অ্যাপল কোম্পানিতে চাকরী করলে আপনার বেতন যতো হতো!! (অন্য রকম মেগা টিউন)

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি প্রযুক্তির অলিগলি ঘুরতে ঘুরতে টেকটিউনসে খুব খোশ মেজাজেই আছেন।

প্রযুক্তি এমন একটি জিনিস যেটা একবার কারও নেশায় পরিণত হলে এটা থেকে বের হওয়া মুশকিল। কোন অটোসাজেশন তাঁর জন্য কাজ করবে কিনা সন্দেহ। যাইহোক আমি আপনাদের প্রযুক্তি প্রিয় মনটাকে আরও একটু রাঙাতে চলে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের টপিকস অ্যাপেল। থিংক ডিফ্রেন্টের জনক স্টিভ জবস যেটা গড়েছেন, আর প্রযুক্তি জগতে আমার সব থেকে ভালো লাগা পুরুষ। যার একটি কথায় আমাকে জীবনকে বুঝতে শিখেয়েছে। তাইতো বার বার তাঁর ভেতরের তথ্য আপনাদের জন্য আমি নিয়ে আসি আপনাদের প্রযুক্তি মনকে আরও একটু রাঙাতে।  😆

অ্যাপেল বিশ্বের প্রযুক্তি জগতে বিশাল অংশ জুড়ে আছে। প্রযুক্তির এমন কোন পণ্য নেই যেখানে অ্যাপেল তাঁর রাজকীয় ভাব রাখেনি। সেই অ্যাপেল কোম্পানিতে কাজ করলে আপনার বেতন কেমন হতো জানতে ইচ্ছা করে কিনা। অনেক ঘাটাঘাটি করেছি এটা জানতে। শেষবেশ প্রযুক্তিগুরু মেহেদী ভাই কাজটাকে আরও একটু সহজ করে দিলেন। প্রযুক্তির পিপাষা আমার মিটেছে, কিন্তু আপনাদের না মেটাতে পারলে মনে শান্তি পাচ্ছি না। আসুন তাহলে জানতে শুরু করি প্রযুক্তি জগতের গুরুর আসনে থাকা অ্যাপেলের কোম্পানির জব হোল্ডারদের বেতন সম্পর্কে।  👿

অ্যাপেল কোম্পানিতে চাকরী করলে আপনার বেতন যতো হতোঃ

অ্যাপেলে যারা চাকরী করে তারা প্রযুক্তি জগতের একটু উচ্চ আসন নিয়ে আছেন বৈকি। কিন্তু আমি অধম বলে উত্তম হইবো না কেন। ঠিক এই কথায় আমাদের প্রযুক্তিপ্রেমীদের মাঝে বলতে চাই। আর জানাতে চাই আমরা প্রযুক্তিতে পিছিয়ে বলে টেকটিউনসের পাঠকরা অ্যাপেলের মতো কোম্পানিতে চাকরী করবো না কেন। আসুন চাকরী স্বপ্নে না ভেসে আগে একটু জেনে আসি কিসে কি করে এই প্রযুক্তি গুরুরা।  😈

২২) ম্যাক জিনিয়াস - Mac Genius

অ্যাপেল স্টোরে যারা গুরুত্বপূর্ণ আসন দখল করে আছেন তারাই ম্যাক জিনিয়াস। যদিও অ্যাপেল থেকে খুব ভালো কদর তারা পাই না, তবে অ্যাপেল স্টোরের শপিং অভিজ্ঞতা বদলাতে তারাই রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন।

বেতনঃ ৪৪,০৭০ ডলার বা প্রায় ৩৫ লাখ টাকা। (সকল টাকার হিসাব বাৎসরিক)

২১) লিড ম্যাক জিনিয়াস - Lead Mac Genius

সহজ ভাষায় ম্যাক জিনিয়াসদের নিয়ন্ত্রণ কর্তা অনেকটা। অর্থাৎ অ্যাপেল স্টোরেই তাদেরকে খুঁজে পাওয়া যাবে। তবে বেতন ম্যাক জিনিসদের ডাবল প্রায়।

বেতনঃ ৫৫,৬২৬ ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা।

২০) সহকারী অ্যাপেল স্টোর ম্যানেজার - Assistant Apple Store manager

অ্যাপেল স্টোর চালাতে যারা বেশি ভূমিকা রাখেন তারাই সহকারী অ্যাপেল স্টোর ম্যানেজার।

