এডুটিউন্স ইক্যাড পর্ব ০৫ এ সবাই কে স্বাগত জানাই।
আজকের ল্যাব-০৫ ক্লাস এর মধ্যমে আমরা আমাদের সিলেবাসের ৩য় অধ্যায় এর শেষ অংশের উপর আলোচনা করব। আমাদের সিলেবাসের ৩য় অধ্যায়ের বিষয় বস্তু হলঃ
3. Analyze a schematic Circuit.
3.1 Add device meter to circuit diagram and set device meter values.
3.2 Simulate the circuit.
3.3 View Circuit voltage and current or digital logic level.
3.4 Change a device value and quickly analyze the circuit.
3.5 Perform DC and AC analysis of the circuit using circuit
analyzer/oscilloscope.
এই ক্লাসে আমরা একটি ডিজিট্যাল সার্কিট তৈরি করব। এবং এর ইনপুট এর উপর কিভাবে আউটপুট নির্ভর করে তা দেখব। একটি ডিজিট্যাল সার্কিটের টাইমিং ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হয় আমরা তাও আজকের ক্লাসের মাধম্যে শিখতে পারব। আর আপনারা কি কাজ গুলি করতে পারতেছেন কিনা বা কোন সমস্যা হচ্ছে কিনা তা আমাকে কমেন্টস করে জানাবেন।
সাথে থাকার জন্য সবাইকে আবার ও ধন্যবাদ।
টেকটিউন্স এডমিনদের উদ্দেশ্যে বলছিঃ আমার টিউন গুলি চেইন টিউন হিসেবে বিবেচনা করলে ভাল হয়।
আর একটি কথা, আজ টিউন করতে গিয়ে এক নতুন ঝামেলায় পড়তে হল। আপনাদের নতুন নিয়ম অনুসারে টিউনের বিষয় বস্তু কমপক্ষে ২০০ শব্দের হতে হবে। এটা মনে হয় খুব ভাল ডিসিশন না। কারন, আমার মত যদি কেউ ভিডিও লেকচার শেয়ার করে তার দ্বারা ২০০ শব্দের রচনা লিখার মত আজারা কোন টপিক নিয়া বসে থাকেন। আর যদি ভিডিও এর বর্ননা লিখতে বলেন তা হলে কেউ আর তা শেয়ার করবে না। আশা করি বুঝতে পেরেছি। সর্বপরি এটি একটি টেকনোলজিক্যাল ব্লগ, এখানে মানুষ অল্প কথায় অনেক বড় জিনিসের উপস্থাপন করবেন এইটাই স্বাভাবিক ব্যাপার। টেকটিউন্স কে সামহোয়্যার ইন ব্লগ এর সাথে তুলনা করা যায় না।
আমি এম আরিফুল ইসলাম। Instructor, Sylhet Polytechnic Ins. বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ২০১০ সালে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার/ম্যানেজার হিসাবে কাজ করেছি। ২০১৩ এর জানুয়ারি থেকে সিলেট পলিটেকনিক এর ইলেকট্রনিক্স বিভাগে ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছি। শিখা আমার নেশা আর শিখানো আমার পেশা।
স্যার প্রথমেই জানাই অশেষ ধন্যবাদ। ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্র হওয়ায় এই বিষয়টা আমাদের শেখানো হয় না। কিন্তু আপনার মহৎ উদ্দেশ্যের কারনে বিষয়টা বেশ ভালো ভাবেই বুঝতে ও শিখতে পারছি। প্লিজ পরেরটা খুব দ্রুতই দিবেন আশা করি। অপেক্ষায় রইলাম,,,,,,,,,,,,,