আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৬] :: যেভাবে কাটিং হতে নতুন উদ্ভিদ তৈরি করবেন

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? 

আসলে হঠাৎ আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাওতে একটু ঝামেলায় পড়ে গেছি। ২৬ তারিখে পরীক্ষা শেষ তারপর আর ঝামেলা হবে না ইসসাল্লাহ।

বেশি কথা বাড়াবোনা বনসাই নিয়ে যাদের আগ্রহ আছে ও আমার আগের পর্ব গুলো মিস করেছেন তারা নিচে থেকে দেখে নিন।

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব -১ (বনসাই পরিচিতি)

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব-২ ( বনসাই এর প্রকারভেদ-চমৎকার সব ছবি সহ)

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- -৩ ( বনসাই এর জন্য উপযুক্ত গাছ নির্বাচন )

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব-৪ ( টব সংগ্রহ ও টবের মাটি তৈরি)

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব-৫ (বনসাই ট্রেনিং এর জন্য উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া)

আজ এই ধারাবাহীকের ৬ষ্ঠ পর্বে আপনাদের দেখাব কি করে কাটিং এর মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক...

কাটিং এর জন্য প্রয়োজনীয় উপকরনঃ

১) প্রুনিং কাচি ( বা ধারালো ছুরি ও ব্যবহার করতে পারেন)

২) মূল গজানোর হরমোন। ( যেকোন নার্সারিতে পাবেন)

মূল গজানোর হরমোন দেখতে অনেকটা আঠার মত

৩) আপনার প্রস্তুতকৃত মাটি। কিভাবে মাটি রি করবেন তা ৪র্থপর্বে আলোচনা করেছি।

৪) বড় আকারের টব।

কাজের ধারাঃ

কাটিং এর জন্য খুব ধারালো চাকু বা প্রুনিং কাচি ব্যবহার করবেন। কারন কাটার যায়গা মসৃন হতে হবে।

  • নরম কাঠ বা অর্ধ নরম কাঠ কাটিং এর জন্য ৬ ইন্চি লম্বা করে কাটবেন এবং শক্ত কাঠ কাটিং এর জন্য ৬-৯ ইন্চি লম্বা করে কাটবেন।
  • কাটার সময় কান্ডের যে স্হান হতে কাটবেন সেখানে পাতা বা কুরির ঠিক নিচে সোজা করে কাটবেন ও কাটর যায়গা এবরোথেবরো করবেন না।
  • কাটিং এর নিচের অর্ধেক অংশ অর্থাৎ ৬ ইন্চির নিচের ৩ ইন্চি হতে পাতা ফেলে দিন।
  • কঠিন কাঠের জন্য কান্ডের মধ্যভাগ কেটে নেয়া উচিৎ এর শীর্ষ ভাগ একটি পাতা বা কুড়ির ঠিক নিচে তির্যক ভাবে কেটে নেবেন।
  • প্রতিটি কাটিং এর নিম্ন ভাগ মূল গজানোর হরমোনে ডুবিয়ে তারপর টবের মাটিতে লাগাবেন।
  • মূলগজানোর মাটি অর্থৎ টবের মাটিকে আগেই পানি দ্বারা ভিজিয়ে নিতে হবে।
  • কাটিং টবে লাগানোর কিছুদিন পর যখন দেখবেন আপনার কাটিং এ কোন কুড়ি বা পাতার নতুন বৃদ্ধি হয়েছে তখন বুঝতে হবে আপনার কাটিং হতে হয়তো মূল গজিয়েছে ।
  • প্লাস্টিকের বালতিতে লাগানো কাটিং
  • পরিশেষে যখন দেখবেন আপনার কাটিং ভালোভাবে বৃদ্ধি লাভ করছে তখন এটিকে সাতন্ত্র পাত্রে বা আপনার নির্ধারিত টবে লাগাতে পারেন।

আজ এপর্যন্তই আগামি পর্বে দেখাবো কি করে গ্রাফটিং হকে বনসাই বা যে কোন উদ্খিদের কলম করা যায় তার বিস্তারিত প্রকৃয়া। যে পর্যন্ত ভালো থাকবেন।

আপনাদের যে কোন সমস্যার ব্যাপারে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice Post

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    প্রিয় টেকটিউন্স মডারেট প্যানেল আমি আমার চেইন টিউনের শিরনাম গুলো আপনাদের নিয়ম অনুসারে ঠিক করে দিয়েছি। অনুগ্রহ করে আমার বনসাই নিয়ে এই ধারাবাহীক টিউনটি চেইন টিউনে যুক্ত করে আমাকে আপনাদের বাধীত করবেন।

    @টেকটিউনস: প্রিয় টেকটিউন্স মডারেট প্যানেল আমি আমার চেইন টিউনের শিরনাম গুলো আপনাদের নিয়ম অনুসারে ঠিক করে দিয়েছি। অনুগ্রহ করে আমার বনসাই নিয়ে এই ধারাবাহীক টিউনটি চেইন টিউনে যুক্ত করে আমাকে আপনাদের বাধীত করবেন।