আসসালামু আলাইকুম।আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।আমি টিটিতে সম্পূর্ন নতুন।এটাই আমার প্রথম টিউন।তাই হয়ত অত সুন্দর করে টিউনটি উপস্থাপন করতে পারব না, তাই আমি আগে থেকেই ক্ষমা পার্থী।
আমরা সাধারনত যারা কম্পিউটারে ভয়েস রিডারগুলো দেখি সেগুলো হচ্ছে রোবটিক্স ভয়েস রিডার।যা আমাদের বোধ্যগম্য হয় না।আমি এখন একটি সত্যিই অসাধারন ফুল ভাসন ভয়েস রিডার সফটয়্যারটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, আমার কিছু মডিফাই রয়েছে সফটওয়্যারটিতে।
সফওয়্যারটির বৈশিষ্টঃ-
* আপনি খুব সহজই সুন্দর বোধগম্য উচ্চারনে, ইংরেজী যে কোন লেখা পড়তে পারবেন,
*নিজে টেক্সট লেখে লেখে শুনতে পারেবন থ্রিডি সুন্দর সাউন্ডিং ভয়েস এর মাধ্যমে।
*এই সফটয়্যার দিয়ে যে কোন টেক্সট(MS Word, Webpage, PDF files) শুনতে ত পারবেনই আবার এমপি-৩ তে কনভাট করতে পারবেন।
*এখানে স্পিড লেভেল কম অথবা বেশী করে করে শুনতে পারবেন।
*দুইটি ভয়েস (US,UK)Male ও Female পাবেন।
*যে কোন স্ক্যান করা কপি ৯৯% ভাগ সঠিকতায় আপনাকে পড়ে শুনাবে।
সুতরাং আর দেরী না করে 370Mb এর সফটয়্যারটি ডাউনলোড করে নিজে নিজেই ইংরেজী শিখুন।এটা কিন্তু একটি ফুল ভাসন সফটয়্যার।এর নিদিষ্ট কোন Expiration date নেই যতদিন খুশি ততদিন ব্যবহার করা যাবে।একাধিক কম্পিউটারে ব্যবহার যোগ্য।
আমার মনে হয় আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই।
সফট্যারটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন
৩৭২ মেগাবাইট।ফাইলটি .rar করা রয়েছে।
পাসওয়াড দেওয়া রয়েছে যা-
pass:12580000
চিত্র সহকারে কাজের ধাপঃ-
Rar Install করুন।যাদের নেই সফটওয়ারটি- এখানে ক্লিক করুন Rar ডাউনলোড করতে।
১.Open করে-kate547136988c.exe এবং NAsetup95_original.exe এই দুইটি ইন্সল করুন।পাসওয়াড চাইলে এটা দিন-12580000
২.
৩.তারপর ➡
৪.এই সিরিয়াল(F2GN-B8R0-NING-YXV7) নম্বরটি প্রবেশ করান।
৫.এখানে সিলেট করুন Natural Voice Kate.এবং স্পিড ০ করে দিন।এবার play করে শুনুন।নিজে যে কোন লেখা লেখে অথবা কপি করে paste (Ctrl+v)করে শুনতে পারেন।এবং পোনাংসিয়েশন ঠিক করতে পারেন।
৬.মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোন ইংরেজী লেখা পড়তে চান তাহলে add-Ins> settings>natural Voice Kate>speed 0>ok
৭.সর্ব শেষে এখন উপরের playবাটমটিতে ক্লিক করলেই দেখবেন হলুদ মার্ক করে করে আপনাকে পড়ে পড়ে শুনাবে।এতে করে আপনার ইংরেজী ভাষার সঠিক প্রোনাংসিয়েশন শিখতে পারবেন।
-সমাপ্ত
এতক্ষন ধর্য্য সহকারে থাকার জন্য ধণ্যবাদ।আমার সকল কষ্ট স্বার্থক হবে যদি আপনি এর মাধ্যমে সামন্যতম উপকৃত হন তবে।যেকোন সমস্যা/পরমর্শের জন্য আমাকে ম্যাসেজ করতে পারেন।
Facebook-ফেইসবুকে আমি
😀 Take care. Have a good day friends.
আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D
password ta vul bole correct password den