আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন।
আমিও ভালো আছি..
মাঝখানের সময়টাতে একটু ব্যাস্ত থাকার কারনে বনসাই নিয়ে ধারাবাহীক টিউনটা আটকে ছিল । তবে এখন আর আটকে থাকবে না ইনসাল্লাহ....
যারা আগের দুটি পর্ব মিস করেছেন তারা নিচের লিংক হতে দেখে নিন।
আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল বনসাই তৈরির জন্য আপনি কি ধরনের বৃক্ষ বাছাই করবেন।একজন বনসাই শিল্পী হিসাবে আমরা সব সময় চাই যে, আমাদের সমস্ত শৈল্পিক দক্ষতা এবং বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট প্রজাতির গাছের যে চারিত্রিক বৈশিষ্ট্য গুলি থাকে সেগুলিকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলে একটি সুন্দর বনসাই উপহার দেয়া। আর একারনে বনসাই তৈরির জন্য উপযুক্ত বৃক্ষ নির্বাচন করা খুবই জরুরি। একটি ভালো বীজ ছাড়া যেমন ভালো চাড়া গাছ পাওয়া সম্ভব নয় তেমনি ভালো বৃক্ষ ছাড়া ভালো বনসাই পাওয়াও সম্ভব নয়। বনসাই এর মূল উপাদান হলো গাছ। এই উপাদান সংগ্রহের ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বনসাই পাত্রে আপনি যে কোন প্রজাতির গাছ বসিয়ে উপস্থাপন করতে পারেন। কিন্তু পাত্রে বসানো সেই গাছটি একটি ভাল বনসাই হিসাবে স্বীকৃতি নাও পেতে পারে। এই কারণেই গাছ বাছায়ের সময় সতর্ক হতে হবে।যে সকল গাছের বৃদ্ধি ধীরে ধীরে হয়। গাছের কান্ড মোটা হয়। বছরে একবার পাতা ঝরে। গাছের বয়স হলে গাছের ছাল মোটা হয়। গাছের ঝুরি নামে এমন গাছ, শিকড় কেটে দিলে ঝুরি গাছের শিকড়ের কাজ করে। গাছ অনেকদিন সতেজ থাকে এবং গাছের বয়স অনুযায়ী বেঁচে থাকে। যেখানে বা যেদেশে বনসাই করা হবে সে স্থানের আবহাওয়া উপযোগী হতে হয়।
চলুন প্রথমেই দেখেনিই বাংলাদেশে বনসাই করার উপযুক্ত গাছ গুলো কি কিঃ
এবার চলুন দেখেনেয়াযাক একটি আদর্শ বনসাই উপাদানের সে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি থাকবেঃ
উপরের বৈশিষ্ট সম্বলিত বৃক্ষ সংগ্রহ করতে পারলে আপনি একটি সুন্দর বনসাই বৃক্ষ তৈরি করতে পারবেন বলে আমাকরি।
আগামি পর্বতে আলোচনা করব কি করে বনসাই বৃক্ষ সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
ধন্যবাদ ।ইচ্ছা তো জাগে যে একটা বনসাই বানাই …