আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৩] :: বনসাই এর জন্য উপযুক্ত গাছ নির্বাচন

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন।

আমিও ভালো আছি..

মাঝখানের সময়টাতে একটু ব্যাস্ত থাকার কারনে বনসাই নিয়ে ধারাবাহীক টিউনটা আটকে ছিল । তবে এখন আর আটকে থাকবে না ইনসাল্লাহ....

যারা আগের দুটি পর্ব মিস করেছেন তারা নিচের লিংক হতে দেখে নিন।

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব -১ (বনসাই পরিচিতি)

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই- পর্ব-২ ( বনসাই এর প্রকারভেদ-চমৎকার সব ছবি সহ)

আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল বনসাই তৈরির জন্য আপনি কি ধরনের বৃক্ষ বাছাই করবেন।একজন বনসাই শিল্পী হিসাবে আমরা সব সময় চাই যে, আমাদের সমস্ত শৈল্পিক দক্ষতা এবং বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট প্রজাতির গাছের যে চারিত্রিক বৈশিষ্ট্য গুলি থাকে সেগুলিকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলে একটি সুন্দর বনসাই উপহার দেয়া। আর একারনে বনসাই তৈরির জন্য উপযুক্ত বৃক্ষ নির্বাচন করা খুবই জরুরি। একটি ভালো বীজ ছাড়া যেমন ভালো চাড়া গাছ পাওয়া সম্ভব নয় তেমনি ভালো বৃক্ষ ছাড়া ভালো বনসাই পাওয়াও সম্ভব নয়। বনসাই এর মূল উপাদান হলো গাছ। এই উপাদান সংগ্রহের ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বনসাই পাত্রে আপনি যে কোন প্রজাতির গাছ বসিয়ে উপস্থাপন করতে পারেন। কিন্তু পাত্রে বসানো সেই গাছটি একটি ভাল বনসাই হিসাবে স্বীকৃতি নাও পেতে পারে। এই কারণেই গাছ বাছায়ের সময় সতর্ক হতে হবে।যে সকল গাছের বৃদ্ধি ধীরে ধীরে হয়। গাছের কান্ড মোটা হয়। বছরে একবার পাতা ঝরে। গাছের বয়স হলে গাছের ছাল মোটা হয়। গাছের ঝুরি নামে এমন গাছ, শিকড় কেটে দিলে ঝুরি গাছের শিকড়ের কাজ করে। গাছ অনেকদিন সতেজ থাকে এবং গাছের বয়স অনুযায়ী বেঁচে থাকে। যেখানে বা যেদেশে বনসাই করা হবে সে স্থানের আবহাওয়া উপযোগী হতে হয়।

চলুন প্রথমেই দেখেনিই বাংলাদেশে বনসাই করার উপযুক্ত গাছ গুলো কি কিঃ

  • বট
  • বকুল
  • শিমুল
  • পাকুড়
  • তেতুল
  • শিবীষ
  • বাবলা
  • পলাশ
  • বিলিতি বেল
  • ছাতিম
  • হিজল
  • জাম
  • নিম
  • বেলি
  • গাব
  • শেফালী
  • পেয়ারা
  • হেওরা
  • ডালিম
  • তমাল
  • জাম্বুরা
  • কমলা
  • তুলশী
  • বহেরা
  • বরই
  • বর্ডার
  • কামিনী
  • বগুন
  • মেহেদী
  • কড়ই
  • অর্জুন
  • জারুল
  • জুনিপার
  • নরশিংধ
  • করমচা
  • লুকলুকি
  • কৃষ্ণচূড়া
  • কদবেল
  • দেবদারু
  • সাইকেশ
  • হরিতকি
  • কামরাঙা
  • আমলকি
  • নীলজবা
  • লালজবা
  • কুসুমফুল
  • এশফেরা
  • ধানপাতা
  • অশ্বথ বট
  • নুডা বট
  • পাকুর বট
  • কাঠলি বট
  • রঙ্গন ছোট
  • রঙ্গন বড়
  • নিম সুন্দরী
  • লাল গোলাপ
  • খই বাবলা
  • কনকচাঁপা
  • গোলাপজাম
  • পাথরকুচি
  • সাদা নয়নতারা
  • স্টার কুইন
  • বাগান বিলাস
  • হেলিকুনিয়া
  • লাল টাইমফুল
  • গোলাপিটা ফুল
  • ক্যাকটাস গোল
  • ক্যাকটাস লম্বা
  • পান বিলাস
  • লালা পাতাবাহার
  • লাল জামরুল
  • চায়না বাঁশ
  • সন্ধ্যা মালতী হলুদ
  • যজ্ঞ ডুমুর
  • আলমন্ডা
  • এলাচি
  • ঢেড়শ

এবার চলুন দেখেনেয়াযাক একটি আদর্শ বনসাই উপাদানের সে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি থাকবেঃ

  •  ভাল মূল ভিত্তি আছে এমন গাছ।
  •  সুন্দর Trunk-base আছে।
  •  স্বাভাবিক সৌন্দর্য (Natural beauty) আছে।
  •  গাছের বাকলে বয়সের ছাপ আছে।
  •  মূল কান্ডে কোন দাগ থাকবে না।
  •  মূল কাণ্ডের সুন্দর Taper থাকবে।
  •  প্রচুর ডালপালা আছে এবং ডালগুলিতে প্রচুর পাতা আছে।
  •  গাছে পোকার আক্রমন থাকবে না।
  • গাছ একেবারে সু বা রোগা হবে না।
  • প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা কষ্ট সহিঞ্চু গাছ।
  • যাদের যথেষ্ট বয়স হয়েছে অথচ তেমন বাড় হয়নি।

উপরের বৈশিষ্ট সম্বলিত বৃক্ষ সংগ্রহ করতে পারলে আপনি একটি সুন্দর বনসাই বৃক্ষ তৈরি করতে পারবেন বলে আমাকরি।

আগামি পর্বতে আলোচনা করব কি করে বনসাই বৃক্ষ সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন।

ফেসবুকে আমাকে পাবেন

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ।ইচ্ছা তো জাগে যে একটা বনসাই বানাই …

আমার একটা বট গাছের বয়স প্রায় আড়াই বছর কিন্তু গাছটা বড়ই হচ্ছে না। দুইটা পাতা আজ থেকে প্রায় দুই মাস ধরে। কি করব একটু বলেন প্লিজ।।।

চালিয়ে যান

বনসাই বানানোর ইচ্ছা জাগছে 😀

Level 0

Eagerly waiting 4 neXt epesode….!!!

Level 0

অসুস্থ ছিলেন নাকি? অনুপস্থিত এতদিন?