আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। আমিও বেশ ভালোই আছি।
বনসাই নিয়ে অঅমার ধারাবাহিক টিউনের আজকের পর্বে থাকছে কিভাবে বনসাই এর মাটি তৈরি করবেন ও বনসাই এর জন্য কিধরনের টব নির্বাচন করবেন। যারা আগের পর্ব গুলো মিস করেছেন তারা নিচে থেকে দেখে নিতে পারেন।
কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় যাই।
আসলে যে কোন ধরনের বনসাই বানানোর ক্ষেত্রে প্রাতমিক দুটি কাজ খুবই গুরুত্ব বহন করে। তা হল বনসাই এর জন্য টব বাছাইকরন। ও টব এর জন্য মাটি তৈরি করা। আসুন দটো বিষয় ধাপে ধাপে আলোচনা করা যাক।
টব বাছাই করনঃ
এবারে চলুন দেখে নিই মাটি প্রস্তুত করনঃ
বনসাইতে গাছের স্বাভাবিক বৃদ্ধি রোধ করে তাকে ছোট করে রাখতে হবে। এই ছোট রাখার সঙ্গে সঙ্গতি রেখে গাছকে পরিচর্যা ও খাবার দাবার দিতে হবে, যাতে গাছটির নিজস্ব বৈশিষ্ট্যগুলো উজ্জ্বল হয়ে উঠে। প্রথমতঃ টবের মাটি এমন হবে যাতে মাটি অনেকক্ষণ ভেজা থাকবে অথচ অতিরিক্ত জল ধরে রাখবে না। এ জাতীয় মাটি জাপানে পাওয়া যায়। তবে আমাদের দেশে এ ধরনের মটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরি ও টব ভর্তির কার্যাবলী নিম্নরূপঃ
আজ এখানেই শেষ আগামিতে বনসাই এর জন্য বৃক্ষ উৎপান এবং সংগ্রহ নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাববেন।
যে কোন প্রয়োজনে আমাকে ফেসবুকে নক কনতে পারেন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
ay dhoroner mati ke kinnta pao jay.
???