হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? প্রযুক্তির ভালোবাসার মধ্যে দিয়ে টেকটিউনসের সাথে খুব ভালো ভাবেই দিন অতিবাহিত করছেন আশা করি। প্রযুক্তির সাথে সাথে মাঝে কিছু বিনোদন নিলে কেমন হয়!
আসলে বিনোদন হলেও প্রযুক্তির ছোঁয়াতো থাকবেই না হলে আমার পদচারনা কেন থাকবে সেখানে। নিচ্চয় অনুমান করে ফেলেছেন, আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ ঠিকই ধরেছেন আমি মুভি নিয়ে আলোচনা করবো আজকে। তবে সেটা গতানুগতিকের বাইরে। যেখানে থাকবে মুভির প্রতি ভালোবাসা, টেকনোলজির ছোঁয়া আর সেই সাথে দারুণ সব মুভি কালেক্ট করার কিলার টিপস।
আমরা অনেক সময় মুভি দেখার আগে রিভিউ বা রেটিং দেখার প্রয়োজন অনুভব করি। কারণ রেটিং একটি মুভির দর্শক অবস্থান নির্ধারণ করে। ফলে অযথা সময় নষ্ট না করে আমরা ভালো মানের মুভিগুলো খুব সহজে খুঁজে পাই, সেই সাথে মুভি দেখার নেশাও আমাদের ভালোভাবে পূরণ হয়।
আজকে আমি আসছি ঠিক সেই রকমই সব মেথড নিয়ে। যেখানে আপনি IMDb ছাড়াও আরও অনেক মাধ্যমে মুভির সব রেটিং দেখে ভালো মুভি, সেই সাথে সব থেকে বাজে মুভিও খুঁজে বের করতে পারবেন।
কারণ ভালো মুভির সাথে সাথে বাজে মুভির হিসাবও যে মুভি ফ্রিকদের রাখা চাই। ঠিক সেই সব আলোচনা নিয়ে আজকে আমার এক্সশেপশোনাল টিউন। আসুন আমরা মুভির দুনিয়ার বিভিন্ন টিপসের মধ্যে তাহলে হারিয়ে যেতে থাকি!
আমরা এই টিউনে পৃথিবীর সর্বকালের সর্বসেরা মুভির সাথে সাথে জানবো সবচেয়ে বাজে মুভি গুলো সম্পর্কে। তাছাড়া এই টিপসে নতুন সব মুভির রেটিং সহ বহু আগের অনেক মুভি সম্পর্কেও জানতে পারবেন। যা আপনার মুভি নিয়ে কৌতূহল মেটাবে বহু অংশে।
Rotten Tomatoes মুভি প্রেমীদের খুব পছন্দের একটি সাইট। এখানে আপনি এই সপ্তাহে সব থেকে জনপ্রিয় মুভি কি কি বা এই মাসের সব থেকে আলোচিত মুভি কোনগুলা সব জানতে পারবেন। সাথে আপকামিং কোন মুভি এখনই আলোচনার কেন্দ্র বিন্দু এবং তার সকল নিউজ জানতে পারবেন Rotten Tomatoes নামের এই মুভি ওয়েব সাইটের মাধ্যমে।
তাছাড়া Rotten Tomatoes প্রতি বছরের শ্রেষ্ঠ মুভির একটি দারুণ সিরিজ তৈরি করে এবং সেখান বেস্ট মুভি নির্মাতাদের RT’s Golden Tomato Awards এর মাধ্যমে পুরস্কারও দিয়ে থাকেন।
IMDb সর্বকালের সেরা ২৫০ মুভির লিস্ট আপডেট করে সব সময়। ইউজার রেটিং এর উপর ভিত্তি করে এই রেটিং করা হয়। এই রেটিং শুধু মাত্র একাউন্ট ধারি ইউজাররাই করতে পারে। সেহেতু সবার কাছে গ্রহন যোগ্যতা পায় এই The Internet Movie Database (IMDb) রেটিং গুলা। তাছাড়া আপনি একশন, কমেডি বা লাভ স্টোরি এভাবে বিভাগ ভিত্তিকও ছবি ভাগ করে ফেলতে পারেন, আর বেঁছে নিতে পারেন নিজের পছন্দ।
তাছাড়া সব থেকে ব্যবসা সফল মুভিরও দারুণ একটি লিস্ট এখানে তৈরি করা হয়। সাথে সাথে গত শতাব্দির শ্রেষ্ঠ মুভি কোনগুলা সেটারও হিসাব পাবেন এই The Internet Movie Database (IMDb)।
The Internet Movie Database (IMDb) সবথেকে বাজে ১০০ মুভি বা কম রেটিং মুভির একটি লিস্টও আপডেট করেন নিয়মিত।
আপনি এই এড-অনস গুলোর মাধ্যমেও আপনার মুভি ফ্রিক লাইফে সব সময় আপডেট থাকতে পারেন এবং এগিয়ে যেতে পারেন।
Metacritic মুভি লিস্টিং এর ক্ষেত্রে শুধু রেটিং কে গুরুত্ব দেন না, তারা রেটিং ছাড়া রিভিউ, ঘটনার সামঞ্জস্যতা ইত্যাদি বিষয়ও গুরুত্ব দেন। যেকারনে তাদের করা সব থেকে সেরা ১০০ মুভি লিস্ট খুব প্রভাব ফেলে।
