মায়ের আদর যেমন নিঃস্বার্থ তেমনি টেকটিউনস থেকে পাওয়া আদর ও নিঃস্বার্থ হওয়া উচিত। টিটি নিয়ে ব্যবসা করবেন না।

আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা।  আমার কথাগুলি লিখিত ভাবে প্রকাশ করলাম তাই আপনি নিচের লিঙ্কে পবেশ করুন আর দেখুন কি লিখেছি

http://লিখা দেখার সাইট.com বুঝলেন এই সাইটে যান। যদি আপনাকে এই সাইটেই গিয়ে দেখতেই হবে কি লিখেছি তাহলে টেকটিউনসে প্রবেশ করলেন কেন? এখানে কি শুধু লিঙ্ক দেওয়া দেয়ি হয় নাকি পুর্নাঙ্গ লেখা প্রকাশ করা হয়? অবশ্যই আগে এরকম অবস্থা ছিল না সবাই চাইত কিভাবে আমার লিখাটি পুর্নাঙ্গ এবং বোধগম্য হয় অন্যদের কাছে। কিন্তু দুঃখের বিষয় আজকে পুর্নাঙ্গ আর বোধগম্য কোন কিছুর তোয়াক্কা নাই কারন টিউনাররা লিখতেই চান না। ভিডিও লিঙ্গ দিলাম দেখে নিবেন, কি দেখব আপনার ভিডিওর রেজুলেশনই ঠিক নাই, কি করছেন আপনিই দেখেছেন, ফাকে আমার শুধু শুধু এমবি নষ্ট । না পারলাম আপনার কমান্ডগুলি দেখতে না পারলাম আপনার কথা শুনতে গান এটার্চ করে দিয়েছেন গানই শুনলাম ফাউ কষ্ট করে।

নিয়ে নিন ফুল ভার্সন সফটওয়্যার দেরি করলে পস্তাবেন। আর আমরা হুমরি খেয়ে ওনা টিউনে প্রবেশ করে লিখাগুলি দেখতে থাকলাম কি কি সুবিদা আছে এই সফটওয়্যারে কেমনে কাজ করা যায়। সবই ভালো লাগলো ওহ! জটিল তো সফটওয়্যাটি এখুনি ডাউনলোড দিই ব্যাস ক্লিক করলেন তার দেওয়া লিঙ্কে দেখলেন একটি সাইট এসেছে তারপর ওখান থেকে আবার একটি লিঙ্কে ক্লিক করেন আরেকটি পেজ আসল ওখানে 10 সেকেন্ট অপেক্ষা করুন তারপর স্কিপ বাটনে ক্লিক করুন, হায় ডাউনলোডত আর হয় না কোথায় গেল ডাউনলোড লিঙ্ক দুর হুদাই সময় নষ্ট, টেকটিউনসে ফিরা আইসা ওই টিউনারকে দিলেন কমেন্স দুর মিয়া ফালতু টিউন ডাউনলোড লিঙ্ক পাইনা। বেগ করে চলে আসলেন আপনার লাভ হয়নি তাই না? সমস্যা নাই ওনার লাভ হয়েছে কারন আপনি ওনারদেয়া লিঙ্কগুলিতে ক্লিক করেছেন, বুঝেন নাই? এখনত আবার ক্লিক ব্যবসা চলাতাছে। অনেক টিউনার ভাই আছেন যারা কষ্ট করে লিখেন এবং আরো বুঝার জন্য স্ক্রিনশর্ট দেন তাতে আমরা আরো ভালো বাবে বুঝতে পারি সেই সাথে  সফটও্য়্যারটির ডাউনলোড লিঙ্কটাও দেন সহজ ভাবে, আর আমরাও তাকে একটি ছোট্ট কমেন্টস করি ধন্যবাদ ভাই সুন্দর টিউন করার জন্য। একদিকে সে যেমন উৎসাহিত হলো তেমনি আমরাও সহয ভাবে উপকৃত হলাম এটাই টেকটিউনসের নিয়ম। কোন টিউন প্রকাশ করলে লিখিত ভাবে তার সাথে বাস্তবিকতার জন্য ভালো রেজুলেশনের ভিডিও যুক্ত করা হলে এবং ডাউনলোড লিঙ্ক নিয়ে ব্যবসা না করে সোজা সোজি দিলে আমরা সবাই উপকৃত হব এবং আমাদের অর্থখরচ ও কম হবে। কথাগুলি নিজের ক্ষুভে বলেছি কারন আমিও পরিস্থিতির শিকার। ধন্যবাদ সবাইকে

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thek bolechen….osongkho dhonnobad apnake…a bishoy ta sobar mathai rakha uchit

আমি আপনাকে শতভাগ সমর্থন করছি। টিটির মডারেশান এখন অনেক কমে গেছে। টিটির উচিত নতুন কিছু মডারেটর নিয়োগ করা।

সত্যিয় কথাগুলো @ আর জামান ভাই আপনার টিউন দেখতে চাই নিয়মিত। @ ধন্যবাদ

ঠিক বলেছেন

আপনার কথায় যুক্তি আছে।তবে যে কোন বিষয়ের ভাল খরাপ দিক দুটাই আছে।কম বেশি আর কি।আপনি খেয়াল করলে দেখবেন এই ঘুন ধরা শুধু টি টি তেই সীমাবদ্ধ না। সর্বক্ষেত্রে ছেয়ে গেছে।

শতভাগ সমর্থন করছি 🙂

ভিডিও টিউন গুলো আমার কাজে এত বিরক্ত লাগে………

Level New

khubi darun bolesen vaia,ami onek post e coment koresi,adsens lovi o bolesi tau tuner der kandogan hoyna, age purnango post hoto,kisu sikte partam r sikte partam bole aro kisu sikte tuner er dawa link e jetam, r akhon halara post daina, sudu link idaning utub link e besi,ami to moteo jaina link e, admin o dekhi chup chap kisu bolena, asob faltu user der link e jeye adsens block korar babosta kora uchit, googl mama khubi valo direct besi click korlei ban

Level New

keu adsens pele sohojogita kora uchit, taka ke pacche boro na,boro amra bidesi dollar dese ante parsi kintu oporer ciment ta likhesi faltu tuner er lovi bapar dekhe tai rage khobe bollam kotha ta, keu vul bakkha korben na

ঠিক বলছেন ভাই।

শুধু কি তাই ভাই? এখানে ভুয়া টাইটেল দিয়ে নিজের মতো করে পোস্ট করে যাচ্ছে। সেই ধোঁকা ধরিয়ে দিয়ে কমেন্ট করলাম। কিন্তু কয়েক মিনিট পর কমেন্ট মুছে দেয়া হোলো। সুন্দর না? 😀 সেই ভুয়া টাইটেল এর পোস্টটা আবার স্পন্সর টিউন। টেকটিউনস টিমও জানে সেটা ভুয়া। তারপরেও টিউন কিন্তু বহাল তবিয়তে চালু আছে। এইসব কারনেই দেখি অনেক পুরাতন ভাই টেকটিউনস এর কথা বললে এখন নাক সিটকায় :/