বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেক দিন পর লিখছি। আশা করি সবাই ভালো আছেন । অনর্থক কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাচ্ছি –
আমরা সকলেই জানি আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত ২ বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর সংবলিত সিম দিয়ে আসছে ।
এরই ধারাবাহিকতায় এবারেও তারা সিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু এই সিম নেওয়ার পদ্ধতি আগের তুলনায় অনেক কঠিন করেছে যা অনেকের জন্য খুবই ঝামেলার হবে । তাই, কিভাবে এই সিম তুলতে হবে তার বিস্তারিত নিয়েই আমার আজকের এই পোস্ট ।
১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5BoardRollPassing yearMobile no লিখে 16222 এ SMS করতে হবে ।
[ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year 2014 , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন । ]
উদাহরণ – GPA5 Dhaka 123456 2014 01************
২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন ।
৩. এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://gpa5.teletalk.com.bd –তে ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে ।
৪. সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে । সাবমিট এ ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে । এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন ।
৫. সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন । এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন । তথ্য ঠিক থাকলে আপনি একটি পেজ পাবেন ।
৬.এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে ্নিশ্চিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন । তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন ।
৭. তারপর আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন ।
আপাততো আপনার কাজ শেষ ।
সিমের জন্য এই রেজিস্ট্রেশন চলবে ২০/০৭/২০১৪ পর্যন্ত । তারপর আপনি সিম তোলবেন । টেলিটক থেকে জানিয়ে দেয়া হবে কোনদিন থেকে সিম দেয়া শুরু হবে ।
সিম সংগ্রহ করবেন যেভাবে -
১. আপনি পূরণ করার সময় সিম তোলার জন্যে যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছিলেন শুধুমাত্র সেই কাস্টমার কেয়ার থেকেই সিমটি সংগ্রহ করতে পারবেন ।
২. সিম সংগ্রহ করার তারিখ দেয়ার পর আপনি যে অভিভাবকের নামে রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং অবশ্যই যে ফরমটি প্রিন্ট করেছিলেন তা জমা দিতে হবে ।
৩. আপনাকে অবশ্যই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর এস.এস.সি-র প্রবেশ পত্রের মুল কপি দেখাতে হবে
* এভাবে আপনি আপনার সিমটি সংগ্রহ করতে পারবেন ।
কোন সমস্যা হলে ফেসবুকে আমাকে নক করতে পারেন ।
https://www.facebook.com/jubayerkingdom
আগামী টিউনে দেখা হবে । ততোদিন ভালো থাকবেন । খোদা হাফেজ ।
আমি সাদাত জুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাদামাটা মানুষ । সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি । প্রযুক্তিকে নিয়ে থাকতে ভালোবাসি । নতুনকে জানার চেষ্টা করি ।
আপনার ফেসবুক আইডিটা কি? কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেসন চলবে? কিভাবে জানতে পারব কবে থেকে সিম দিবে?