বেতনঃ ৫৬০৪৬ ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা।

১৯) একাউন্ট এক্সিকিউটিভ - Account executive

বিজনেস টু বিজনেস (B2B) সম্পর্ক ম্যানেজ করা এবং তা মেইনটেইনের কাজ করেন একজন একাউন্ট এক্সিকিউটিভ। অ্যাপেলের হার্ডওয়্যার এবং বিজ্ঞাপনদাতাদের ম্যানেজ করায় তাদের কাজ।

বেতনঃ ৮২,৪৭৯ ডলার বা ৬৫ লাখ টাকা।

১৮) স্টোর ম্যানেজার - Store Manager

অ্যাপেল স্টোরগুলোর নিয়ন্ত্রণ কর্তা তারা। যদিও তাদেরকে কাস্টোমাররা দেখেন না। তবে তারাই অ্যাপেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বেতনঃ ৮৫,২৫৭ ডলার বা ৫২ লাখ টাকা প্রায়।

১৭) বিজনেস এনালিস্ট - Business analyst

সমগ্র অ্যাপেল বিজনেস কীভাবে চলছে তাঁর দেখ-ভালের দায়িত্ব বিজনেস এনালিস্টদের।

বেতনঃ ৯২,১৬৯ ডলার বা ৭৩ লাখ টাকা।

১৬) ফিন্যান্সিয়াল এনালিস্ট - Financial analyst

অ্যাপেল কোম্পানির ফিন্যান্স বিষয়ক বড় একটি টিম কাজ করে। যারা টোটাল অর্থ সম্বন্ধীয় বিষয় দেখা শুনা করে তারাই ফিন্যান্সিয়াল এনালিস্ট।

বেতনঃ ৯৪,৭৯৯ ডলার বা ৭৫ লাখ টাকা।

১৫) সফটওয়্যারের গুনগত মান নির্ধারক ইঞ্জিনিয়ার - Software quality assurance engineer

সফটওয়্যার ভালোভাবে কাজ করবে কিনা বা কাস্টোমাররা এটাকে কীভাবে নিবে এসব নির্ধারণ করার দায়িত্ব এই ইঞ্জিনিয়ারদের।

বেতনঃ ৯৯,৬৫০ ডলার ৭৯ লাখ টাকা।

১৪) সিস্টেম ইঞ্জিনিয়ার - Systems engineer

অ্যাপেল হোলসেলারদের সাথে বোঝাপড়া ভালো রাখার জন্য এই পদের সৃষ্টি। ভালোভাবে পণ্য পাচ্ছে কিনা বা সব ঠিক আছে কিনা এসব দেখার দায়িত্ব এদের।

বেতনঃ ১০৪,২৩১ ডলার ৮৩ লাখ টাকা।

১৩) প্রোজেক্ট ম্যানেজার - Project manager

ছোট বড় সকল কোম্পানি প্রোজেক্ট সময় মতো সম্পন্ন হয়েছে কিনা বা সেসব জাস্টিফাই করা প্রোজেক্ট ম্যানেজার করে থাকেন। শৃঙ্খলভাবে কোম্পানির কাজে সাহায্য করা তাদের কাজ।

বেতনঃ ১০৭,৬৩১ ডলার ৮৬ লাখ টাকা।

১২) ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার - Firmware engineer

অ্যাপেলের সকল সফটওয়্যার তাঁর হার্ডওয়্যারের সাথে ভালোভাবে কাজ করছে কিনা দেখায় ফার্মওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। খুব জটিল এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ এখানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার ২টাই এক সাথে মেইনটেইন করতে হয়।

বেতনঃ ১৩৩,১৫৫ ডলার বা ১ কোটি টাকা।

১১) টেস্ট ইঞ্জিনিয়ার - Test engineer

অ্যাপেলের প্রোডাক্ট মান নতুন পণ্য সব অনুসরণ করছে কিনা পরীক্ষা করার জন্য এই প্রসেস নেওয়া হয়। এই ইঞ্জিনিয়াররা অ্যাপেলের সকল পণ্য সব দিক থেকে অ্যাপেলের মান বজায় রাখছে এবং ভালোভাবে কাজ করছে কিনা দেখার প্রজেক্ট নিয়ন্ত্রণ করেন।

বেতন; ১১৩,৯১৬ ডলার বা ৯১ লাখ টাকা।

১০) সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার - Senior systems engineer

