গত পোস্টে আমি জাভা এর একটি বই শেয়ার করেছিলাম, অনেকেই বলছিল, সি প্রোগ্রামিং এর কোন বই আছে কিনা?
আমি এর আগেও কিছু পোস্টে সি প্রোগ্রামিং এর বই শেয়ার করেছিলাম, আজ আবারও একটি সি প্রোগ্রামিং এর বই শেয়ার করছি। তবে অনেকেই বলেছিলেন, সি প্রোগ্রামিং এর উপর বাংলা বই শেয়ার করার জন্য। আসলে আমার মতে প্রোগ্রামিং বই বাংলা এর চেয়ে ইংলিশ পড়ে আপনি অনেক বেশী শিখতে পারবেন। আর প্রথম প্রথম পড়তে একটু কষ্ট হবে, কিন্তু পড়তে থাকলে এই ইংলিশ বই ই ভাল লাগবে।
আজকে আমি আপনাদের সাথে সি প্রোগ্রামিং এর একটি ইংলিশ বই শেয়ার করব। বইটি হলঃ
C The Complete Reference
By
Herbert Schildt
যাদের প্রোগ্রামিং শেখার ইচ্ছা আছে, তারা ডাউনলোড করে সংগ্রহে রাখতে পারেন। আসা করি পরে উপকৃত হবেন। আজ তাহলে এই পর্যন্ত। সামনে আবার নতুন কোন বই নিয়ে টিউন করব।
সাইজঃ ৬ মেবি
ডাউনলোড লিঙ্কঃ C The Complete Reference By Herbert Schildt
এই টিউনটি সর্বপ্রথম এইখানে প্রকাশিত।
পোস্টটি ভাল লাগলে এইখান থেকে ঘুরে আস্তে পারেন
আমি আলোর নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx…