আগের পোস্টটি পড়তে চাইলে এইখান থেকে ঘুরে আস্তে পারেন।
অনেক দিন পর আবার লিখতে বসলাম, আসলে আরও আগেই এই বইটি দেয়া উচিত ছিল। যাই হোক ব্যাস্ততার জন্য দিতে পারিনি। আগের পোস্টটিতে আমি যে বইটি দিয়েছিলাম, এখন তার solution দিচ্ছি। আসলে অনুশুলনির অনেক অংক আছে যা নিজে নিজে করা যায়, আবার কিছু আছে যা নিজে নিজে করতে সময় লাগে। তবে solution থাকলে ভালই হয়। বিশেষ করে পরীক্ষার আগের রাতে আমার তো মনে হয় solution ছাড়া চলে না।
Size: 4MB
Download Link: Solution-Introductory circuit analysis_Boylestad
আজ তাহলে এই পর্যন্ত। পরে আবার অন্য কোন বই নিয়ে হাজির হব।
এই টিউনটি সর্বপ্রথম এইখানে প্রকাশিত।
পোস্টটি ভাল লাগলে এইখান থেকে ঘুরে আস্তে পারেন।
আমি আলোর নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
link kaj kore na………”File Download Blocked” dhekay…….