টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আপনারা অনেকে যারা উৎসাহী হয়ে বিভিন্ন ফোরাম বা ব্লগে ঢু মারেন তারা অনেকসময়ই এমন সব শব্দ শুনে থাকেন যেগুলোর অনেকটাই আপনার অজানা। এমন সব শব্দের উৎপত্তি এই ইন্টারনেট থেকেই আর এগুলো বিভিন্ন স্থানে খুব সচারআচার ইউজ হয়ে থাকে। আজ আমি এমন কিছূ শব্দ নিয়ে আলোচনা করব যেটা অনলাইনে বেশ জনপ্রিয়।
এই টাইপের শব্দগুলোর অনেকই বিভিন্ন গেমারদের থেকে উৎপত্তি হয়েছে বিশেষ করে যারা বিভিন্ন মাল্টিপ্লেয়ার গেম খেলে থাকেন। তাদের সবসময়ই শর্টকাট শব্দের প্রয়োজন হয়ে থাকে অপর কে কিছু বোঝানোর জন্য। আজ আমরা ৪০ টারও বেশী এই টাইপের শব্দের অর্থ নিয়ে আলোচনা করব।
অনেকে আছেন যারা বিভিন্ন বিরক্তিকর কথাবার্তা বলে অন্যদেরকে বিরক্তকর একটা পরিস্থিতির ভেতর ফেলাতে চান। এরাই মূলত ট্রল নামে পরিচিত। ট্রল এর অন্য একটা মিনিং জোকার ও হতে পারে যদি কেউ এই জাতীয় শব্দ অন্যদের মজা দেবার জন্য বলে থাকেন।
এরা হল এমন টাইপের লোকজন যারা ট্রল থেকে মজা নেয় বা এটা উপোভোগ করে। এরা ট্রলে অংশ নাও নিতে পারে।
Kthxbai এর ফুল মিনিং হল okay, thank you, bye । এটা এমন সময় ইউজ হয় যখন কেউ কোন বিষয়ের সাথে জড়াতে চান না। এটা এমন ও মিন করে যে যা হচ্ছে হোক, তাতে আমার কী।
AFKএর ফুল মিনিং Away From Keyboard । এটা মিন করে যে, ইউজার অন্যদের বোঝাতে চাইছেন যে তিনি দূরে আছেন।
Imba মূলত মিন করে imbalanced । ‘এটা সাধারণত কোন গেমের অত্যান্ত পাওয়ারফুল কোন বিষয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা রিয়েল লাইফেও কোন অস্বাভাবিক কোন কিছু বোঝাতে ইউজ করা হয়।
Leet বলতে সাধারণত বোঝায় কোন বিষয়ে অত্যান্ত জ্ঞান রাখে বা দক্ষ এমন কাউকে। যেমন আপনি একজন লিট গেমার বলতে বোঝায় আপনি বেশ ভাল মাপের একজন গেমার। লিট কে অনেকসময় 1337 দ্বারাও বলা হয় যেখানে সংখ্যা গুলো লেটারকে প্রকাশ করে।
GG শব্দটার মেইন মিনিং হল Good Game । কোন গেম এ GG টাইপ করে কেউ প্রকাশ করে যে তার এগেম জেতার কোন সম্ভাবনা নেই। অন্যদিকে অনেকে ওভার কনফিডেন্ট থাকে যে সে গেম জিতবেই, সেক্ষেত্রেও সে GG লিখতে পারে অথবা GGGGGGGGGG এই টাইপের কিছু লিখতে পারে যে সে অত্যান্ত বেশী কনফিডেন্ট।
Taunt শব্দটা কাউকে ছোট করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এটা মাইন্ড গেম এর ক্ষেত্রে বেশী ইউজ হয় প্রতিপক্ষকে রাগিয়ে দেবার জন্য।
Get on my level
এটা দ্বারা বোঝায় যে আপনি আপনার প্রতিপক্ষকে বলছেন যে আগে আমার লেভেলে উঠ, তারপর লড়াই করতে এস। এটা আপনার প্রতিপক্ষকে টন্ট করার ভেতরই পড়ে।
BM শব্দটার ফুল মিনিং হল BAD MANNER। এটা এমন কাউকে বলা হয় যে কোনকিছুতে রেগে গিয়ে সব কিছুর মধ্যেই অসংযুক্ত কথাবার্তা বলে পরিবেশ খারাপ করতে চায়।
RL এর ফুল মিনিং হল Real Life । এটা অনলাইনের বাইরে কোনকিছু নির্দেশ করে। যেমন একটা উদাহরণ হতে পারে : “I sold it to my RL friend”
