ডাটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার-১ এর সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন! শতভাগ নিশ্চয়তা!!


ডাটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার-১ এর সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন! শতভাগ নিশ্চয়তা!!

Data Communication & Computer-1 Subject Code: 6663,

  • Electronic Communication – বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন সৃষ্টি হয়, তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলে।
  • ইলেকট্রনিক মিডিয়া সমূহঃ ফাইবার অপটিক, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট, টেলিগ্রাফ।
  • টেলিকমিউনিকেশন- দূরবর্তি যোগাযোগের জন্য বিভিন্ন উপায়ে টেলিফোনের ব্যবহার এর মাধ্যমে যে কমিউনিকেশন প্রতিষ্ঠা করা হয়।
  • ডাটা কমিউনিকেশনের সংজ্ঞাঃ Wire কিংবা Wireless মিডিয়ার মাধ্যমে দু’টি ডিভাইসের মধ্যে ডাটা এক্সচেঞ্জ এর পদ্ধতিকে ডাটা কমিউনিকেশন বলে।
  • ডাটা কমিউনিকেশনের মৌলিক উপাদানঃ বার্তা, প্রেরক, মাধ্যম, গ্রাহক, নিয়মনীতি, ফেরত সংকেত।
  • প্রটোকলকি?- A Protocol is a set of rules that given data communication.
  • Spectrum- এক্তি সিগন্যাল টাইম ওয়েভ ফরমকে এক সিরিজ সাইন এবং কোসাইন প্রদর্শন করাকে সিগন্যাল স্পেকট্রাম বলে।
  • Bandwidth- একটি সিগন্যালের ফ্রিকোয়েন্সীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যকার পার্থক্য।
  • SNR- Signal-to noise ratio.
  • Data Transfer Mode- Simplex, Half-Duplex, Full-Duplex.
  • মডুলেশন- ক্যারিয়ার ওয়েভের সাথে সিগন্যাল ওয়েভের মিশ্রিত করাকে মডুলেশন বলে।
  • অ্যামপ্লিচিউডর মডুলেশন- ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড সিগন্যালের সাথে অ্যামপ্লিচিউডের সাথে পরিবর্তিত হলে একে অ্যামপ্লিচিউড মডুলেশন বলে।
  • লাইন কোডিং কত প্রকার?- ৫প্রকার। Unipolar, Bipolar, Polar, Multilevel, Multitransition.
  • What is Modem?- Modulation Demodulation.
  • Baud Rate?- হল সিগন্যাল রেটকে সংক্ষিপ্তকরণ।
  • এরোর কত প্রকার?- নেটওয়র্ক দুই প্রকার। ১। সিগন্যাল বিট এরোর। ২। বার্স্ট এরোর।
  • ISDN- Integrated Services Digital Network. ATM- Asynchronous Transfer Mode.
  • Block coding এর মূল উদ্দেশ্য হচ্ছে চ্যানেল কোডের দৈর্ঘ্য স্থির করা।
  • ডিজিটাল ট্রান্সমিশন কোডিং সিস্টেম হচ্ছে-ডিজিটাল পদ্ধিতিতে ডাটাকে কোডিং করে এক স্থান হতে অন্য স্থানে প্রেরণের প্রক্রিয়া।
  • 1THz= কত Hz? উত্তরঃ Hz
  • UTP Cable এর বৈশিষ্ট্য- এ ধরনের ক্যাবলিং কষ্ট খুব কম, ইন্সট্রেলজেশন প্রসেস খুব সহজ, ডাটা ট্র্যান্সফার স্পিড শুন্য থেকে ১০০মেগাবাইট।
  • অসুবিধা- ক্রসটক সমস্যা বিদ্যমান, ক্যাবলে টিপিক্যাল ডিলে বিদ্যমান, অ্যাটেনুইয়েশন সমস্যা বিদ্যমান।
  • মাল্টিপ্লেক্সিং- কমন ট্রান্সমিশন মিডিয়া হিসেবে দু’টি ডিভাইসের মধ্যে ডাটা এবং ভয়েস লিঙ্ক স্থাপিত করার প্রক্রিয়াকে মাল্টিপ্লেক্সিং বলে।
  • SONET- Synchronous Optical Network,
  • TDMA- একাধিক ডাটা প্রেরনের ক্ষেত্রে উক্ত ডাটা সমূহ একসাথে প্রেরণ না করে নির্দিষ্ট সময় পর পর ডাটা প্রেরনের প্রক্রিয়াকে TDMA বলে।
  • ডিস্ট্রিবিউট ডাটা প্রেসেসিং- যেকোন কাজে অনেক গুলো কম্পিউটারের মধ্যে ভাগ করে করার একটি প্রক্রিয়া।
  • HTTP- Hyper Text Transfer Protocol. CSMA- Carier Sense Multiple Access. CD-Collision Detection. DECNET- Digital Equipment Corporation. ARPANET-Advanced Research Project Agency Network. MAN- Metropolitan Area Network, WAN- Wide Area Network.
  • Hybrid Network- দুই বা ততোধিক ভিন্ন ধরনে নেটওয়ার্ককে পরস্পর আন্তঃসংযগ স্থাপন করে যে, Network গঠন করা হয়, তাকে শংকর বা হাইব্রিড নেটওয়ার্ক বলে।
  • টোকেন কি?- ডাটা ট্রান্সমিট করার সময় ওয়ার্ক স্টেশন, গ্রাহক স্টেশনের ধারাবাহিক তথ্য গ্রহন করে নেওয়ার প্রক্রিয়ায় হল টোকেন।
  • প্রটোকল কি?- এক সিস্টেম হতে অন্য সিস্টেমে সঠিক ভাবে তথ্য বিনিময়ের জন্য স্বীকৃত রীতি নীতিকে প্রটোকল বলে।
  • ডাটা সিকুরিটি- Unauthorized Person যাতে কোন ডাটা এক্সেস করতে না পারে, সেজন্য ডাটা কে রক্ষা করার বিশেষ ব্যবস্থাকে বলী ডাটা সিকুউরিটি।
  • প্রটোকলে প্রধান উপদানঃ Syntax, Semantics, Timing.
  • OSI- বিভিন্ন প্রস্তুত কারক কর্তৃক প্রস্তুতকৃত ভিবিন্নধর্মী হার্ডওয়্যার এবং সফটওয়্যার সামগ্রীর মধ্যে সংগতি বিধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রমান সংস্থা ISO and OSI মডেলের উন্নয়ন করে।
  • ASK- Amplitude shift key. ISO-International Standard Organization. DNS- Domain Name System
  • NIC- Network Interface Card.

প্রথম প্রকাশঃ এখানে

Level 0

আমি আসিফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ! 😀

common porbe to ??

prosno fash