মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকম্পিউটার-১
ডিপ্লোমা ইন কম্পিউটার- ৫ এন্ড ৬সেমিস্টার।
সাবজেক্ট কোডঃ ৬৬৫১
- Microprocessor – যখন CPUকে একটি একক LSI বা VLSI চিপে নির্মাণ করা হয় তখন তাকে মাইক্রোপ্রসেসর বলে।
- মনিটর প্রোগ্রাম কি?- কোন কম্পিউটারের ROM এ অবস্থিত যে প্রোগ্রাম পাওয়ার আপ, কী-বোর্ডসমূহ অনুবাদ করে থাকে, তাকে মনিটর প্রোগ্রাম বলে।
- SAP-1 কোন প্রকার কম্পিউটার?- Primative Computer Machine.
- SAP-2 কম্পিউটারে কতগুলো ইন্সট্রাকশন আছে এবং ফ্লাগ ব্যবহার হয়?- ৪২টি ইন্সট্রাকশন, এবং ২টি ফ্লাগ ব্যবহার হয়। এগুলো হল- জিরো, সাইন ফ্লাগ।
- সাপ-২ কম্পিউটারের সুবিধা- এর আউটপুটে দুটি Port রয়েছে। যা ডাটাকে সিরিয়াল প্যারালালে রূপান্তর করা যায়।
- সাপ-১ এবং সাপ-২র মাঝে পার্থক্যঃ সাপ-১এ ইন্সট্রাকশন ৫টি কিন্তু সাপ-২এ ইন্সট্রাকশন ৪২টি।
- একাধিক ইন্ট্রাপ্টার সিগন্যাল অরোপিত হলে মাইক্রোপ্রেসসর কিভাবে কাজ করে?- যে পিন গুলো সিগন্যালের অগ্রগণ্যতা বেশি সে অনুসারে ইন্ট্রাপট কাজ করে।
- SID- Serial Input Data, ALE-Address Latch Enable.
- ইন্ট্রাপ্ট কী?- মাইক্রোপ্রসেসরে স্বাভাবিক কার্যাবলির বাঁধা সৃষ্টিকারী সংকেতই ইন্ট্রাপ্ট।
- ৮০৮০মাইক্রোপ্রসেসরের বাস স্ট্রাকচার ৩ভাগে বিভক্ত। Address Bus, Data Bus, Control Bus.
- অ্যাকিউমুলেটরের কাজ? ৮০৮৫কে...।– এটি একধরনের রেজিস্টর। এএলইউ এর পূর্বে ডাটাকে অস্থায়ীভাবে জমা রাখা এবং অপারেশন সম্পাদনের পর পুনঃ অ্যাকিউমুলেটরে ফিরিয়ে আনা। ডাটা এখানে জমা থাকে বলে ৮০৮৫কে অ্যাকিউমুলেটর বেজড মাইক্রোপ্রসেসর বলে।
- ৮০৮৫ মাইক্রোপ্রসেসরে ৪বিট ফ্লাগ আছে। Zero, Carry, Parity, Axiliary Carry.
- 8085 Microprocessor এ, ৫টি ইন্ট্রাপ্ট সিগন্যাল আছে। TRAP, RST5.5, RST6.5, RST5.5, INTR.
- N-Bit Microprocessor?- যে কোন মাইক্রোপ্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে ঐ মাইক্রোপ্রসেসরের বিট সংখ্যার উপর। যে মাইক্রোপ্রসেসরের বিটের সংখ্যার উপর নির্ভর করে, তাকে এন-বিট মাইক্রোপ্রসেসর বলে।
- Intel 8085 µP এর সর্বোচ্চ ফিজিক্যাল মেমরি ক্যাপাসিটি কত?- ৬৪কিলোবাইট এক্সেস করতে পারে।
- অয়ারিথমেটিক উন্সট্রাকশনের উদাঃ ADD B, SUB C, INR M, DCR A.
- Implied Addressing Mode- যে সকল ইন্সট্রাকশনে অপারেন্ড থাকে না তাকে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলে। Exmpl- STC(Set Carry flag)
- INX Instruction এর কাজ- INX: Increment Register Pair by1
Opcode | Operand | Bytes | M-Cycles | T-states |
INX | Reg. Pair | 1 | 1 | 6 |
- টাইমিং ডায়াগ্রাম?- কোন ইন্সট্রাকশন এক্সিকিউশন হওয়ার সময় অপারেশনে বিভিন্ন সিগন্যালসমূহ কিভাবে কাজ করে তা টাইমিং ডায়াগ্রামে প্রকাশ করা হয়।
- অ্যাসেম্বলার ডাইরেক্টিভস?- এটি অয়াসেম্বলারের জন্য নির্দেশ, এদেরকে সিডো ইন্সট্রাকশন বা Pseudo Codes বলে।ইন্সট্রাকশন মেশিন কোডে অনুবাদ হয় না। ORG(Origin), EQU(Equate), DW(Define Word), END, DB(Define Byte).
- Assembly Language ফিল্ডের নাম- Label Field, Operation Code, Operand, Comments.
- Memory Mapping ?- মেমরি ডিভাইসের সমস্ত অ্যাড্রেসকে চিত্রের মাধ্যমে চিহ্নিত করা যায় তাকে মেমরি ম্যাপিং বলে।
- PPI- Programmable Peripheral Interface. PIC- Programmable Entrap Controller.
- DMA- এর সুবিধা- ১। সময় ব্যয়, ২। এক সাথে বেশি পরিমান ডাটাকে ট্রান্সফার করা।
প্রথম প্রকাশ এখানে!
Good job. Carry on.