কম্পিউটার সাইন্স পড়াশোনা [পর্ব-১৩] :: Computer Organization and Architecture Designing for Performance by William Stallings “১ম ক্লাস” (বই ডাউনলোড + বেসিক ধারণা)

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। আশা করি টেকনোলজির স্বাদের মাঝে অনেক বেশি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো এই কারণে! ক্লাসের মাঝে আপনাদের মাঝে আসার খুব কম সময় পাচ্ছি। আর এই সিকুয়াল নিয়ে অনেকে আমাকে পার্সোনালি ম্যাসেজ করেছেন অনেক বার, কেন আমি কন্টিনিউ করছি না সিকুয়ালটা। আসলে ব্যক্তিগত কারণে আমি ওভাবে পড়াশোনার মধ্যে দিয়ে যেতে পারছিলাম না। সেহেতু আমি নিজে না ভালো জানলে আপনাদের কীভাবে দিবো।

যাইহোক সেই আশা আমি আপনাদের আবার পূরণ করবো। যেহেতু প্রযুক্তি স্টুডেন্টদের এই চেইন খুব প্রিয়। আর যারা কম্পিউটার সাইন্স না পড়েও কম্পিউটার সাইন্সের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান তাদের প্রিয় সিরিজ এটি। যেকারনে আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় চেইন টিউনের সিরিজ নিয়ে।   😛

আজকে আপনাদের আমি Computer Organization and Architechture Designing for Performance by William Stallings (8th Edition) এর বইয়ের পিডিএফ (PDF) ডাউনলোড লিঙ্ক দিবো, যেটা আমি আগে বেশি দিতাম।

কিন্তু এখন একটু বেশি পাবেন এই সিরিজে। আগের চেয়ে এই সিরিজের কলাবোরেশন বাড়ানো হবে। সেটা হলো প্রত্যেক বইয়ের অর্থাৎ আপনাদের  সেমিস্টারের প্রয়োজনীয় এবং কঠিন টপিকসগুলো আপনাদের কাছে সহজভাবে বাংলায় উপস্থাপন করা। আর যারা এই টপিকস নিয়ে আমার কাছে অনুরোধ করছিলেন তাদের আশা অনেক বেশি পূর্ণ হবে আশা করি। সেই সাথে আপনাদের সবার কাজে আসবে।   🙄

তাহলে আজ থেকে আমরা আবার নতুনভাবে শুরু করবো কম্পিউটার সাইন্স পড়াশুনা আর শিখতে থাকবো টেকটিউনস বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কম্পিউটার সাইন্সের অলিগলি।

প্রথমেই ডাউনলোডের পালাঃ

  • বইয়ের নামঃ  Computer Organization and Architecture Designing for Performance by William Stallings (8th Edition)
  • পেজঃ ৮৮১
  • স্পেসঃ ৩.১২ মেগা
  • নীলক্ষেত মূল্যঃ মিনিমাম ৩০০ টাকা।
  • ডাউনলোড করুন 
  • (প্রথমে পিডিএফে ওপেন হবে, তারপর আপনি IDM বা অন্য ডাউনলোডারের মাধ্যমে ডাউনলোড করে নিবেন। উইন্ডোজের ডিফল্ট PDF ডাউনলোড সিস্টেমও ডাউনলোড করতে পারবেন)

 

আর যারা ১-২ মাস পরে টেকটিউনসের এই সিরিজের বিভিন্ন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারছেন না বলে জানিয়েছেন, আমার কাছে এসে পার্সোনালি সংগ্রহ করেছেন বা বিভিন্ন রিপোর্ট দেন, তাদের উদ্দেশ্যে বলছি এই বইগুলো আমাজান ডট কমে ৩০ ডলার-১০০ ডলারেরও বেশি দামে এই বইয়ের পিডিএফ (PDF) বিক্রি হয় সেহেতু এই বিভিন্ন বই যেখানে দেওয়া থাকে সেগুলো কপিরাইটের কারণে বেশির ভাগ ১-২ মাস পরে কাজ করে না। সেহেতু আমাকে পার্সোনাল ম্যাসেজ করে লাভ হয় না।

সুখবর!!

তাদের জন্য সুখবর আছে এখন থেকে।

আমাদের প্রানপ্রিয় টেকটিউনসে ZDrive নামে একটি ক্লাউড স্পেস আছে যেটা খুব দ্রুত এসে যাচ্ছে। যেহেতু বইগুলার সাইজ মাত্র ২-৫ মেগা, সেহেতু আমি চেষ্টা করবো (অথোরিটিকে পার্সোনালি আপনাদের হয়ে অনুরোধ করবো) এই বইগুলার সব ZDrive এ আপলোড করে দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার। তখন থেকে আর আপনাদের সমস্যা হবে না। আর যেকোনো দিন যেকোনো সময় টেকটিউনস ZDrive থেকে আপনারা কম্পিউটার সাইন্সের সকল বই পেয়ে যাবেন।  :mrgreen:

.

