আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৪] :: টব সংগ্রহ ও টবের মাটি তৈরি

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। আমিও বেশ ভালোই আছি।

বনসাই নিয়ে অঅমার ধারাবাহিক টিউনের আজকের পর্বে থাকছে কিভাবে বনসাই এর মাটি তৈরি করবেন ও বনসাই এর জন্য কিধরনের টব নির্বাচন করবেন। যারা আগের পর্ব গুলো মিস করেছেন তারা নিচে থেকে দেখে নিতে পারেন।

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব -১ (বনসাই পরিচিতি)

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব-২ ( বনসাই এর প্রকারভেদ-চমৎকার সব ছবি সহ)

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- -৩ ( বনসাই এর জন্য উপযুক্ত গাছ নির্বাচন )

কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় যাই।

আসলে যে কোন ধরনের বনসাই বানানোর ক্ষেত্রে প্রাতমিক দুটি কাজ খুবই গুরুত্ব বহন করে। তা হল বনসাই এর জন্য টব বাছাইকরন। ও টব এর জন্য মাটি তৈরি করা। আসুন দটো বিষয় ধাপে ধাপে আলোচনা করা যাক।

টব বাছাই করনঃ

  •  প্রথম অবস্থায় সহজে পাওয়া যায় এবং দামেও সস্তা এমন টবই ভাল।
  • টবের উচ্চতা হবে ১০ সেঃ মিঃ এবং মুখের ঘের হবে ১৫ সেঃ মিঃ। তবে টবের আকৃতি পরিবর্তনশীল হতে পারে। উল্লেখিত আকারের টব বাজারে প্রচুর পাওয়া যায়।
  • মাটির টব ব্যবহারের আগে তা ২৫- ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
  • তলদেশে প্রতি ১.০৫ সেঃ মিঃ ব্যাসের জন্য একটি করে ছিদ্র থাকা চাই। অন্যথায় পানি নিকাশের সমস্যা দেখা দেবে, যা গাছের জন্য খুবই ক্ষতিকর।
  • ছিদ্রগুলো টব মাটি ভর্তি করার সময় ভাঙ্গা হাড়ির টুকরা দিয়ে এমভাবে ঢেকে দিতে হবে যেন নীচে সামান্য ফাঁকা থাকে। এর উপর মাপ মত নাইলনের জাল বিছিয়ে তারপর নিয়মানুযায়ী মাটি দিয়ে টব ভর্তি করা হয়।
  • প্রথম অবস্থায় টবকে দর্শনীয় করার তেমন প্রয়োজন নেই। পরবর্তীকালে নিজের পছন্দমত সুর্দৃশ্য পোড়ামাটির টব বা নকশা করা চীনামাটির টব ব্যবহার করা যায়।
    মাটির ও চিনা মাটির সুন্দর টব

     

এবারে চলুন দেখে নিই মাটি প্রস্তুত করনঃ

বনসাইতে গাছের স্বাভাবিক বৃদ্ধি রোধ করে তাকে ছোট করে রাখতে হবে। এই ছোট রাখার সঙ্গে সঙ্গতি রেখে গাছকে পরিচর্যা ও খাবার দাবার দিতে হবে, যাতে গাছটির নিজস্ব বৈশিষ্ট্যগুলো উজ্জ্বল হয়ে উঠে। প্রথমতঃ টবের মাটি এমন হবে যাতে মাটি অনেকক্ষণ ভেজা থাকবে অথচ অতিরিক্ত জল ধরে রাখবে না। এ জাতীয় মাটি জাপানে পাওয়া যায়। তবে আমাদের দেশে এ ধরনের মটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরি ও টব ভর্তির কার্যাবলী নিম্নরূপঃ

  • মাটি তৈরির মালমশলাঃ আধা পোড়া মাটি ৩ ভাগ, দো-আঁশমাটি ৩ ভাগ, পাতাপচা সার বা এক বছরের পুরনো নির্ভেজাল গোবর সার ২ ভাগ, বেশ রড় দানার বালি ২ ভাগ ।
  • ঐসব উপাদান ভালভাবে মিশিয়ে হালকাভাবে গুঁড়ো করে নিয়ে ২- ৪ দিন রোদে শুকাতে হবে। মাঝে মাঝে হাত দিয়ে উলট পালট করে দিতে হবে।
  • ৪ মিঃ মিঃ ব্যাসের চালুনী দিয়ে ঐ মাটি ছেঁকে নিতে হবে। চালুনীর উপরে পড়ে থাকা মাটি দিয়ে টবের তলদেশ ভর্তি করতে হবে যা ভিত্তিস্তরের মাটি হিসেবে বিবেচিত।
  • চালুনী থেকে বের হওয়া মাটিকে পুনরায় ৩ মিঃ মিঃ ব্যাসযুক্ত চালুনী দিয়ে ছেঁকে নিতে হবে। এবার উপরে আটকে থাকা মাটি দিয়ে টবের মধ্যাংশ এবং চালুনী থেকে ঝড়ের পড়া মাটি দিয়ে উপরের অংশ ভরাট করতে হবে।

আজ এখানেই শেষ আগামিতে বনসাই এর জন্য বৃক্ষ উৎপান এবং সংগ্রহ নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাববেন।

যে কোন প্রয়োজনে আমাকে ফেসবুকে নক কনতে পারেন।

ফেসবুকে আমাকে পাবেন

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ay dhoroner mati ke kinnta pao jay.
???

    nursery te request kore upokoron gulo collect kore nite paren… ar jodi karo kase peye jan to valo.. tobe asa kori nursery te bolle hyto ora bonsai tob er mati ready kore dibe 🙂