শিক্ষা জাতির মেরুদণ্ড! কিন্তু বাংলাদেশে কি আমরা আমাদের মনের মতো শিক্ষা নিতে পারি!!? 100% না! কিন্তু এবার আপনার পছন্দের টপিকসে আপনিও শিক্ষা নিতে পারবেন। (তাও আবার ফ্রিতে অনলাইনে বাড়ি বসে) হাজারো বিষয় থেকে আপনার মনের মতো শিক্ষা নিন, সুশিক্ষিত হোন। – ২য় সিকুয়াল (মেগা সিরিয়াল)

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?

আমি আবার চলে আসলাম একুশ শতকের গুরুত্বপূর্ণ টপিকস "অনলাইন শিক্ষার অলিগলি" টপিকস নিয়ে। শিক্ষার গুরুত্ব ছিল, আছে এবং থাকবে। শিক্ষা ছাড়া আমাদের জানার গভিরতা বৃদ্ধি পায় না।

যুগে যুগে মনিষীরা শিক্ষার জয়গান করছেন অন্য সব বিষয়ের সাথে, তবে উচ্চে স্থান দিয়ে। শিক্ষা ছাড়া যেমন দ্বীনকে জানা যায় না, তেমনি জানা যায় না নিজের ভেতরের সুপ্ত প্রতিভা। শিক্ষা আমাদের জাগ্রত করে ভেতরের সুপ্ত থাকা মেধা এবং তা প্রকাশ করার দারুণ ক্ষমতাও দেয় এই শিক্ষা। সেহেতু আপনাকে শিখতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। না হলে আপনি এই প্রতিযোগিতার যুগে অনেক বেশি পিছিয়ে যাবেন।

আর যেহেতু আমরা অনলাইন কর্মী এবং প্রযুক্তি প্রেমী সেহেতু আমাদের আগাতে হবে আরও দ্রুত। যেটা শিক্ষা বা পড়াশোনা ছাড়া সম্ভব না। এই অনলাইন যুগে আপনি যতো তথ্য নির্ভর হবেন আপনি ততো আপডেট এবং স্মার্ট ক্যারিয়ারের সাথে থাকতে পারবেন।

তবে আগেকার আমলের স্কুল, শিক্ষক ছাড়াও এই যুগে ভিন্ন কিছু মাধ্যমে শিক্ষা নেওয়ার দারুণ সুযোগ আছে। যেটা আপনি অনেক সময় ইচ্ছা থাকলেও স্কুল কলেজে শিখতে পারবেন না। তারা এই অনলাইন শিক্ষার মাধ্যমে সে শিক্ষা নিতে পারবেন। সেজন্য অবশ্য আপনাকে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে।

এইসব দূর শিক্ষণ পদ্ধতি আপনাকে সুযোগ করে দেয় বিশ্বের নামকরা সব প্রফেসরের কাছ থেকে শিক্ষা নেওয়ার। আপনার জানার ইচ্ছা যতো বেশি ততো আপনি এখান থেকে শিক্ষা নিতে পারবেন। আপনাকে দিনের পর দিন  আর বই খাতা নিয়ে ছুটতে হবে না।

বিশেষ করে যারা জীবনের তাগিদে বেশি শিক্ষা নিতে পারেন নি বা যারা চাকরি বা কর্মব্যস্ততার জন্য শিক্ষা নিতে পারেন না, তাদের জন্য এই অনলাইন শিক্ষা একটু দারুণ সুযোগ হতে পারে।

তাহলে দেরি কেন আজই শুরু করে দিন।

তবে এই অনলাইন শিক্ষা কার্যক্রমের এটি দ্বিতীয় সিকুয়াল। যারা প্রথম সিকুয়ালের গুরুত্বপূর্ণ বিষয় মিস করছিলেন তারা আগে নিচের টিউন লিঙ্ক থেকে দেখে নিবেন,

আর গত টপিকসে আমরা ৮ টি অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেছিলাম, আজ থাকছে ঠিক তাঁর পর থেকেই। আসুন তাহলে শুরু করি।

