আমি সব সময়ই আপনাদের মাঝে ভাল কিছু সেয়ার করতে চাই। যেগুলা অন্য কোন কেউ প্রকাশ করে নাই। আজো সেই রকম একটা পোস্ট। টেকটিউন্সে আমার প্রথম পোস্ট ছিল এডুকেটিভ Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন । তার পর আমি আর বেশ কয়েকটা এডুকেটিভ পোস্ট করি। Tag question কি কেন? কিভাবে করবেন ? (ssc লেভেলের একটা শিট) আরেকটা Freelancer-দের ব্যসিক English শিখার এক অসাধারণ আসর । আজ আমি যা সেয়ার করব তা অবশ্যই ভাল লাগবে। আজ পিসিতে বসেছিলাম হ্যাকিং নিয়া একটা পোস্ট দেওয়ার জন্য। আজকের পোস্টটার হেডিং দিতে চাচ্ছিলাম "পৃথিবীর এ পাশ থেকে হ্যাক করুন অপাশের সি সি কেমেরা" কিন্তু ভাবলাম এই ফালতু কাজের চেয়ে এই পোস্টটা আপনাদের আর বেশি দরকার। তাই এটা আগে দিলাম । পরে এক দিন না হয় অইটা সেয়ার করবো।আর হ্যাকিং রিলেটেড পোস্ট কিন্তু আগে করেছিলাম। এইগুলা দেখেন।
তাইলে আসেন ক্লাস শুরু করে দেই।
এই রহিম তুমি এদিকে আসো , ব্লেকবোর্ডটা ক্লিন করো। আর করিম তুমি যাও চোক-ডাস্টার নিয়ে আসো ।
{আমার ক্লাসে হঠাত করে হুজুর সারের আগমন }
হুজুর সারঃ অহ রেজওয়ান সার ! একি করেন, এভাবে তো কাউকে রহিম বা করিম বলে ডাক দিলে গুনাহ হয় , আপনি যানেন না! কারো নাম যদি আব্দুর রহিম বা আব্দুল কারিম থাকে তাইলে তারে পুরা নামে ডাকা আবশ্যক কারন "আব্দ" এর অর্থ হল বান্দা আর "কারিম" বা "রাহিম" এগুলা হল আল্লাহর ৯৯ নামের একটা। এভাবে ডাকতে নাই। আল্লাহর ৯৯ নামের যে কোন একটা দিয়ে যদি কারো নাম থাকে তাইলে তার পুরা নাম ধরে ডাকতে হবে। শুধু যদি রহিম বা করিম বলে ডাকেন তাইলে কোন মানুষকে আল্লাহ বলে ডাকছেন। কত বড় ভুল করছেন, দেখেছেন ।
রেজওয়ানঃ সার আসলে আমার ভুলে হয়ে গেছে।
হুজুর সারঃ অকে কোন সমস্যা নাই। এই মেয়ে তোমার উড়ানা কই ?
আচ্ছা ! সার আমি জাই
রেজওয়ানঃ অকে সার।
যাক হুজুর সার অনেক গুরুত্তপুর্ন কথা বললেন। তোমরা খেয়াল করে ডাক দিও । বুচ্ছো ! এখন তাইলে আমরা শুরু করি আব্দুর করিম কই ! এখন আসে নাই ?
হম , তাইলে শুরু করি ।
গত কয়েক ক্লাসে আমি টেন্স আর বেসিক ইংলিশ নিয়ে আলোচনা করেছি আজ S নিয়ে আলচনা করব।
কোন শব্দের শেষে s তিন কারনে ব্যবহার হতে পারে। এখানে আমি তোমাদেরকে s এর ব্যবহার নিয়ে বিস্তারিত বলব।
1. প্রথমে যে s-এর কথা বলব তা হল বহুবচনের s। অর্থাৎ যে s কোন বস্তুকে বহুবচনে রুপান্তর করে। যেমনঃ book=বই Book+s=বইগুলা
এই s-এর আগে (‘) apostrophe বসে না।
2. আরেকটা s আছে। যে s verb-এর পরে বসে। অর্থাৎ present indefinite tense এর ক্ষেত্রে subject যদি he, she, it বা নাম হয় তবে s বা es যুক্ত হয়। এই s এর আগে (‘) apostrophe বসেনা। e বা es যুক্ত হওয়ার নিওমগুলো আগে টেন্সের সিটে আলোচনা করা হইছে।
3. আরেক s হল সম্পর্কের s। বিষয়টা তোমাদের জন্য নতুন তাই আলোচনা করছি।
লক্ষ কর, Rizwan father এর অর্থ কী?
এর অর্থ রেজওয়ান বাবা। এটা কি কোন অর্থ বুঝায়? আসলে কোন অর্থ বুঝায় না। এখন যদি আমি “রেজওয়ান” এর সাথে একটা “র” বসাই তাহলে কী হবে? রেজওয়ানের বাবা।তাই না ! এই যে “র” যেটা ‘রেজওয়ান’ এর সাথে ‘বাবা’এর মাঝে সম্পর্ক গড়ে দিয়েছে, এই "র" এর জন্যই আমরা “s” ব্যবহার করে থাকি।যেমনঃ Rizwan’s father. দুইটা উদাহরন লক্ষ কর।
রেজওয়ানের গাড়ি=Rizwan’s car
গাছের পাতা= leaf of the tree.
এখানে দুইটা উদাহারনের প্রথমটায় ব্যক্তির নামের পরে “র” আর দ্বিতীটায় বস্তুর নামের পরে “র”।
এই পার্থক্যের কারনে English এ কিছু পার্থক্য দেখা চাচ্ছে। মানে ব্যক্তির নামের পরে “র” হলে (‘) apostrophe s বসে কিন্তু বস্তুর নামের পরে “র” হলে of the ব্যবহার হয়।
আরেকটা কথা মনে রাখতে হবে pronoun মানে সর্বনামের পরের “র” এর জন্য কিন্তু কিছুই বসে না ।
যেমনঃ আমার বন্ধু, তার বন্ধু।
এগুলার জন্য ইংলিশে আলাধা শব্দ আছে তাই এগুলার জন্য Tension নাই।
আমার=my
তার=his/her
তাদের=their
তোমার=your
আমাদের=our
(আর আছে, নিজেরা বের করবেন)
আজ এই পর্যন্তই। এখন তোমাদের ছুটি । টিং টিং টিং |টিং। অহো দাঁড়াও দাঁড়াও এই ক্লাসের পি ডি এফ ফাইল্টা এখান থেকে নিয়ে নিও ।
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
ছাড় ভালো লিখছেন