সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন। আমি ও ভালো আছি। অনেকদিনপর একটি টিউন করতে বললাম। আজকে আমার টিউনটি শুধু মাত্র শিক্ষার্থী ও ছাত্রছাত্রী ভাইবোনদের জন্য।
টিউনটি করার আগেই বলতে চায় যদি আপনার টিউনটি ভালো না লাগে তাহলে দয়া করে খারাপ টিউনমেন্ট করবেন না।
আর এডমিন ভাইদের বলছি যে, ভাই টিউনটি যদি ভালো না হয় তাহলে পেন্ডিং করেন না বা টিউনারশীপ বাতিল করেন না। আজকে শিক্ষা নিয়ে আলোচনা করবো।
টেকটিউনস প্রিয় শিক্ষার্থী ও ছাত্রছাত্রী ভাইবোনেরা সবাইকে আমার সালাম। আজকে আমি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করবো। বিশ্বের বিভিন্ন দেশ আমাদের দেশের চেয়ে েএগিয়ে আছে। লেখাপড়াই তো বটেই। আপনারা অনেকই হয়তো বা জানেন না বিদেশের বিভিন্ন দেশে পড়ালেখা ইন্টারনেটে এর মাধ্যমে হচ্ছে। কি অবার হয়ে গেলন তাই না। কথাটি কিন্তু আসলেই সত্যে। বিদেশে শিক্ষার্থীরা আনলাইন এ পড়ালেখা করে। আপনারা মাথায় এখন প্রশ্ন কি ধরনের পড়ালেখা করে তারা। তাই না? উত্তর দিচ্ছি। আসলে তারা তাদের স্কুলের বই এর পড়া করে।
মনে করেন আপনি একটা Question এর সমাধান করতে পারছেন না। তখন সে ইন্টারনেটে এক নিদিস্ট ওয়েব সাইট এ তার সমস্যার কথাটি লেখে। যদি কেউ ওই সমস্যাটি সম্পর্কে জেনে থাকে তাহলে সে সেই সমস্যাটির পুরো ব্যাখ্যা দেয়। এর মাধ্যমে সে সমাধান পাই। আর যদি ও কোনো সময় দেখে কেউ কোনো সমস্যায় পড়ছে তা ও পারে তখন সে ওটার ব্যাখ্যা ইত্যাদি দিয়ে দেয় যাতে আরেক জন্য বোঝে। আর এছাড়াও তারা তাদের পরীক্ষা ইত্যাদি নিয়ে কথা বলে যা শিক্ষা মুলক।
এভাবে তারা আমাদের থেকে পড়ালেখায় এগিয়ে থাকে আর এর মাধ্যমে তাদের কোনো টিচার,গাইড কেনার প্রয়োজন হয় না কারণ যা সমস্যা হয় তার সমাধান তো ইন্টারনেট্ ই দিয়ে দেয় তাই ওরা কেউ টিচার বাড়ি রাখে না।
আমরা যদি চেষ্টা করি তাহলে ওদের মতো করতে পারি। আমি ভাবছি শিক্ষা নিয়ে একটা সাইট করার যেখানে আপনি আপনার লেখা পড়া সম্পর্কে তথ্য পাবেন। বিদেশীদের মতো। আর সাহায্য নিতে পারবেন এবং সাহায্য করতে পারবেন। আর এইসব করার জন্য আপনাদের সাহায্য একান্ত কাম্য। যদি আপনারা সাহায্য করতে চান তাহলে আমাদের গ্রুপ এ যুক্ত হোন।
সবাই ভালো থাকবেন।
আমি আশা করি আপনারা আমাকে সাহায্য ও সহযোগিতা করবেন। কিন্তু আমি আবার ও বলছি দয়া করে কেউ খারাপ টিউনমেন্ট করবেন না যদি লেখায় ভুল থাকে তাহলে সেইগুলো আমাকে বলবেন। আর পৃথিবীর সব মানুষ এরই-কিছু না কিছু ভুল হয়ে থাকে। আমি ও তো মানুষ যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।
আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...
ভালো টিউন