এটা এমন কিছু বোঝায় যেটা ছিল অসাম বা অত্যান্ত ভাল কিছু। এটা awesome এর একটা সমার্থক শব্দও।
কোনকিছু করতে গিয়ে সেটা সেটাতে নিজের ক্ষতি হয়ে যাওয়া এমন পরিস্থিতি বোঝাতে BURN শব্দটা ইউজ করা হয়। যেমন স্কুলের ছেলেমেয়েরা বলে থাকে “আউচ”।
এই শব্দটা মূলত এমন কোনকিছু বোঝায় যেটা খুবই কঠিন বা যেটা পাওয়া খুবই কষ্টকর। যেমন ধরুন “৫০০০ টাকা দিয়ে একটা কীবোর্ড কেনা HARDCORE”
এটা NEWBYE শব্দ থেকে উৎপন্ন হয়েছে। গেমে সাধারণত যারা নতুন থাকে তাদেরকে NOOB বলা হয়। এটা গেমের বাইরেই বহুল প্রচলিত।
সপ্তাহশেষে কোন জিনিস ঘটেছে বোঝাতে এই শব্দটা ইউজ করা হয়। যেমন এটার একটা উদাহরণ : “That new graphic card is a nerfed but cheaper version of an older model”
এটা হল nerfed এর বিপরীত অর্থবোধক একটা শব্দ।
এটা হল KILL এর একটা সমার্থক শব্দ। এটার আরেকটা অর্থ হল কাউকে বা কোনকিছুকে ছাড়িয়ে যাওয়া।
WP এর অর্থ হল Well Played । এটা দ্বারা বোঝায় যে কোনকিছু দ্বারা আপনি ইম্প্রেসড।
এই কথাটার আসল অর্থ হল Super Slow। এটা একটা সঠিক ইংলিশ ওয়ার্ড। কিন্তু ইউজাররা এটা অনেক ভিন্ন অর্থে ইউজ করে থাকেন।
TL;DR শব্দটির বোঝায় যে অনর্থক কোনকিছু না বলে কোন কথার সারসংক্ষেপ সহজে কাউকে বলতে অনুরোধ করা।
IKR ফুল মিনিং হল I Know Right ?
এই শব্দটার ফুল মিনিং হল I Don’t Know । গেমাররা শব্দ সংক্ষেপ করে সময় বাচানোর জন্য এই ওয়ার্ড টা ইউজ করেন।
GLHF এর ফুল মিনিং হল Good Luck, Have Fun । এটা এমন কোন সময় ইউজ হয় যখন আপনি কোন ঘটনার সাথে জড়াতে না চান, তখন আপনি অন্যদের উদ্যেশ্যে এই শব্দটা বলতে পারেন।
RQ এর ফুল মিনিং হল Rage Quit । এটা মূলত যখন একজন গেমার কোন মাল্টিপ্লেয়ার গেম ছেড়ে চলে যান তখন বলে থাকেন।
এই শব্দটা যখন একজন মানুষ অতিরিক্ত রেগে গিয়ে উল্টাপাল্টা টিউমেন্ট করা শারা করেন তখন বলা হয়।
Jelly শব্দটা মূলত jealous এর সংক্ষেপ রূপ হিসেবে ইউজ করা হয়। এটার মিনিংও একই।
UBER হল SUPER অথবা Very এর রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা হয়।
Srs Bsns শব্দটা Serious business এর একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে লেখা হয়ে থাকে। আর এটা এমন কারোও ক্ষেত্রে ইউজ করা হয় যে কোন কাজে শীর্ষ স্থানে রয়েছে।
আশা করি এটার অর্থ আপনারা সবাইই জানেন। আর না জেনে থাকলে সেটা আপনারই ব্যার্থতা। এটার ফুল মিনিং হল Laughing Out Loud ।
এটা LOL এর একটা সমার্থক শব্দ এবং এটার ফুল মিনিং হল Rolling On Floor Laughing ।
LMAO হল LOL এর আরেকটা সমার্থক শব্দ এবং এটার ফুল মিনিং হল Laughing My Ass Off ।
TTYL শব্দটা Talk To You Later এর একটা সংক্ষিপ্ত রূপ। এটার আরেকটি সমার্থক শব্দ হল Bye।
BRB এর ফুল মিনিং হল Be Right Back । এটাও bye এর একটা প্রতিশব্দ হিসেবে ইউজ করা হয়।
BBL হল BRB এর একটা অন্যরূপ বা সমার্থক শব্দ। এটার ফুল মিনিং হল Be Back Later।