তাছাড়া Metacritic সর্বকালের সেরা ২০০ মুভির লিস্টও তৈরি করেন।
সাথে সাথে সর্বকালের সব থেকে বাজে ২০০ মুভিও খুঁজে বের করেন সকল বিষয় বিবেচনা করে।
অন্যান্য অনেক গণমাধ্যম পাঠক রেটিং এর ভিত্তিতে সেরা মুভি নির্বাচন করেন। তাদের রেটিং করা মুভি গুলাও সবার নজর কাঁড়ে। কারণ এখানে রেটিং ছাড়াও মতামতকে মূল্য দেওয়া হয়।
New York Times’ Film Critics তাদের সর্বকালের সেরা মুভির দারুণ সব লিস্ট তৈরি করেন ইউজার মতামত এবং কাহিনীর উপর ভিত্তি করে। এখানে এলফ্যাবেটিক ভাবে সাজানো দারুণ এক সেরা মুভি কালেকশন এটি। এই লিস্ট মূলত New York Times এর করা একটি বই New York Times – The Best 1, 000 Movies Ever Made থেকে সংগ্রহীত। সেহেতু আপনার মুভি পাগল মনকে এখান থেকে করা দারুণ সব মুভি থেকে একটু শান্ত করতে পারেন।
Oscar-winning Films এর মাধ্যমে বিশ্বের সেরা মুভির এক বিশাল কালেকশন পাবেন আপনি। এখানে বিভিন্ন মাধ্যম থেকে করা সেরা মুভি গুলোই শুধু স্থান পায়। সেহেতু সোর্স আপনার মুভি মনকে ঠাণ্ডা করার এক মোক্ষম হাতিয়ার।
Oscar-winning Films এর অফিসিয়াল এড্রেস।
TIME magazine film critics এলফাবেটিক্যালি দারুণ ১০০ মুভির লিস্ট তৈরি করে। আপনি চাইলে এখান থেকে সবগুলো মুভি দেখে নিতে পারেন।
উইকিপিডিয়া যেকোনো রিভিউ এর জন্য খুব পরিচিত। সেহেতু এই আর্টিকেলের মাধ্যমে আপনি দারুণ সব সেরা মুভির রিভিউ পেয়ে যাবেন হাতের নাগালে।
অন্যান্য অনেক গণমাধ্যম পাঠক রেটিং এর ভিত্তিতে বাজে মুভি নির্বাচন করেন। তাদের রেটিং করা মুভি গুলাও সবার নজর কাঁড়ে। কারণ এখানে রেটিং ছাড়াও মতামতকে মূল্য দেওয়া হয়। তাহলে দেখে বাজে মুভি বের করা সেই মাধ্যমগুলো।
আপনি হয়তো ভাবছেন আজকের রাতটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাবেন, মুভি দেখে কাটাবেন, কিন্তু এমন একটা মুভি আপনি আজকে দেখলেন যা আপনার রাতটাই মাটি করে দিলো। আবার আপনি অনেক খারাপ মানের মুভি ডিভিডি কিনে নিচ্চয় টাকা নষ্ট করতে চাইবেন না।
কারণ টাকা নষ্টের চেয়ে আপনার নিজের বিনোদন নষ্ট হওয়া খারাপ ব্যাপার।
যেকারনে Empire’s 50 Worst Movies Ever লিস্ট আপনাকে এই বাজে মুভি খুঁজে বের করতে সহায়তা করবে।
the Golden Raspberry (Razzie for short) Awards টি মূলত একটু ব্যতিক্রম। এখানে সবথেকে খারাপ মুভিগুলা দিয়েই পুরস্কার দেওয়া হয়। “dis-honors for Worst Achievements in Film since 1980.” অর্থাৎ ১৯৮০ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। সেহেতু এই Razzie-winning Films ওয়েব সাইট থেকে সব থেকে খারাপ মুভি গুলা আপনি সহজে বের করে ফেলতে পারবেন।
কি অনেক কিছু বললাম এবার কে সমাধান টানবে? আপনার মুভি জীবনকে সুন্দর করতে আমার সামান্য প্রয়াস। মুভি শিক্ষা দেয়, মুভি জীবনের কথা বলে। সেহেতু লেগে পড়ুন এখন থেকে বেঁছে বেঁছে মুভি দেখতে।
আশা করি আপনার মুভি লাইফ সুন্দর এবং রোমাঞ্চকর হবে এই কামনায় আজ এখানেই শেষ করছি।
আপনার কাছে দারুণ কোন মতামত থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন যেকোনো সময়।
ধন্যবাদ সবাইকে।
কম্পিউটার সাইন্স পড়াশুনা নিয়ে দারুণ এক চেইন টিউনের পরিকল্পনা নিয়ে আমি আপনাদের সামনে দারুণ অভিজ্ঞতা নিয়ে আশাকরি। টেকটিউনসের সাথেই থাকুন।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
tnx ,কাজে লাগতে পারে 🙂 আমি এতো টা মুভি খুর না