সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি ) ফল 2015 প্রকাশিত হয়েছিল । এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি ) ও সমমানের পরীক্ষার ফলাফল গত বছরের চেয়ে 4.3 শতাংশ কম যা 87,04 প্রতি , সামগ্রিক পাসের হার শনিবার সকালে প্রকাশিত হয়েছে। 1.282.618 জন ছাত্রীকে সেসময় এই বছর পরীক্ষায় উত্তীর্ণ। তন্মধ্যে কোন কোনটি 111.901 ছাত্র জিপিএ -5 পেয়েছে. কিছু 5.095 প্রতিষ্ঠান শতভাগ সাফল্য দেখিয়েছেন । সাধারণ বোর্ড মধ্যে , রাজশাহী বোর্ড 94,07 শতাংশ সাফল্যের সঙ্গে পাস শতাংশ তালিকার শীর্ষে রয়েছে।
তিন দফা পেছানোর পর আজ থেকে পাওয়া যাচ্ছে। HSC ভর্তি 2015 রেজাল্ট এর প্রথম মেধা তালিকা পাওয়া যাচ্ছে। গত কাল রাত 11 টা 30 মিনিট থেকে রেজাল্ট পাওয়ার কথা ছিল। বোর্ড অবেশেষে HSC ভর্তি 2015 রেজাল্ট প্রকাশ করতে পারলো। ফলে 11 লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হলো। শিক্ষার্থীরা চিন্তিত ছিল কখন রেজাল্ট প্রকাশ হবে তাদের পছন্দের কলেজে তারা মনোনীত হতে পেরেছে কি না। শিক্ষার্থীর পাশা পাশি অভিভাবকরাও চিন্তিত ছিলেন যে কবে রেজাল্ট প্রকশ হবে। কবে তাদের সন্তানকে তাদের পছন্দের কলেজে ভর্তি করাতে পারবে।
আমি এস বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো