এসএসসি পরীক্ষার
প্রস্তুতি 2014
বাংলা দ্বিতীয়পত্র
সময়: ৫০ মিনিট
পূর্ণমান: ৫০
১. সাধু রীতিতে কোন্ শব্দ
বেশি ব্যবহূত হয়?
ক. দেশি শব্দ খ.
বিদেশি শব্দ
গ. তত্সম শব্দ ঘ. তদ্ভব
শব্দ ২. বাংলা ভাষার প্রধান রূপ
দুটি কী কী?
ক. সাধু ও চলিত খ. কথ্য ও
লেখ্য
গ. লেখ্য ও আঞ্চলিক ঘ.
আঞ্চলিক ও সার্বজনীন
৩. কিসের ভেদে ভাষার
রূপের
ভিন্নতা দেখা যায়?
ক. দেশ ও কাল ভেদে খ.
দেশ ও সমাজ ভেদে
গ. পরিবেশ ভেদে ঘ.
দেশ,
কাল ও সমাজ
ভেদে
৪. 'ণ-ত্ব ও ষ-ত্ব বিধান'
বাংলা ব্যাকরণের
কোন্ অংশের
আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্বে খ.
রূপতত্ত্বে গ.বাক্যতত্ত্ব
৫. কেবল শব্দের ব্যুত্পত্তির জন্য
বানানে কোন বর্ণ
রক্ষিত হয়েছে?
ক. ন খ. ণ গ. স ঘ. শ
৬. কোন
ধ্বনি উচ্চারণের সময়
স্বরতন্ত্রী বেশি অনুরণ
হয়?
ক. ঘোষধ্বনি খ.
অঘোষধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি ঘ.
অল্পপ্রাণ ধ্বনি ৭. নিচের কোন
বর্ণগুলো মহাপ্রাণ
ধ্বনির উদাহরণ?
ক. খ, ঘ, ছ খ. ণ, ন, ম
গ. ড, দ, ধ ঘ. ট, ত, প
৮. বিসর্গ আসলে কোন দুটি বর্ণের
সংক্ষিপ্ত রূপ?
ক. 'ন' ও 'ণ' খ. 'স' ও 'ষ'
গ.'র' ও 'স' ঘ. র' ও 'শ'
৯. 'ন্যূন' শব্দের
সন্ধি বিচ্ছেদ কর। ক. নু উন খ. নি উন
গ. নী ঊন ঘ. নি ঊন
১০. শব্দ বিভক্তির অপর
নাম কী?
ক. ক্রিয়া বিভক্তি খ.
প্রাতিপদিক গ. কারক বিভক্তি ঘ. নাম
প্রকৃতি
১১. 'Practice makes a man perfect.'-
এর সঠিক
বঙ্গানুবাদ
হবে কোনটি? ক. অভ্যাস একজন
মানুষকে পরিপূর্ণ করে
খ.
গাইতে গাইতে গায়েন
গ. অভ্যাস মানুষের দাস
ঘ. অভ্যাস একজন মানুষকে সঠিক করে
১২. 'Cut you coat according to your
cloth.'-এর
বাংলা অনুবাদ
কোনটি?
ক. আয় বুঝে ব্যয় কর খ. ব্যয় যেমন কর
তেমন
আয় কর
গ. যেমন আয় তেমন ব্যয়
ঘ. কাপড় অনুযায়ী কোট
কাট
১৩. 'Mass Education'-এর সঠিক
পরিভাষা কোনটি?
ক. আধুনিক শিক্ষা খ.
গণশিক্ষা
গ. প্রাথমিক শিক্ষা ঘ.
সর্বস্তরে শিক্ষা
১৪. 'One should love one's country.'- এর
সঠিক
বাংলা কোনটি?
ক. প্রত্যেকেরই
দেশকে ভালোবাসা উচ
খ.
প্রত্যেকে প্রত্যেকের
দেশকে ভালোবাসা কর্
গ. প্রত্যেকের দেশকেই
ভালোবাসা উচিত
ঘ.
দেশকে ভালোবাসা ঈম
অঙ্গ ১৫. 'River serves us in many ways.'-
এর সঠিক
অনুবাদ কোনটি?
ক. নদী আমাদের বহু
উপকার করে
খ. নদী আমাদের খুবই উপকারী গ.
নদী দ্বারা আমাদের
অনেক উপকার
হয়
ঘ.
নদী নানাভাবে আমাদে উপকার করে
১৬. 'Architect'- এর সঠিক
পরিভাষা কোনটি?
ক. কারুশিল্পী খ.
প্রকৌশলী গ.
নির্মাতা ঘ. স্থপতি ১৭. অনুবাদ মূলত দুই
শ্রেণীতে বিভক্ত-
শ্রেণি দুটি কী কী?
ক. ভাষান্তরিত ও
ভাবগত খ. ইংরেজি ও
বাংলা গ. ভাবানুবাদ ও আক্ষরিক ঘ.
চিন্তনীয় ও
বর্ণনামূলক
১৮. মাতার নিকট
পুত্রের
পত্রে কী সম্বোধন
করতে হয়? ক. প্রিয় আম্মাজান খ.
পাক জনাবা
গ. পাক আম্মাজান ঘ.
শ্রদ্ধাস্পদ
১৯. কোনটির
অভাবে চিঠিপত্র 'ডেডলেটার'
বলে চিহ্নিত হয়?
ক. প্রাপকের
প্রতি সম্বোধন
খ. প্রেরকের স্পষ্ট ও
পূর্ণ ঠিকানা গ. প্রাপকের স্পষ্ট ও
পূর্ণ ঠিকানা
ঘ. প্রয়োজনীয়
ডাকটিকিট
২০. 'পোষ্টাল কোড'
কী নির্দেশ করে?
ক. প্রাপকের এলাকা খ.
ডাক
বিভাগের নাম
গ. পোষ্ট অফিসের নাম
ঘ. চিঠি লেখার ঠিকানা
২১. কোন পত্র
আসলে পত্র নয়?
ক. মানপত্র খ. চুক্তিপত্র
গ. ব্যক্তিগত পত্র ঘ.
আবেদনপত্র ২২. পত্র লেখার সময়
কোনটির গুরুত্ব
সর্বাধিক?
ক. পত্রের ভাষা খ.
পত্রের বক্তব্য বিষয় গ.
পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ
২৩. কোনটি রূঢ়ি শব্দ?
ক. বাঁশি খ. জলধিগ.
কর্তব্যগ. মহাযাত্রা
২৪. প্রযোজক ক্রিয়ার
আরেক নাম কী ?
ক. ণিজন্ত ক্রিয়া খ.
যৌগিক ক্রিয়া
গ. মৌলিক ক্রিয়া ঘ.
মিশ্র ক্রিয়া ২৫. ভাব
বিশেষণ কয় প্রকার ?
ক. দুই প্রকার খ. তিন
প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ
প্রকার ২৬. 'দরিদ্র'
শব্দটির বিশেষ্য পদ
কোনটি?
ক. দারিদ্র্য খ.
দরিদ্রতা গ. দারিদ্র ঘ.
দরিদ্র্যতা ২৭. টি, টা,
খানা, খানি- কোন্
বচনে ব্যবহূত হয়?
ক. একবচন খ. দ্বিবচন গ.
সংখ্যা ঘ. বহুবচন
২৮. 'পুস্তিকা'
কি অর্থে ব্যবহূত হয়? ক. স্ত্রীলিঙ্গ খ.
উভয়
লিঙ্গ গ.
বৃহদার্থে ঘ.
ক্ষুদ্রার্থে
২৯. প্রথম পুরুষের অপর
নাম কি? ক. উত্তম পুরুষ খ. মধ্যম
পুরুষ
গ. নাম পুরুষ ঘ. কোনটিই
নয়
৩০. 'সম্বোধন' শব্দের
অর্থ কি? ৩০. 'সম্বোধন' শব্দের
অর্থ কি?
ক. আহ্বান করাখ. ডাকাগ.
কথা বলাঘ. সম্মান করা
৩১. কান্নায়
বেদনা কমে। 'কান্নায়' কোন অধিকরণ
কারক?
ক. কালাধিকরণ খ.
ভাবাধিকরণ গ.
আধারাধিকরণ ঘ.
ঐকদেশিক অধিকরণ
৩২. অনুসর্গ কীসের মতো কাজ করে?
ক. সন্ধির মতোখ.
বিভক্তির মতো গ.
কারকের মতোঘ.
সমাসের মতো
৩৩. খাঁটি বাংলা উপসর্গ
কোনটি?
ক. আম খ. রাম গ. বাম ঘ.
নিম
৩৪. মৌলিক ধাতুর অপর
নাম কি? ক. নাম ধাতু খ.
কর্মবাচ্যের ধাতু
গ. প্রযোজক ধাতু ঘ.
সিদ্ধ
বা স্বয়ংসিদ্ধ ধাতু
৩৫. কয়টি কালে অনুজ্ঞা ব্যব
হয়?
ক. একটি কালে খ.
দুটি কালে
গ. তিনটি কালে ঘ.
চারটি কালে ৩৬. 'ধন-দৌলত' কোন
অর্থে দ্বন্দ্ব
সমাস? ক. মিলনার্থে খ.
বিরোধার্থে
গ. সমার্থে ঘ.
বিপরীতার্থে ৩৭. ব্যাসবাক্যের অপর
নাম কি? ক. সমস্ত পদ খ.
সমস্যমান
পদ
গ. উত্তর পদ ঘ. সমাস
বাক্য ৩৮. বাক্যের অংশ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ.
৫টি
৩৯. একটি সার্থক
বাক্যের কোন
তিনটি গুণ থাকা দরকার?
ক. ধ্বনি, বর্ণ ও অক্ষর খ.
উদ্দেশ্য বিধেয় ও
কর্ম
গ. কর্তা, কর্ম, ক্রিয় ঘ.
আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসত্তি
৪০. সরল
বাক্যে কয়টি সমাপিকা
ক. ১টিখ. ২টি গ. ৩টি ঘ.
৪টি
৪১. কোলন ড্যাস কোনটি?
ক. : খ. :- গ. - ঘ. , ৪২. 'অয় বট'
কথাটির
বিশেষ অর্থ কী?
ক. শক্তপ্রাণ ব্যক্তি খ.
ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি গ. প্রাচীন ব্যক্তি ঘ.
ভীতু ব্যক্তি ৪৩. 'অগ্র
পশ্চাত্
না ভেবে কাজ
করে যে'- এর এক কথায়
প্রকাশ কি হবে? ক. কিংকর্তব্যবিমূঢ়খ.
দিগিবদিক জ্ঞানশূন্য
গ. অজ্ঞাতসারে ঘ.
অবিমৃষ্যকারী
৪৪. 'ঈদৃশ'-এর বিপরীত
শব্দ কোনিট? ক. সদৃশ খ. এরকম গ. তাদৃশ
ঘ. সাদৃশ
৪৫.'নদী' শব্দের যথার্থ
প্রতিশব্দ
কোনিট?
ক. সমুদ্র খ. তটিনী গ. দিঘি ঘ. জলাশয়
৪৬.
ব্যাপ্তি অর্থে কোন্
তত্পুরুষ সমাস
হয়?
ক. ২য়া খ. ৩য়া গ. ৪র্থী ঘ.
৫মী ৪৭. কী সুন্দর ফুল! এটি কোন্ ধরনের
বাক্য?
ক. ইচ্ছাসূচকখ.
বিবৃতিমূলক
গ. আদেশসূচকঘ.
বিস্ময়সূচক ৪৮. ভাবের
ভিন্নতা বিবেচনা করে
ভাবকে কয় ভাগে ভাগ
করা যায়?
ক. দুই ভাগে খ. তিন
ভাগে গ. চার ভাগে ঘ. পাঁচ
ভাগে
৪৯. কমার (,) বিরতিকাল
কতক্ষণ?
ক. ১ বলতে যে সময়
প্রয়োজন খ. ১ বলার দ্বিগুণ সময়
গ. ১ সেকেন্ড ঘ. থামার
প্রয়োজন নেই
৫০. ধ্বনির প্রতীক কী?
ক. বর্ণ খ. অক্ষর গ. শব্দ ঘ.
ধাতু উত্তর: ১. গ ২. খ ৩. ঘ ৪. ক ৫.
খ ৬. ক ৭. ক ৮. গ
৯. ঘ ১০. গ ১১. খ ১২. ক ১৩.
খ ১৪. ক ১৫. ঘ ১৬.
ঘ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ক
২১. ক ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭.
ক
২৮. ঘ ২৯. গ ৩০. ক
৩১. খ ৩২. খ ৩৩. খ ৩৪. খ
৩৫. খ ৩৬. গ ৩৭. ঘ
৩৮. ক ৩৯. ঘ ৪০. ক ৪১. খ
৪২. গ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. খ ৪৬. খ ৪৭. ঘ ৪৮.
গ
৪৯. ক ৫০. ক
ওয়েব সাইট লিঙ্কঃ http://techmasterteam.com/
অ্যাডমিনঃ http://www.nurshuvo.com
আর সাজেশান পেতে লাইক করুনঃ টেক মাস্টার
টিউন টি পড়ার জন্য ধন্যবাদ।
আমি নূরে করিম শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম। আমি নূর করিম শুভ। আমি একজন ছাত্র। আমার প্রধান শখ ওয়েব ডিজাইন।এছারা অবসর কাটাই বই ও টেক টিউনস পড়ে।
thankss