অ্যাপেলে খুব সম্ভবত এটাই সব থেকে কম বেতনের সিনিয়র পদ। যদিও একজন রিটেইল ইমপ্লয়ি থেকে ২ গুন বেশি বেতন পান একজন  সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার।

বেতনঃ ১১৭,২৩৭ ডলার বা ৯৩ লাখ টাকা।

৯) হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার - Hardware engineer

অ্যাপেলের টোটাল হার্ডওয়্যার দেখাশুনার দায়িত্ব তাঁর।

বেতনঃ ১১৮,৭৩৯ ডলার বা ৯৪ লাখ টাকা।

৮) সফটওয়্যার ইঞ্জিনিয়ার - Software engineer

অ্যাপেলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাপেল অ্যাপ এবং অপারেটিং সিস্টেমের ব্রেন হিসাবে কাজ করে। বড় দায়িত্ব তাদের পালন করতে হয়। গুগলের সফটওয়্যারে ইঞ্জিনিয়ার থেকেও তারা একটু বেশিই ইনকাম করেন।

বেতনঃ ১২৫,৩২২ ডলার বা ১ কোটি টাকা।

৭) ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর - Database administrator

কয়েক টন ডাটা অ্যাপেলকে বহন করতে হয়। অ্যাপেল স্টোর, অ্যাপ এবং অন্য সোর্স থেকে অনেক ডাটা তাদের বের করতে হয়। আর এই ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সকল ডাটাবেজ তথ্য যেন অফলাইনে না যায় তাঁর দেখাশুনা করেন।

বেতনঃ ১২২,৬৬৯ ডলার বা ৯৮ লাখ টাকা।

৬) প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার - Product design engineer

অ্যাপেলে ডিজাইন সেক্টর বেশ দামী। ডিজাইন ছাড়া অ্যাপেলের নিত্য নতুন চিন্তা ধারা কে এগিয়ে নিয়ে যাবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকেও এই সেক্টরে জব হোল্ডারের বেতন মোটামুটি ভালোই।

বেতনঃ ১২৫৯৮৩ ডলার বা ১ কোটি টাকা।

৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার - Mechanical engineer

অ্যাপেলের প্রোডাক্টের টেকনিক্যাল প্রব্লেম সল্যুশনের জন্যই মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রোডাক্ট বেশি গরম হলে বা অন্য কোন সমস্যা ডিল করার মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ। পরবর্তীতেও যেন টেকনিক্যাল সমস্যা না থাকে সেজন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের দায়িত্ব মোটামুটি খারাপ না।

বেতনঃ ১২৭,৪৬৪ ডলার বা ১ কোটি টাকা।

৪) প্রোডাক্ট ম্যানেজার - Product manager

অ্যাপেলের কোয়ালিটি মেনে সকল প্রডাক্ট বের হচ্ছে কিনা তা দেখা শুনার কাজ এই প্রোডাক্ট ম্যানেজারই করেন। প্রোডাক্ট ম্যানেজারকে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডিজাইন এবং মার্কেটিং সব দিকই দেখতে হয়।

বেতনঃ ১৩১,১০৮ ডলার বা ১ কোটি টাকা।

৩) সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার - Senior software engineer

ম্যাপস এবং অ্যাপেল অপারেটিং সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যদিও সিনিয়র হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার থেকেও একটু কম বেতন পান তিনি।

বেতনঃ ১৪০,৮৩২ ডলার বা ১ কোটি ১২ লাখ টাকা।

২) সিনিয়র হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার - Senior hardware engineer

অ্যাপেলের হার্ডওয়্যার নিয়ে সকল বিষয় সামলান সিনিয়র হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। অনেক অভিজ্ঞ হতে হতে এই টিউনে কেউ সুযোগ পান।

বেতনঃ ১৫০,১০৫ ডলার বা ১ কোটি ২০ লাখ টাকা।

১) ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার - Industrial designer

স্টিভ জবস সব সময়ই বলতেন অ্যাপেল তাঁর সুনাম ধরে রাখছে তাদের ক্রিয়েটিভ ডিজাইন এবং প্রযুক্তির নতুন আকার দেওয়ার জন্য। আসলে প্রযুক্তিতে মানুষকে টানার বড় দায়িত্ব পালন করেন এই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার। নতুন পণ্য কীভাবে আসলে কাস্টোমার বেশি আকৃষ্ট হবে সেটা এই ট্যালেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনাররাই বের করেন।

