ইঞ্জিনিয়ারিং ই-বুক ডাউনলোড, পর্ব ৮: আজ থাকছে ইলেক্ট্রনিক্স এর উপর একটি বই

আমাদের মধ্যে অনেকেরই ইলেক্ট্রনিক্স এ আগ্রহ আছে। তাছাড়া যারা ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হন, তাদেরকে প্রথম সেমিস্টারে ইলেক্ট্রনিক্স এর উপর কিছু পড়া লাগে।

আর আমাদের সামনে অনেক অনেক বই এর রেফারেন্স থাকে, সব বইতো পড়া কস্টকর, তাই আমাদের কে সব দিক বিবেচনা করে ভাল বইটি বেছে নিতে হয়। তেমনি একটি বইঃ

PRINCIPLES OF ELECTRONICS by V.K. MEHTA and ROHIT MEHTA

আসলে ইলেক্ট্রনিক্স এর উপর যে কয়টি সোজা বই আছে, এই বইটি তাদের মদ্ধে অন্যতম। খুবই সহজ ভাষায় বিষয়গুলো বুঝানো হয়েছে। আসা করি ভাল লাগবে। তাছাড়া যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন নাই, কিন্তু ইলেক্ট্রনিক্স এর বিষয়ে আগ্রহ আছে, তারাও সংগ্রহে রাখতে পারেন বইটি।

এই বইটি সংগ্রহে রাখতে পারেন, অন্য একটি কারণেও, অধিকাংশ সময় এই বই গুলোর পিডিএফ ডাউনলোড করতে গেলে পাওয়া যায় না, আর পেলেও টাকা দিয়ে কিনতে বলে। মাঝে মাঝে পেলেও ভাল প্রিন্ট পাওয়া যায় না।

তাই আমার সাজেশন থাকবে, যারা ভবিষ্যতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে ভর্তি হতে চান, তারাও সংগ্রহে রাখুন এই বইটি।

সাইজঃ ১৫মেবি

ডাউনলোড লিংকঃ PRINCIPLES OF ELECTRONICS by V.K. MEHTA and ROHIT MEHTA pdf free download

এই টিউনটি সর্বপ্রথম এইখানে প্রকাশিত।

পোস্টটি ভাল লাগলে এইখান থেকে ঘুরে আস্তে পারেন

Level 0

আমি আলোর নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ইলেক্ট্রনিক্স শেখার জন্য এর উপর বেসিক কিছু বই দেন তো ।

Level 0

great book……. expecting more