.

.

আসুন আজকে আমরা এই পাঠ্য বইয়ের বেসিক জিনিস নিয়ে কিছুটা আলোচনা করি।

কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার  (ক্লাস- ০১)

এখানকার সকল আলোচনা Computer Organization and Architecture Designing for Performance by William Stallings (8th Edition) বইয়ের টপিকস থেকে বাংলায় সহজভাবে প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করা হবে।

কম্পিউটারঃ কম্পিউটার কি?

কম্পিউটার একটি ইলেক্ট্রোনিক ডিভাইস যা ডাটা প্রোসেস করে এবং সেই ডাটা আমাদের মাঝে বিভিন্ন তথ্যে কনভার্ট করে, যা আমাদের জন্য প্রয়োজনীয়।

একটি পরিপূর্ণ কম্পিউটারের ৪ টা অংশ থাকে।

একটি কম্পিউটার সিস্টেমের ৪ টি পার্টঃ

১) হার্ডওয়্যারঃ

যে ফিজিক্যাল ডিভাইসগুলো দিয়ে কম্পিউটার তৈরি সেটাই হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের যাবতীয় ডিভাইস যা আপনি হাত দিয়ে ধরতে পারবেন বা অবয়ব বা কাঠামো দেখতে পারবেন সেটাই মূলত হার্ডওয়্যার।

২) সফটওয়্যারঃ

কম্পিউটারের সফটওয়্যার হলো একটি নির্দেশিকা যা কম্পিউটার বিভিন্ন কাজ সম্পাদন করে। অন্যভাবে বললে সফটওয়্যার হলো কম্পিউটার কি করবে তা বলে দেওয়া।

৩) ইউজারঃ

আমরা যারা কম্পিউটার অপারেট করছি তারাই হলেন ইউজার।

৪) ডাটাঃ

ডাটা হলো ইউজারের ব্যক্তিগত ফাইল বা টাস্ক। যেটা ব্যক্তিগতভাবে কেউ অপারেট করতে পারলেও সেটা কম্পিউটার বিভিন্নভাবে প্রসেস করে। আমরা কম্পিউটার ডাটা ফাইল আকারে দেখতে পাই।

সফটওয়্যার এবং হার্ড ওয়্যার নিয়ে বিস্তারিত আসছে পরবর্তী ক্লাসে.... 

যাইহোক উপরের টিউন অংশ Computer Organization and Architecture Designing for Performance by William Stallings এর বইয়ের ভূমিকা এবং প্রথম কয়েকটি চ্যাপ্টর থেকে নেওয়া।

আমি জানি টেকটিউনস ব্যবহারকারীদের কাছে টপিকসটি খুব সহজ এবং প্রায় সবার জানা। তবুও ধারাবাহিকভাবে আলোচনার জন্য উঠানো।

পরবর্তী Computer Organization and Architecture Designing for Performance by William Stallings এর পর্বে আমরা হার্ডওয়্যারের বিভিন্ন পার্ট এবং তার গঠন নিয়ে আলোচনা করবো।

আপনাদের অন্য কোন সমস্যা থাকলে আমাকে টিউমেন্টে জানাতে পারেন।  🙂

পরবর্তী সিকুয়ালে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি চলে আসবো। সেই পর্যন্ত টেকটিউনসের সাথেই থাকুন।

আর একটা বিষয় এই সিকুয়ালের আগের পর্বগুলো অনেক শিক্ষামূলক ব্লগে কপি হয়েছে। এই টিউন আমি নিজে ক্লাস করে শিখে আপনাদের জন্য করি। সেহেতু অন্য কেউ ক্রেডিট ছাড়া কপি করবেন না আশা করি। আর আপনাদের সামনে কেউ করলে আমাকে অথবা টেকটিউনসকে টিউমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি।  🙄

(আমাদের ৬ মাসের সেমিস্টারে ৪র্থ সেমিস্টারে এই কোর্স আছে, আপনার ইউনিভার্সিটিতে অন্য সেমিস্টারে থাকলে সেইভাবে আপনার মতো করে ঠিক করে সংগ্রহ করে নিন)

আপনাদের কম্পিউটার সাইন্স পরাশুনার অগ্রযাত্রা আরও সুন্দর হোক, আর ভবিষ্যতে বাংলাদেশে এক্সপার্ট সব কম্পিউটার ইঞ্জিনিয়ার দেখবো এই কামনায় আজ এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।  😆

 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইয়েহ…………
চালিয়ে যান।আমিই আপনার প্রথম স্টুডেন্ট ধরে নেন 🙂

    @arvin blue: 🙄 অনেকেই আছেন। ফেসবুকে অনেকে নক করছেন। তবে আপনি স্পেশাল আরভিন। অনেক অনেক ধন্যবাদ। 🙂

ধন্যবাদ @ আই,টি সরদার ভাইকে গুরুত্বপুর্ন টিউনটি করার জন্য!