IIRC এর ফুল মিনিং হল If I Remember Correctly । এটা বেশ পপুলার একটা ওয়ার্ড।
‘IIRC এর সেম মিনিং করে। এটার ফুল মিনিং হল : If I’m Not Mistaken ।
IMHO এর মিনিং করলে দাড়ায় In My Humble Opinion । এটা অনেকসময় IMO আকারেও লেখা হয় Humble শব্দটাকে বাদ দিয়ে।
এই শব্দটা সাধারণত গুড বাই এর আগে বলা হয়। এটার অর্থ হল Got To Go।
IDC শব্দটা I Don’t Care শব্দকে মিন করে। এটা আপনি যখন কাউকে বলবেন তখন বোঝায় যে ওই ব্যাপারে আপনার কোন মাথাব্যাথাই নেই।
AFAIK শব্দটা মিন করে As Far As I Know । তারমানে এই পর্যন্তই আমি জানি। এর বাইরে কিছু থাকলে সেটা আমি জানি না।
BTW এর ফুল মিনিং হল By The Way ।
এটা ইন্টারনেটে বহুল ব্যাবহৃত একটা শব্দ যার ফুল মিনিং হল To Be Honest ।
নীচে ইন্টারনেটের বিভিন্ন আলোচিত শব্দে অর্থের একটা শর্ট টেবিল দেওয়া হল :
Term / Abbreviation | Description |
Troll | A hater or a joker |
Trollolol | Troll + LOL |
kthxbai | Okay, thank you, bye |
AFK | Away From Keyboard |
Imba | Imbalanced |
Leet | To be pro or very good at something |
GG | Good Game |
Taunt | To provoke or anger someone |
Get on my level | Asking someone to better their skills to match yours. A taunt. |
BM | Bad Manner |
RL | Real Life |
Epic | Something or an action that is awesome or cool |
BURN! | Something that backfires on them is a burn |
Hardcore | Insanely difficult or extreme and is difficult to achieve |
Noob | Someone who is new to something |
Nerfed | Something described as weakened |
Buffed | Something described as strengthened |
Pwned | To outperform something or someone |
WP | Well Played |
Lag | Something that is super slow |
TL;DR | Too Long; Didn’t Read |
IKR | I Know Right? |
IDK | I Don’t Know |
GLHF | Good Luck, Have Fun |
RQ | Rage Quit |
You Mad? | To further troll/anger people |
Jelly | Jealous |
Uber | ‘super’ or very |
Srs Bsns | Serious Business |
LOL | Laughing Out Loud |
ROFL | Rolling On Floor Laughing |
LMAO | Laughing My Ass Off |
TTYL | Talk To You Later |
BRB | Be Right Back |
BBL | Be Back Later |
IIRC | If I Remember Correctly |
IINM | If I’m Not Mistaken |
IMHO | In My Humble Opinion |
GTG | Got To Go |
IDC | I Don’t Care |
AFAIK | As Far As I Know |
BTW | By The Way |
TBH | To Be Honest |
এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক শব্দ ইউজ করতাম অনেক স্থানেই, কিন্তু সেগুলোর স্পষ্ট অর্থ আমরা জানতাম না। আশা করি আজ আপনারা অনেক ইন্টানেটে ব্যাবহৃত শব্দের সঠিক অর্থ জানতে পেরেছেন। আর গুগলে সার্চ করলে এমন অনেক শব্দের ব্যাখ্যা আপনি পেয়েও যাবেন।
আজ এই পর্যন্তই। কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
ধন্যবাদ ।