অনলাইন শিক্ষা নেওয়ার দারুণ সব ওয়েব পোর্টাল বা সাইটঃ

৯) Stanford Online

Stanford Online মূলত Stanford বিশ্ববিদ্যালয়ের একটি দূর শিক্ষণ। নিজের পছন্দমতো বিষয়ে এবং সেশনবেজড কোর্স আছে এই Stanford Online এ। যদিও Stanford Online এর কিছু কিছু কোর্স আপনি  Coursera তে পাবেন তবে বেশিরভাগ কোর্স অন্যান্য হোস্টের মাধ্যমে শেখানো হয়। কিছু কিছু কোর্স আই,টিউনে পাওয়া যায়, তবে বেশির ভাগ আপনার ব্রাউজার থেকেই আপনি পাবেন। Stanford Online এ আপনি হাই-কোয়ালিটির কন্টেন্ট নির্ভর কোর্স পাবেন।

১০) Harvard Extension

Stanford Online এর মতো Harvard Extension শুধু মাত্র Harvard বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স প্রভাইড করে। Harvard Extension হাই কোয়ালিটির কোর্সের জন্য দারুণ জনপ্রিয় তবে বিভিন্ন ধরণের কোর্স অন্যান্য অনলাইন সাইটের মতো এখানে পর্যাপ্ত নয়। তবে সব থেকে মজার বিষয় Harvard Extension আপনাকে প্রফেশনাল বিভিন্ন কোর্সের সার্টিফিকেট প্রদান করে। সেহতু আপনি যদি অনলাইন সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করতে চান সেক্ষেত্রে Harvard Extension হবে আপনার দারুণ সুযোগ এবং সহজ উপায়।

১১) Open Yale Courses

Open Yale Courses ঠিক Stanford Online এবং Harvard Extension এর মতোই শুধু Yale এর কোর্সগুলো অফার করে। যদিও এখানে লিমিটেড টপিকস শেখানো হয়, তবে Open Yale Courses অনেক ভালো মানের ভিডিও অফার করে যা আপনাকে প্রকৃত ক্লাসের স্বাদ দিবে। আপনি পড়ে শেখার চেয়ে যদি দেখে শিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে Open Yale Courses আপনার জন্য গ্রেট অপশন হতে পারে।

১২) UC Berkeley class Centre

UC Berkeley class Centre  পূর্বে বর্ণনাতীত কোর্সগুলোর মতো ভ্যারাইটি কোর্স অফার করে। যদিও কিছুটা কম কোর্স আপনি এখানে পাবেন তবে প্রয়োজনীয় লেকচার, RSS Feed এবং ওয়েবক্যাস্ট আপনাকে অনেক বেশি সাহায্য করবে এই কোর্সের সাথে সংযুক্ত থাকতে।

১৩) MIT OpenCourseWare

MIT OpenCourseWare অন্যান্য স্কুলের মতো বিভিন্ন কোর্স প্রোভাইড করে। বিভিন্ন মাধ্যম থেকে শেখার জন্যও আছে এক্সশেপশনাল কোর্স কারিকুলাম। অনেক গভীর বিষয়ে জানতেও MIT OpenCourseWare সাহায্য করে। তাছাড়া MIT ও ফ্রি RSS Feeds ব্যবহারের সুযোগ থাকছে যা আপনাকে শেখার পথকে আরও শক্তিশালী করবে।

১৪) Carnegie Mellon Open Learning Initiative

Carnegie Mellon Open Learning Initiative সম্পূর্ণ ফ্রিতেই বিভিন্ন টপিকসে শিক্ষা দিয়ে থাকে। এখানে আপনার পছন্দের বিষয় পছন্দেরও সুযোগ থাকছে। অনেক শর্ট টপিকসে দারুণ রিভিউ সহ সব বর্ণনা পাবেন শর্টলি যা আপনাকে শেখার অনেক ভালো মাধ্যম হবে।