বেতনঃ ১৭৪,১৪০ ডলার বা ১ কোটি ৩৯ লাখ টাকা।

সকল বেতন বাৎসরিক হিসাবে করা, টাকার হিসাবে ৮০ টাকায় ১ ডলার ধরা। টাকার হিসাবে একটু কম - বেশি হতে পারে। 

কি অ্যাপেল কোম্পানির সব জব টিউনতো আপনাদের সামনে  উঠিয়ে ধরলাম এবং বাংলা ভাষায় এটাই প্রথম সম্পূর্ণ অ্যাপেল জব রিভিউ। আপনাদের ভালো লাগলেই আমি সার্থক।

আর ছোট্ট একটা IQ প্রশ্ন করে যাচ্ছি আপনারা যারা টিউনটি পড়ছেন, আপনি অ্যাপেলে কাজ করার সুযোগ পেলে উপরের কোন জব টিউন আপনি চাইতেন নিজেকে সম্পূর্ণ মেলে ধরার জন্য?? টিউমেন্ট অপশনে আপনার বহিঃপ্রকাশ করুন!!

ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য টিউনে।  🙄

রমজান মোবারক!!

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

vai onek kichu janlam…..thank u for ur nice tune

খুব সুন্দর টিউন,ভালো লাগলো পড়ে৷
অ:ট; আই টি সরদার ভাই,যদি কিছু মনে না করেন,একটা কথা জিজ্ঞাসা করতাম:
আপনার ওয়েবসাইট টা তৈরি করতে সর্বমোট কত খরচ হয়েছে!! আর ডোমেইন হোস্টিং কোথা থেকে নিয়েছেন!!

    অনেক ধন্যবাদ শরিফুল ভাই!! আর পার্সোনাল আলাপ আমাদের ফেসবুক বা মেইলে করলে ভালো দেখাবে। কি বলেন? 🙂

      তাও কথা মন্দ না,আপনার কথাই ঠিক;
      এই নিন আমার ইমেইল এড্রেস:
      [email protected]
      দয়া করে একটু জানাবেন ভাই!!
      আপনাকে অসংখ্য ধন্যবাদ সরদার ভাই,আমি নতুন তারপরেও আমি আপনার লেখার একজন ভক্ত এবং নিয়মিত পাঠক ছিলাম,এখনো আছি!!

জানতে চাই –
১.অ্যাপল কোম্পানীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব পেতে হলে কি কি যোগ্যতা অর্জন করতে হবে ?
২. কিভাবে অ্যাপল কোম্পানীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে ?

    আপনি আমার এই টিউনটি https://www.techtunes.io/programming/tune-id/341620 সহ আরও কিছু আমার টিউন আছে দেখতে পারেন, উত্তর পাবেন আশা করি।
    আর স্পেসেফিক বিভিন্ন কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ার গড়তে কি কি যোগ্যতা থাকতে হয় সেটা নিয়ে আমি অন্য একটা দারুণ টিউন করবো আশা করি।
    একটু অপেক্ষা করতে হবে সেজন্য!!

    ধন্যবাদ আপনাকে!! 🙂

আমি BBA শেষ করলাম। কি ধরনের job করলে নিজেকে আরও develop করতে পারবো, kindly কেও জানাবেন????

আরও কনো quality achieve করতে হবে কিনা।

    আপনাকে আগে ডিসাইড করতে হবে কি ধরণের কাজে আপনি যোগ্য, সেই ধরণের কাজ কি আপনি করতে চান; নাকি অন্য কোন ধরণের কাজ আপনি শিখে সেই কাজে নিজের ভবিষ্যৎ জড়াতে চান।
    আর এভাবে ছোট একটা প্রশ্ন করলে স্পেসেফিক উত্তর যেকারও দিতে সমস্যা হবে। সেজন্য একটু বিস্তারিত বললে বুঝতে সুবিধা হবে উত্তর দান কারীর।

    যেমন,
    * আপনি কি প্রযুক্তিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন নাকি বিবিএ থেকেই কোন জব করতে চান ইত্যাদি!! একটু পরিস্কার করুন।

    ধন্যবাদ!! 🙂

ভাইয়া আমি একটু কনফিউচ , মানে এটা বাৎসরিক আয় না?

