্লিক করুন

Facebook-এখানে ক্লিক করুন

Skype Id-rahattafsir

 

আপনার জন্য শুভ কামনা দিয়ে টিউনটি শেষ করলাম।ভাল থাকবেন।এবং পরবর্তী টিউট এর প্রতি লক্ষ্য রাখূন।

Eng.Rahat

Level 2

আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ।এমন একটা কিছু খুজতেছি অনেক দিন থেকে।

দোস্ত তুমাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছিনা ,তার পরেও তুমাকে ধন্যবাদ ।

    হা! হা! হা! (দুলাল জালাল) ভাই আমি আপনার এক্সপ্রেশনটি বুঝতে পেরেছি।ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই শুধু এই তথ্যগুলো যেভাবে পারেন ছড়িয়ে দিন সবার মাঝে যাতে করে সবাই তার নিজ নিজ অবস্থান থেকে English ভাষা এর উপর দক্ষতা বাড়াতে সক্ষম হতে পারে।
    -Eng.Rahat

onek onek many many than*****kyou

সবুজ সাগর @আপনাকে ও ধন্যবাদ আশা করি আপনিও যেভাবে পারেন এই টিউনটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে যারা না জানে তারা উপকৃত হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে। 🙂

অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য।

মোঃ রুহুল আমিন রুহুল ভাই@আপনাকে ধন্যবাদ আশা করি আপনিও এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিবেন।

thank you very much 🙂 🙂 🙂

    জাহিদ হাসান@কমেন্ট করার জন্য ধন্যবাদ।আশা করি আপনিও এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিবেন।

অনেক কাজের টিউন ভাল লাগল

মোসারফ হোসেন@ধন্যবাদ

কি বলে যে ধন্যবাদ বুঝতে পারছি না! এতদিন ধরে এইটাই খুজছিলাম। যাই হোক সন্ধান দেয়ার জন্য ধন্যবাদ এই রকম একটা সাইটের ! রিয়েলি অসাম। স্পোকেন ইংলিশ শিখেই ছাড়ব । ফার্স্ট টাইম ১৬ মিনিট কথা বললাম।

বাংলাদেশিরা বাংলাদেশ এর সাথে এড না হওয়ায় ভাল হবে আমি মনে করি।

Level 0

Fantastic vi! Just Really amaging.

    ধন্যবাদ ফরহাদ ভাই।আশা করি আপনি এই তথ্য অন্য সবার মাঝে ছড়িয়ে দিবেন এতে করে অন্যরাও উপকৃত হবে।

অমৃত দাশ বিজয় ভাই @যদি সত্যিকার অর্থেই ধন্যবাদ দিতে চান তাহলে বলব এই নিউজটি আপনার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাহলে তারাও আপনার মত অনলাইনে ইংরেজী প্রশিক্ষনে অংশ গ্রহন করতে পারবে।বাংলাদেশ এ যারা আছে তারা নিজের মাঝে এড হলেও সমস্যা নেই।কিন্তু মনোভাব থাকবে যে যদি কোন সেন্টজ ভূল হয় তাহলে এক পক্ষ অন্য পক্ষকে শুধরে দিবে।আরকটি কাজ করা যেতে পারে সবাই একটি গুপে এসে এড হয়ে কথা বলতে পারে এতে করে সবাই একসাথে নিজেদের মতবিনিময় করতে পারবে এবং সবাই যার যার ল্যাকিং গুলো শুধরে নিতে পারবে।

    ভাই বাংলাদেশিরা এখন থেকেই স্পাম শুরু করছে! মানে একটা ছেলে মেয়ের নাম , অন্য দেশের নাম দিয়ে ডিটেইল দিল । এড করে দেখি বাংলাদেশি। অনেক গ্রুফ আছে। কিন্তু তেমন একটা ভাল ফলাফল পাই নাই! এখানে সাধারনত যারা এখন অনলাইনে আসছে তাদের দেখায় মে বি। তাই সুবিধা হয় চ্যাট করতে।

Thanks sir g………….

যাইহোক স্পাম আর যাই করুক ই্ংরেজিতে চর্চা টা ত হচ্ছে।
@অমৃত দাশ বিজয়

পিন্টু বিশ্বাস@আপনাকেও ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাই।আসলে আমদের বেশিরভাগেরই ইংরেজী বলা নিয়ে সমস্যা,যেটা হয়ত এর মাধ্যমে কিছুটা হলেও উত্তরণ সম্ভব

মোঃ কামরুল হাসান রিয়াদ আকন্দ@ভাই আপনি ঠিক বলেছেন।

SKYPE তে CLICK করলে SKYPE এর WEBSITE এ চোলে জাচ্ছে। কি করব?