কিভাবে সংগ্রহ করবেন আপনাদের HSC Result 2015 (এইচএসসি ২০১৫) এর ফলাফল – বিস্তারিত দেখুন

২০১৫ সালের এইচ এস সি (HSC) ও সমমানের পরীক্ষার ফল আগামি 9-ই আগস্ট, 2015 তে প্রকাশিত হবে। গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফলাফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। তাছাড়া আপনারা চাইলে অনলাইনে আপনাদের এইচ এস সি পরীক্ষা ২০১৫ এর ফলাফল চেক করতে পারেন। অনলাইনে ফলাফল চেক করতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে।

এখান থেকে আপনার এইচ এস সি পরীক্ষা ২০১৫ এর ফলাফল পেতে করতে পারেনঃ

কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ

[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd

উদাহরণসরূপঃ ঢাকা বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি ১২৪৩৫৭ হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে [email protected] এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ ১২৪৩৫৭।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

১) প্রথমে এখানে ক্লিক করুন

২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন

৩) ই-মেইল Open হবে

৪) Inbox এ ক্লিক করুন

৫) Inbox Open হবে

৬) Subject এর উপর ক্লিক করুন

৭) Mail Open হবে

৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে।

আর Roll wise HSC Result 2015 পেতে হলে এখানে ক্লিক করুন

 

মোবাইলের মাধ্যমে HSC Result 2015 পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ

►যে কোন মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফলাফলঃ

Type in your mobile phone massage option – HSC Space [First 3 letters of your Education board] Space [Roll no] Space [Passing year] and send to 16222.

অর্থাৎ
Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য HSC ও মাদ্রাসা বোর্ডের জন্য ALIM লিখে <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> রোল নম্বর <Space> পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
যেমন/ Example:

ঢাকা সহ সকল বোর্ডের ফলাফলের জন্যঃ

HSC (স্পেস) first 3 latter of your board name (স্পেস)Roll No (স্পেস) Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

Example:1
► HSC <স্পেস> first 3 letter of your board name<স্পেস> Roll No <স্পেস> Passing year
পাঠিয়ে দিন 16222 নাম্বারে.
►►HSC<Space>DHA<Space>123456<Space>2015 send to 16222
►►► HSC DHA 123456 2015

and send to 16222 .

মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ

ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

►►► ALIM MAD 123456 2013

and send it to 16222

টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ

HSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

►►► HSC TECH 123456 2013

and send it to 16222

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ

Reg (স্পেস) HSC (স্পেস) first 3 latter of your Board Name (স্পেস)your Roll Number 2012

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

নিচে সকল বোর্ডের কী ওয়ার্ড দেয়া হল
►DHA = Dhaka Board
►COM = Comilla Board
►RAJ = Rajshahi Board
►JES = Jessore Board
►CHI= Chittagong Board
►BAR = Barisal Board
►SYL = Sylhet Board
►MAD = Madrasah Board
►DIN = Dinajpur Board

আশা করি আমার এই টিউনটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।

ফেসবুক থেকে রেজাল্ট পেতেঃ EDUCATIONBOARDRESULTS

Level 2

আমি মুহাম্মাদ ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় ভাইয়ারা, আমি \\\"falshgames\\\"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা সময় পেলে অবশ্যই আমার http://infozone24.com সাইটে একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HSC RESULT কিভাবে পাবেন ভিডিও দেখে নিন এই লিংক থেকে
http://www.arovideo.com/video/13002/hsc-result-2015-online-bangladesh/

►HSC Result 2015 পেতে এই Apps টি Download করুন এখনি http://wp.me/p5GTWl-w3

►HSC Result 2015 পেতে এই Apps টি Download করুন এখনি http://wp.me/p5GTWl-w3

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। গতবারের চেয়ে এবার গড় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।
আজ রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী। সারা দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বেলা দুইটায়। আগের মতো শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোনেও ফলাফল জানা যাবে।

২০১৬ সালে এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট দেখুন: http://bdresults24.com/hsc-result-education-board-result/
এই বছর (hsc result) রেজাল্ট প্রকাশ হচ্ছে ১৮ই আগষ্ট।
সকল ছাত্র-ছাত্রী সহজেই অনলাইনে দেখতে পারবে।
ধন্যবাদ।