প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার হবার ইন্টারেস্ট আছে । যায় হোক টিউনটি অনেক ভালো লেগেছে ।

    মানুষ হতে পারে না এমন কোন কাজ আছে। অনন্ত জলিলকে আমরা যতই এটা সেটা বলে তুচ্ছ করি না কেন। নাথিং ইজ ইম্পসিবল কিন্তু শুধু মুখে বলে না সে কাজেও করে দেখাইচে বহু বার।
    ধন্যবাদ রিদম!! 🙂

thnx আইটি সরদার।।।।।

আমি প্রযুক্তি সম্পর্কে মোটামুটি জানি, যেকোনো course করলে ভালো করতে পারবো। কিন্তু আমি BBA complete করেছি।তাই কোন company তে higher level এর job করার ইচ্ছা (ব্যাংক হলে ভালো হয়) । বর্তমানে টাকা, মামু, বাদে job পাওয়াও তো tough ব্যাপার। তাই আপনাদের কাছে suggestion চাচ্ছি

নিজের যোগ্যতাই কিভাবে officer level এর job পেতে পারি।

ব্যাংক এ চাকুরি পাবার জন্য কোনো course করা লাগবে কিনা?

mainly job related পরামর্শ চাচ্ছি!!!!!!!!

    হাসিবুল ভাই আগেই অনেক ধন্যবাদ প্রাপ্য যে আপনি জব বিষয়ে অনেক স্পষ্ট।
    আমার এক মাত্র রুমমেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ হোল্ডার। আমি নিজে প্রযুক্তির বাইরে খুব বেশি না জানলেও মাঝে মাঝে চর্চা করি।
    আর যতো টুকু জানি ব্যাংক জবের জন্য ম্যাথ নাকি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এসএসসি এবং সাধারণ কিছু ম্যাথ যতো ভালো পারা যায় ততই নাকি ব্যাংক জবএ ভালো করা যায়। আর সাথে ইংলিশ তো ভালো করতেই হবে। সেখেত্রে Voice change, Appropriate preposition এবং বেসিক কিছু ইংলিশ টার্ম ভালো পারা জরুরী। সাথে সাধারণ জ্ঞানের জন্য দৈনিক প্রথম-আলো এবং ইন্টারনেট অনুসরণ করতে বলবো। সেই সাথে কম্পিউটার বেসিক কিছু নলেজ আপনার খুব কাজে দিবে।

    সেহেতু এগুলোর জন্য কোচিং প্রয়োজন বলে আমার মনে হয় না, বাজার থেকে কিছু ভালো বই এবং সেগুলো একটু দৈনিক প্র্যাকটিস করলে মনে হয় সব থেকে ভালো হবে। কোচিং সব সময় গতানুগতিক। সেজন্য নিজে ঐগুলা আয়ত্ত করা আর একটু কষ্ট করে নীলক্ষেত বা কোন বই থেকে পূর্বে যেসব প্রশ্ন বিভিন ব্যাঙ্কে আসছে সেগুলো সমাধান করলে মনে হয় জব প্পাওয়া সমস্যা না।
    আর যতো মামা – খালু ছাড়া জব করা যায় ততই ভালো। মনে হয় প্রাইভেট ব্যাঙ্কে মামা খালু ছাড়াও নিজের যোগ্যতা দিয়ে ভাল ভাবেই জব করা সম্ভব।
    আরও অনেক কিছু বলতে হয়। কিন্তু এখানে বলে উঠতে পারছি না। প্রয়োজনে একটি টিউন আমি এক সময় গবেষণা করে করব। যাতে সবার উপকার হয়। 🙂

অসাধারন পোস্ট …
ধন্যবাদ ভাই !

vai appel a job korte hole ki ki jante hobe and ki ki korte hobe and apply korbo ki vabi

    টিউনে তো দেওয়ায় আছে ভাই জবের তালিকাগুলো। সেইভাবে নিজেকে গড়ুন। ধন্যবাদ দিপক দা। 🙂

Software Quality Assurance Engineer

তথ্যাট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Mechanical Engineering নিয়ে পড়াশুনা করছি। আশা করি Apple-এ ঢুকতে পারবো। 😀

    অভিজ্ঞ হলে কোন কিছুই অশম্ভব না রুমন ভাই। ধন্যবাদ 🙂

ইচ্ছা আছে 😀 । অনুপ্রানিত হলাম আরও । ধন্যবাদ ভাইয়া 🙂

নতুন কিছু জানলাম, ধন্যবাদ ভাইয়া।