২৩ হাজার তরুন-তরুনী পাবে আইটি প্রশিক্ষণ। আজ থেকে নিবন্ধন শুরু।

কেমন আছেন টেকটিউনসের সকল বন্ধু গণ। আমি আশা করছি আপনারা সকলে ভাল আছেন। আর আপনারা সকলে ভাল থাকুন এই মহতি কামনা দিয়ে আমার আজকের লেখা শুরু করলাম। তরুনদের জয় হবে এক দিন শলো গানকে কেন্দ্র করে আজ তরুন প্রজন্ম অনেক দুর পর্যন্ত অগ্রসর হয়েছে। তাই তারই ধারা বাহিকতায় বেসিস আইটি থাত কে আরো শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশে ২৩ হাজার তরুন-তরুনীকে আইটি প্রশিক্ষণ দিবেন। বন্ধুরা আপনারা কিভাবে এই আইটি প্রশিক্ষণ গ্রহন করবেন সে সম্পর্কে নিচে বিস্তারিত কেমন। তো শুরু করা যাক।

এই প্রকল্পে মেয়াদ হচ্ছে ৩ বছর। কিন্তু প্রথম বছর সারা বাংলাদের হতে ৫ হাজার তরুন-তরুনীকে আইটি প্রশিক্ষণ দেওয়া হবে।  আর এই তরুন-তরুনীদের প্রশিক্ষণ দেবেন বিআইটিএম।

 

প্রশিক্ষণের বিষয় সমূহঃ ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপলিকেশন, ওয়েব অ্যাপলিকেশ ডেভলমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্যাকটিক্যাল এইও ও অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।

প্রশিক্ষনে মেয়াদঃ ২-৩ মাস।

শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক, অথবা ডিপ্লোমা ইন্জিনিয়ারিং সম্পূর্ণ করা শিক্ষার্খীরা আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ বেসিস ইনিস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) বিডিবিএল ভবন ১২ কাওরান বাজার ঢাকা। ফোনঃ ০৯৬১২৩২২৭৪৭ ইমেইলঃ [email protected]

অফিসিয়াল ওয়েব সাইট লিংক http://www.bitm.org.bd/seip আর অনলাইন রেজিষ্ট্রেশন লিংক http://www.bitm.org.bd/seip/registration

তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ্য থাকুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।

 

আর সময় পেলে আমার ব্লগ সাইট হতে ঘুরে আসতে পাবেন।

 

Level 2

আমি মোঃ আনোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন খুদে লেখক। কেননা প্রযুক্তির সাথে দীর্ঘ সময় ধরে থাকার কারণ থেকে আমার লেখা। তবে সর্বদা নতুন জানার আগ্রহ থাকে। তাই আমি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানি এবং আপনাদের সাথে তা শেয়ার করি। আমি আশা করি আপনাদের জন্য আমি মানসম্মত টিউন উপহার দিতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি ফ্রি ?

ট্রেনিং কি শুধু ঢাকাতেই হবে,নাকি জেলা পর্যায়ে ও হবে? এটা কি ফ্রি নাকি?;-) না হলে কোনটার কোর্স ফি কতো সেটা জানতে চাই।

ভাই পেইজ তো ওপেন হয়না,রেজিস্ট্রেসন করবো কি ভাবে

আপনাকে ধন্যবাদ ভাই ইনফরমেশন টা দেওয়ার জন্য ………… এটা কি শুধু ঢাকাতেই হবে না জেলা পর্যায়ে হবে দয়া করে বলবেন …।।

আমি এবার স্নাকত্তার পরিক্ষা দেব এটা কবে শুরু হবে বিস্তারিত বললে ভাল হত।

ভাই ডিপ্লোমা ইন্জিনিয়ারদের জন্য যে রেজিস্টেশন ফিল্ড নেই।শুধু SSC,HSC,স্নাতক দারি জন্য আছে ।HSC ফিল্ডগুলো তে কি ডিপ্লোমাধারিরা তাদের ডাটা পূরণ করবে???

Vul info den keno!!!! graduation running ase emon je kao registration korte parbe

Thank you soo much… 🙂

পরবর্তী টিউনের অপেক্ষায়