১৫) Codecademy

Codecademy ফ্রিতে কোড শেখার জন্য দারুণ এক সাইট। বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ এখানে থাকছে না, তবে বিভিন্ন কোড শেখার এখানে দারুণ সুযোগ থাকছে। যেখানে বিভিন্ন অনলাইন কোড শেখার মাধ্যম আপনাকে কিছু প্র্যাকটিস এবং এক্সামপল দিয়ে কোড শেখাতে চাইবে, সেখানে Codecademy আপনাকে লাইভ প্র্যাকটিস করারও সুযোগ দিবে। Codecademy এর কোর্সগুলো খুব সুন্দর করে গোছানো আকারে সাজানো এবং লেখা গুলো বুঝতেও অনেক সুবিধা হয়। এমনকি একটা মনিটরের মাধ্যমে আপনি আপনার প্রোগ্রেস রিপোর্টও তৈরি করতে পারবেন। ম্যানুয়ালি একটি কোর্স না শিখে আপনি ধারাবাহিকভাবে কোড শিখতে পারবেন এই Codecademy এর মাধ্যমে।

১৬) Code

কোড এবং অ্যাপ রাইটিং এর জন্য আরেকটি দারুণ সাইট Code। অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট সহ কোড একাডেমী বাচ্চাদেরও শেখার একটা দারুণ অপশন রাখছে। বাচ্চাদের শেখার পরিবেশের মধ্যে Code আপনাকে প্রযুক্তির বিভিন্ন টপিকসে শেখার সুযোগ দিচ্ছে। এই ক্লাসের মধ্যে কোডিং, অ্যাপ রাইটিং এবং জাভা স্ক্রিপ্ট অন্যতম। Code এর শেখানোর পদ্ধতি অনেকটা ক্লাসের পরিবেশের মতো। প্রযুক্তির বিভিন্ন রিসোর্স সহ Code দিবে বিভিন্ন ধরণের শেখার অভিজ্ঞতা।

১৭) University of London Podcasts

University of London Podcasts কোর্স অনলাইনে শিক্ষা নেওয়ার একটা বিশাল রিসোর্স যেটা University of London এর আন্ডারে শেখানো হয়। যদিও লিমিটেড টপিকস নিয়ে পোডকাস্ট হয়, তবে সেটা University of London এর বিভিন্ন কোর্স দ্বারা চালিত হয়, সাথে সাথে লন্ডন এবং আশে পাশের আরও ১১ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স এখানে অফার করে। সেহেতু বিভিন্ন বিষয়ে শেখার দারুণ সুযোগ থাকে এখানে।

আজ আর পেরে উঠছি না। আগামী সিকুয়ালে দেখা হবে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি সাথে থাকবেন।

আর কোন প্রশ্ন থাকলে আমাকে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে। 🙄

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ। আপনারা আছেন বলেই টেকটিউনস আজও এত সুন্দর।

Level 2

ভাই thanks আপনার again nice একটা tune এর জন্য। আমি একটা বিষয় জানতে চাই পারলে জানাবেন আশা করি …
ভাই এই সাইট গুলো থেকে কি nutrition subject এর উপর study করা যায়? যদি যায় তাহলে কোন সাইটা বেশি helpful হবে plz জানাবেন?? আর এগুলোতে কি free study করা যায় নাকি কোনো payment দিতে হয়?? আসায় থাকলাম আপনার উত্তরের।

    @Ni: আপনি ওয়েব সাইটগুলোতে একটু ঘেঁটে দেখেন অবশ্যই nutrition বিষয়ে পড়ার ব্যবস্থা আছে। আর বেশির ভাগ শিক্ষাগুলো ফ্রিতেই পাবেন। ধন্যবাদ।
    কোর্স যেহেতু করবেন একটু সবগুলো সাইটে আপনার টপিকস সার্চ করে যেটাতে আপনার সব থেকে সুবিধা হবে সেটাতে করুন, তাহলে মনের মতো শিক্ষা নিতে পারবেন। 🙂